প্রার্থনা করি ।
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৭ মার্চ, ২০১৪, ০৫:৪২:১৩ বিকাল
প্রার্থনা করি
আমি প্রার্থনা করি,
সূর্যাস্তের।
আমি প্রার্থনা করি,
আধারের।
আমি প্রার্থনা করি,
তিমির রাত্রির।
আমি প্রার্থনা করি,
অমাবস্যা রাত্রির মত;
কালো আধারের।
আমি প্রার্থনা করি,
সূর্যদয়ের।
আমি প্রার্থনা করি,
নতুন ভোরের।
আমি প্রার্থনা করি,
নতুন দিনের।
আমি প্রার্থনা করি,
নতুন আলোর।
যে আলোয় দূর হবে
তমানিশার যত কালো।
আমি প্রার্থনা করি,
ভুলের।
আমি প্রার্থনা করি,
তারুণ্যের।
আমি প্রার্থনা করি,
ভাংতে।
আমি প্রার্থনা করি,
নতুন করে গড়তে।
আমি প্রার্থনা করি,
ভুলতে।
আমি প্রার্থনা করি,
নতুন করি শিখতে।
আমি প্রার্থনা করি,
সমালোচনার।
আমি প্রার্থনা করি,
জাবাব দেয়ার।
আমি প্রার্থনা করি,
হিংসার।
আমি প্রার্থনা করি,
নব উদ্যমে এগিয়ে চলার।
আমি প্রার্থনা করি,
ধ্বংসের।
আমি প্রার্থনা করি,
সৃষ্টির।
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিও প্রার্থনা করি ভাল কিছু করার, ভাল কিছু জানার, ভাল কিছু মানার, ভাল কিছু দেয়ার, ভাল কিছু নেয়ার।
মন্তব্য করতে লগইন করুন