*** সমাজ ও রাষ্ট্র সম্পর্কে অসাধারণ একটি হাদিস ।*** (সত্যিই অসাধারণ একটি হাদিস)
লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৯ মার্চ, ২০১৪, ০২:২৮:১৯ দুপুর
***অনুবাদঃ হযরত নোমান ইবনে বশীর(রা) হতে বর্ণিত।তিনি বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন,আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত শাস্তি প্রধানের বিষয়ে অলসতা করাকে ঐ সম্প্রদায়ের সাথে তুলনা করা,যারা নৌকায় স্থান পাওয়ার জন্য লটারি দিয়েছে অতঃপর লটারি অনুসারে তাদের কেউ কেউ নৌকার নিচ তলায় এবং কেউ কেউ উপর তলায় স্থান পেল।যারা নৌকার নিচ তলায় ছিল তারা উপরের লোকদের পাশ দিয়ে পানির জন্য গমনাগমন করত।ফলে উপরের লোকদের কষ্ট হতো।একদা নিচের লোকদের মধ্য থেকে এক ব্যক্তি কুঠার হাতে নিয়ে নৌকার তলায় কাঠ ছিদ্র করতে আরম্ভ করল।তখন উপরের লোকেরা তার কাছে এসে জিজ্ঞেস করল,সর্বনাশ!তুমি কি করছো?লোকটি বলল,তোমরা আমার কারণে কষ্ট পাচ্ছ।আর আমারও পানি একান্ত প্রয়োজন।এমতাবস্থায় যদি তারা তার হস্তদ্বয় ধরে ফেলে,তাহলে তাকেও রক্ষা করবে এবং নিজেরাও রক্ষা পাবে।আর যদি তাকে তার কাজের উপরই ছেড়ে দেয়,তাহলে তাকেও ধ্বংস করবে,নিজেদেরকেও ধ্বংস করবে।(বুখারী)
*** ব্যাখ্যামূলক অনুবাদঃ অত্র হাদিসে মহানবী(স) সমাজ ও রাষ্ট্রকে রুপক হিসেবে একটি নৌকার সাথে তুলনা করে সেটার বিভিন্ন দিক আলোচনা করেছেন।লটারিকে তুলনা করা হয়েছে তাকদীরের সাথে।অর্থাত যার তাকদীরে যা ছিল,সে সে স্থানে রয়েছে তথা কেউ শাসক কেউ শাসিত।নৌকার উপর তলার লোকদেরকে সমাজপতিদের সাথে এবং নিচের তলার লোকদেরকে সাধারণ নাগরিকের সাথে তুলনা করা হয়েছে।পানিকে তুলনা করা হয়েছে মানুষের মৌলিক অধিকারের সাথে।নৌকা ফুটাকরণকে সামাজিক অপরাধের সাথে তুলনা করা হয়েছে।সাধারণ লোক তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বার বার সমাজপতিদের কাছে যাওয়ায় তারা বিরক্ত হয়ে সেসব জনসাধারণকে তাদের অধিকার প্রদানে অনিহা প্রকাশ করে তাতে বাধা দান করাকে সে নৌকাকে ছিদ্র করার সাথে তুলনা করা হয়েছে।আর সে কাজ কাজ থেকে বারণ করাকে নাহী আনিল মুনকার(অসত কাজে বাধা)-এর সাথে তুলনা করা হয়েছে।মোট কথা ,যদি সমাজপতিগণ আল্লাহ তায়ালার দেয়া নেতৃত্বের ন্যায় ও সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করে তাহলে সর্বস্তরের মানুষ সুখে ও নিরাপদে থাকবে।অন্যথায়,
শুধু অপরাধী ধ্বংস হবে না;বরং গোটা সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে।
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন