পটকাবাজদের ধ্যান-ধারণা,আদর্শ ও চেতনাবিষ পৌঁছে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের হাতে !!!

লিখেছেন লিখেছেন নোমান২৯ ৩০ মার্চ, ২০১৪, ০৫:০৩:১৮ বিকাল



***

কতটুকু হৃদয়ভর্তি চেতনা জন্মালে জাতীয় সংগীত গাইতে না পেরে আত্নহত্যা করতে পারে ভেবে দেখেছেন কি ?

***

নুসরাত স্কুলে পড়ে । ক্লাস নাইনে ।সেদিন রাতে নুসরাত পড়তেছিল ।কানে ভেসে আসল – বিধাতা সব কিছু সৃষ্টি করেছেন…… ।মাথায় রাগ চড়ে গেল । তবুও সংবরণ করে,বললাম শুধু,বিধাতা-র জায়গায় আল্লাহ পড়তে ।আর একগাদা ভাবনা হাজির হল।কি হবে অদূর ভবিষ্যতে ?এভাবে চললে তো আমাদের আরো হাজার-টা শাহবাগ আন্দোলন দেখতে হবে ।

***

নিশি ক্লাস সেভেনে পড়ে।ছাত্রী মোটামুটি ভাল।ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিল।এখন ক্লাস সেভেনে ।রোল নং-৫ এর ভিতরে।একটু পটু প্রকৃতির।বছরের মাঝখানটায় ব্ই শেষ হয়ে যায়।তাই বার্ষিক পরীক্ষার সময় একটু নির্ভার থাকে।এজন্যে এখনো ক্লাসে এক হয়ে উঠা হইনি।ও ওর নানুমনির সাথে গল্প করে আমি স্কুলে গেলে মিনিমাম দশটি ধন্যবাদ পায়।মোটকথা,ক্লাসের সবার চোখেরমনি।ইদানিং দেখছি কি একটা বই নিয়ে ব্যস্ত।তাই আমিও কৌতূহলি হয়ে জানতে চাইলাম।ওমা দেখে তো হতবাক!দেখি ও কিশোর আলো পড়তেছে।যেখানে জাফরদের এলোমেলো ভাবনারা প্রকাশিত হয়।জানতে চাইলাম কিভাবে পেল বইটা ?কিনছে নাকি ও ? বলল,স্কুলের সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত যাদের রোল দশের ভেতরে তাদের সবাইকে ফ্রি দিছে বইটা।প্রসংগত,ঐ স্কুলের প্রতি ক্লাসে চারটি শাখা।আর এ উপলক্ষে একটা অনুষ্ঠানও হয়েছে।যে অনুষ্ঠানে কবি বিশ্বজিত চৌধুরীও আসছে।কথাবার্তায় মনে হল,বিশ্বজিত চৌধুরীকে বিশেষভাবে উপস্থাপন করছে ঐ অনুষ্ঠান আয়োজনকারীরা।আর জাফইররা চোরার চোরা সায়েন্স ফিকশন পড়ে ভক্ত হয়ে পড়বে শিক্ষার্থীরা।অন্ধ অনুকরণ করবে তাকে।এবং এসব শিক্ষার্থীদের কেউ কেউ ঐ অদ্ভূত কল্পকাহিনী পড়তে পড়তে বিসর্জন দিবে ধর্ম।

***

যাই হোক,কিআ কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার পেছনে সুদূরপ্রসারী উদ্দেশ্য নিহিত আছে।এতে কোন সন্দেহ নেই।

নোট-অভিভাবকদের সচেতন হতে হবে।আপনার সন্তান পাঠ্যপুস্তকের বাইরে বই পড়তে চাই খুব ভাল কথা।তবে কার বই পড়তেছে,কিরুপ বই পড়তেছে সে ব্যাপারে অবশ্যই নজর রাখবেন।

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200401
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মিশবেই তো। আপনারা শুধু তাসবিহ আর মসজিদ তো বাসা এই চলে জীবন পার করলে তো তারা বিগড়ে যাবেই।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
150167
নোমান২৯ লিখেছেন : কি বুঝাতে চাইলেন কিচ্ছু বুঝলামনা ?
200418
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জাতীয় সঙ্গীত গাইলে কি মুক্তিযোদ্ধা হওয়া যায় ?
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২১
150168
নোমান২৯ লিখেছেন : সেদিন আপনার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এফ বি দেখলাম না ?
200425
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
সাদাচোখে লিখেছেন : সরকার যদি একহাতে এ্যাকটিভলী স্যেকুলার ধ্যান ধারনা ও নানাবিদ প্রকল্পকে পৃষ্ঠপোষকতা করে, স্যেকুলার ব্যক্তিত্বদেরকে বিভিন্ন পদ পদবী ও সাহায্য সহযোগীতা করে আর অন্য হাতে ধর্মীয় মূল্যবোধকে ধ্বংশ করতে, ধর্মীয় শিক্ষা ও ধ্যান্ধারনাকে দেশের কৃষ্টিকালচারে পরিনত করতে এবং ধর্মীয় ব্যক্তিত্বদেরকে কোনঠাসা করে রাখে - তবে ব্যাক্তি ও পরিবার পর্যায়ে বাংলাদেশের সন্তানদের গাইড করা অসম্ভব। এক্সেপশনালী কিছু পরিবার তাদের সন্তানদের গাইড করতে পারবে - কিন্তু ম্যজরিটি মানুষ পারবে না।

সো বাবা-মা দের যদি কিছু করতেই হয় তবে তা হল সরকারী কর্মকান্ডে ও সেন্টিমেন্টে পরিবর্তন আনার জন্য সক্রিয় হওয়া।

বুঝতে হবে ইন্ডিভিজ্যুয়ালী এক একটি সন্তানের পেছনে কাজ কর্মের পাশাপাশি একজন বাবা কিংবা মা দিনে ২ ঘন্টা সময় দিলেও গ্যারান্টি নেই - সে সন্তান সুশিক্ষা পাবে। অন্যদিকে যদি কোটি বাচ্চার বাবা মা - সরকারকে সংশোধনের নিমিত্তে যথাযথভাবে কয়েক ঘন্টা সময় দেন - তবে সন্তান সুশিক্ষা পাবার সম্ভাবনা অনেক বাড়বে।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
150166
নোমান২৯ লিখেছেন : আপনার সাথে একমত ।তবে যখন সরকারকে সংশোধনের নিমিত্তে রাস্তায় নামবে অভিভাবকরা তখন তো তাদের রাজাকার হওয়ার সম্ভাবনা আছে ।
200444
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এভাবেই নিজেদের পত্রিকার প্রচার করছে আর বাংলাদেশে সর্বাধিক প্রচারিত কিশোর কন্ঠ কে বন্ধ করছে।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
150163
নোমান২৯ লিখেছেন : আর আমরা বসে বসে আংগুল ছুসছি ।Praying Praying Praying
200453
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
150174
নোমান২৯ লিখেছেন : ভালো লাগলো ।Good Luck Good Luck Good Luck Good Luck
ফুলেল শুভেচ্ছা ।
200469
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : এখন শিশুদের কাছেও চেতনার বিতরণ শুরু হয়ে গেছে।
৩০ মার্চ ২০১৪ রাত ১১:২৪
150299
নোমান২৯ লিখেছেন : জ্বী আপু । শুরু হয়ে গেছে ।
200497
৩০ মার্চ ২০১৪ রাত ০৯:১১
বুঝিনা লিখেছেন : এসব ঝাপড় ষাড়দের ঝাড়াপিটা করতে হবে
৩০ মার্চ ২০১৪ রাত ১১:২৪
150298
নোমান২৯ লিখেছেন : একমত ।
200585
৩১ মার্চ ২০১৪ রাত ০৪:৫৮
প্যারিস থেকে আমি লিখেছেন : অভিভাবকদের সচেতন হতে হবে।আপনার সন্তান পাঠ্যপুস্তকের বাইরে বই পড়তে চাই খুব ভাল কথা।তবে কার বই পড়তেছে,কিরুপ বই পড়তেছে সে ব্যাপারে অবশ্যই নজর রাখবেন।
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
150483
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck
200614
৩১ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৭
egypt12 লিখেছেন : কিশোর কণ্ঠ বন্ধ করে নাস্তিকতার কণ্ঠ বিলাচ্ছে!!! আল্লাহ জানেন কি হবে; আশা করি বুমেরাং হবে...
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
150484
নোমান২৯ লিখেছেন : তাই হোক । তাই হোক ।
১০
200713
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৩
৩১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
150485
নোমান২৯ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১১
200828
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৪
প্রবাসী মজুমদার লিখেছেন : এটা অত্যন্ত দুভাগ্য যে, এ জাতির জম্ম থেকেই ধর্মের লেবাসে কতগুলো ধর্মহীন লুইচ্চা নেতা পেয়েছে। যাদের জীবনে কোন শৃঙ্খলা বা স্বপ্ন ছিলনা। যারা জানেননা একটি জাতিতে তৈরি করার জন্য কি করতে হয়।
বাংলাদেশে আওয়ামীলীগের উপর সওয়ার হওয়া ১৩ জন ইনু সমর্থকই যথেস্ট।
০১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪১
150952
নোমান২৯ লিখেছেন : এক্কেবারে খাঁটি কথা কয়ছেন ।Good Luck Good Luck Good Luck Good Luck
১২
201013
৩১ মার্চ ২০১৪ রাত ০৮:৫৬
জবলুল হক লিখেছেন : Rose Rose Rose Rose
০১ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪২
150953
নোমান২৯ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৩
201536
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বটতলার বাজে বই দিয়ে শাহবাগের বাজে চেতনারই জন্ম হবে। সো আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে, বই নির্বাচনে। আর আমাদের ছোটদেরকেও সুন্দর বই বাছাইযে সাহায্য করতে হবে। অনেক ধন্যবাদ
০২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৯
151241
নোমান২৯ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File