তমানিশা দেখছি-১ । আলো দেখব কবে ? মসজিদের ইমাম (মুজিবের উপর নির্মিত) ফিল্ম দেখতে বাধ্য হলেন !!!!!
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৮ মার্চ, ২০১৪, ০৭:৩৮:২৩ সন্ধ্যা
***
২৬শে মার্চ স্বাধীনতা দিবসে মুজিবের উপর নতুন নির্মিতব্য চলচ্চিত্র দেখতে বাধ্য হলেন মসজিদের ইমাম ।এদিন ডিফেন্সের সকলের জন্য এই ছবি দেখা বাধ্যতামূলক করা হয়।এবং মসজিদের সরকারি ইমামও ছিলেন ঐ তালিকায়। কি আর করা ? হুজুরকে চাকরি বাঁচাতে দেখতে হয়েছে ।
***
এখন ডিফেন্সের সৈনিকদের অনুষ্ঠানে খাওয়া শুরু হয় ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ গান দিয়ে ।
***
আমি স্বপ্ন দেখি , দেখতে ভালবাসি । কিন্তু এই ব্যাপারে আর স্বপ্ন দেখতে পারছি না । হয়ত লেখাটা পড়ে কেউ কেউ হতাশ হবে ।তবুও বলতে হবে । আর কত এভাবে ঘুমাবেন ? আপনারা জানেন কি ? সৈনিকরা কেন সরকারের আজ্ঞাবহ দাসের মত আচরণ করছে ?
আসুন কিছু কথা জেনে নিই -
১. সৈনিকদের ব্রেইন ওয়াশ করার জন্য আছে চৌকস অফিসার । যারা সৈনিকদের ব্রেইন ওয়াশ করে থাকে । তারা বিভিন্ন মনীষীর কথা বলে । এবং তাদের কথায় সম্মোহনী শক্তির প্রভাব আছে ।তারা বলে তমুক মনীষী আরো এত বছর আগে বর্তমান পৃথিবী কিভাবে চলবে ।এবং পৃথিবী ঠিক ওভাবে চলছে ।
মোটকথা, ক্ষ্যামতাসীনদের এই(যা হচ্ছে) আচরণ স্বাভাবিকভাবে নাও এবং নিচ্ছে ।
২. আবার তারা যুদ্ধের কলাকৌশল শিক্ষা দেয় । এবং তারা শিক্ষা দেয় মনীষীদের ।যেমন-তুমি ততক্ষণ যুদ্ধে নামবে না ,যতক্ষণ না তুমি প্রতিরোধের শক্তি সঞ্চয় কর ।
এটার শিক্ষা-হেফাজতের জিহাদকে যুদ্ধ হিসেবে দেখানো ।আর সেদিন(৫ই মে) তাদের ওভাবে অবস্থান ভুল ছিল।কারণ তাদের পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা ছিল না।
৩. আরো আছে ইসলামিক পদ্ধতিতে ব্রেইন ওয়াশ করার সিস্টেম ।যেমন-রাসূল (সাঃ) এক যুদ্ধে তাঁর সাহাবীদেরকে নেতার আনুগত্য করতে বলেছেন ।এবং উনার আদেশ হালকা অমান্য করার কারণে অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হতে হয়ছে।
উদ্দেশ্য- সুতরাং তুমি তোমার দেশের সরকারের আনুগত্য কর।সে হিন্দু হোক বা মুসলিম হোক বা নামধারী মুসলিম হোক।
৪. সাথে আছে ,দেশপ্রেম ঈমানের অঙ্গ।
শিক্ষা-সুতরাং তোমাদেরকে সরকারের দেখানো দেশপ্রেমকে বুকে ধারণ করতে হবে।
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
In this century of net, do we need to impressed by someone? I am not impressed by someone. Because I know myself and try to en light my inner power with my surrounding feeling, love of country. Every day massacre in my country make me burn. As a Muslim, I have my own feeling, own responsibility and individual relation with Allah. So from the point of my self realization, I am leader and decision maker of my self.
Thanks for your writing. Allah may bless you.
কিন্তু ভাইয়া সৈনিকরা যখন ভোগবাদে নিমজ্জিত তখন তাদের দেশপ্রেম ভোঁতা হয়ে যায় । ঠিক নয় কি ভাইয়া ?
অন্তত সেনাবাহিনী ক্ষ্যামতা নিবে না ।
মসজিদের ইমামকে কয়েকদিন পর বলা হবে পারে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য
মন্তব্য করতে লগইন করুন