প্রার্থনা করি ।

লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৭ মার্চ, ২০১৪, ০৫:৪২:১৩ বিকাল

প্রার্থনা করি

আমি প্রার্থনা করি,

সূর্যাস্তের।

আমি প্রার্থনা করি,

আধারের।

আমি প্রার্থনা করি,

তিমির রাত্রির।

আমি প্রার্থনা করি,

অমাবস্যা রাত্রির মত;

কালো আধারের।

আমি প্রার্থনা করি,

সূর্যদয়ের।

আমি প্রার্থনা করি,

নতুন ভোরের।

আমি প্রার্থনা করি,

নতুন দিনের।

আমি প্রার্থনা করি,

নতুন আলোর।

যে আলোয় দূর হবে

তমানিশার যত কালো।

আমি প্রার্থনা করি,

ভুলের।

আমি প্রার্থনা করি,

তারুণ্যের।

আমি প্রার্থনা করি,

ভাংতে।

আমি প্রার্থনা করি,

নতুন করে গড়তে।

আমি প্রার্থনা করি,

ভুলতে।

আমি প্রার্থনা করি,

নতুন করি শিখতে।

আমি প্রার্থনা করি,

সমালোচনার।

আমি প্রার্থনা করি,

জাবাব দেয়ার।

আমি প্রার্থনা করি,

হিংসার।

আমি প্রার্থনা করি,

নব উদ্যমে এগিয়ে চলার।

আমি প্রার্থনা করি,

ধ্বংসের।

আমি প্রার্থনা করি,

সৃষ্টির।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198796
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৮
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
আমিও প্রার্থনা করি ভাল কিছু করার, ভাল কিছু জানার, ভাল কিছু মানার, ভাল কিছু দেয়ার, ভাল কিছু নেয়ার।
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৭
148685
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।
198800
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
148711
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।
198818
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
জাইদী রেজা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
148714
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।
198823
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
148732
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।
198824
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
সিটিজি৪বিডি লিখেছেন : আমি প্রার্থনা করি ভাল কিছু শেয়ার করার।
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
148733
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।
198856
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি প্রার্থনা করি সকলের হেদায়াতের।
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
148759
নোমান২৯ লিখেছেন : এটাত প্রত্যেকদিন মুনাজাতে বলি ।
198933
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৪৩
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। আপনি পারবেন চালিয়ে যান।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৭
148995
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ।
198970
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৯
প্রবাসী মজুমদার লিখেছেন : এসব প্রার্থনা সবার। ধন্যবাদ কবিতার ভাষায় এটি তুলে ধরার জন্য।
২৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৭
148996
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File