খালি কলসি বাজে বেশী...............

লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৭ মার্চ, ২০১৪, ০২:১৮:২৪ দুপুর

আফগানদের সাথে জিতে এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই । আছে কি ? আমরা এমন এক জাতি এই হাঁসি-এই কাঁদি । আমাদের শোকের আয়ু খুব কম । আর আমরা সবসময় গর্বে লিপ্ত থাকি ।

গতকালের ম্যাচটা জিতে মনে হয় আমরা সেমিফাইনালে পা রাখছি । সেই ভাব ইতোমধ্যে আমাদের দর্শক ও ক্রীড়ানুরাগিদের মধ্যে চলে এসেছে । তাদের উদ্দেশ্যেই এই লেখা । আমি বলছি যাদের এই ভাব আসছে তাদের ভাবটা ঊর্ধে আর দু'ম্যাচ থাকবে । তারপর বুঝতে পারবেন । আপনি ভাবছেন আমি বাংলাদেশকে ছোট করছি । মোটেও না । গতম্যাচ জিতছে ভালো কথা । তা নিয়ে হই-হুল্লোড়ের কি আছে ? গত তিন বছর ভালো খেলে আফগানদের সাথে জিতে এই হই-হুল্লোড় একেবারেই বেমানান ।

গতকালের ম্যাচ বাংলাদেশ জিতছে তাই বলে বাংলাদেশ একেবারে সাচ্চা খেলতে পেরেছে কি ? না তা নই । গতকাল ব্যাটিং টি-টুয়েন্টির মত হয় নাই । ব্যাটিংয়ে চাই আরো উন্নতি । তারপর গতকাল ফিল্ডিং ভালো হয়ছে ঠিক কিন্তু বোলিংয়ে বাংলাদেশ আহামরি কিছু করতে পারে নাই । আহামরি কিছু করতে পারে নাই আবার ৭২ রানে অলআউট করল কিভাবে ? এরকম প্রশ্ন জাগতে পারে । যাদের জাগছে তাদের বলছি গতকালের ম্যাচে আফগানরা অতি আক্রমণাত্নক ছিল । তাদের অতি ব্যর্থতায় ৭২ রানে অলআউট হওয়ার মূল কারণ । বাংলাদেশের অতি ভালো বোলিং নয় ।

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193498
১৭ মার্চ ২০১৪ দুপুর ০২:৫১
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৯
144229
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
193505
১৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
শিশির ভেজা ভোর লিখেছেন : সঠিক বিশ্লেষণ। বাংলাদেশের এই একটা সমস্যা।
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৯
144230
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ।
193564
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই সুন্দর বলেছেন, গত 11 টি ম্যাচে হারছে, কোন মতে নতুন একটি দল আফগান থেকে জিতে এতে লাফালাফি করার কি আছে....
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:০০
144231
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ।
193568
১৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৪
হতভাগা লিখেছেন : লেন হাটন যখন ৩৬৪ রান করেন তখন এক মহিলা বলেছিলেন ,'' আর একটা রান বেশী করতেন , তাহলে বছরে প্রত্যেক দিনের জন্য একটা করে রান হত !''

ভাইরে কিরকম একটা চাপে ছিল বাংলাদেশ এটা কি একবারও অনুবাধন করেছেন ?

আমার তো মনে হয় আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন । ভাগ্য ভাল যে এশিয়া কাপে হেরেছিল । তাই সতর্ক হওয়া গেছে আফগানিস্তানের ব্যাপারে ।

যদি এশিয়া কাপে জিততো আর এখানে হারতো তাহলে কি হত একবার চিন্তা করে দেখুন তো ?
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
144250
নোমান২৯ লিখেছেন : জিতছে ভালো কথা ।এত লম্ফঝম্ফের কি আছে ভাইয়া ?
১৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
144291
হতভাগা লিখেছেন : এখানে অনেক কিছু আছে খেলার চেয়ে । এশিয়া কাপে হারার পর মিডিয়া যেভাবে আফগান জুজুর ভয় দেখাচ্ছিল , সাথে ছিল নিজ দেশের বিশ্ব কাপে দর্শক হয়ে যাবার ভয় ।

এই জয় যতটা না আফগানিস্তানের বিপক্ষে ছিল তার চেয়ে বেশী ছিল সেই সব মিডিয়ার বিপক্ষে যারা আফগানিস্তানের অন্তরালে বাংলাদেশের বিপক্ষে খেলছিল ।

যারা মনে প্রাণেই চাইছিল যে বাংলাদেশ হারুক ।

তাই এই জয়টা ছিল মিডিয়ার আড়ালে বাংলাদেশের আসল শত্রুদের বিপক্ষে যারা বাংলাদেশ ক্রিকেট দল ধুকছে এটা দেখতে চায় ।





কি মনে হয় ,আনামুলের এই ক্ষোভ কি আফগানিস্তানের বিপক্ষে ?





এটা আজকের

আর এটা ছিল গতকালের




এক দিনেই কি রকম ডিগবাজী পত্রিকার ?

নানাভাবে চাপ সৃষ্টি করেছে মিডিয়াই দলের উপর , আফগানিস্তান না ।

কোথায় দেশের ভালোর জন্য কথা বলবে , না তার পরিবর্তে খুটিয়ে খুটিয়ে সমস্যা বানাচ্ছে ।

আজ জিতেছে বলেছে খুব স্তুতি গাওয়া হচ্ছে । যদি হারতো তাহলে কার কোন দিকে কি নিয়ে সমস্যা - এসব নিয়ে কাহিনী বানিয়ে ফেলতো ।

এসব হিডেন / আনসিন চাপের কথা আমরা যারা সাধারন দর্শক তারা বুঝবো না ।

এজন্যই তাদের উতসবটা লম্ফঝম্ফই হয়ে গেছে অনেকের কাছে ।

তবে এই রাশ টেনে ধরতে হবে । কোন দলকেই আন্ডার এস্টিমেট করা যাবে না ।

যদিও মনে হচ্ছে যে আফগান বাঁধা পার হয়ে এখন মূল পর্ব নিশ্চিত , তাহলে তা হবে মহা ভুল । বাকী দুটো ম্যাচে একই তালে খেললে মূল পর্বে যাওয়া কোন সমস্যা হবে না বলে আশা করি - ইনশা আল্লাহ ।

যদি বেশী লম্ফঝম্ফই সার হয়ে যায় তাহলে কিন্তু এই মিডিয়াই তাদের জীবন দুর্বিষহ করে দেবে । যাদের কাজই হচ্ছে দলের উপর অহেতুক চাপ এনে দেওয়া ।





১৭ মার্চ ২০১৪ রাত ১০:৩২
144348
নোমান২৯ লিখেছেন : আমি দর্শক , বাংলাদেশী ধারাভাষ্যকার এবং সাংবাদিকদের কথা বুঝাতে চাইছিলাম । খেলার মাঠে দু'দলই আক্রমণাত্নক ছিল ।
193813
১৮ মার্চ ২০১৪ রাত ০৪:১৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
১৮ মার্চ ২০১৪ সকাল ০৭:১০
144418
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।
207662
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৩
অজানা পথিক লিখেছেন : আমি লেট পাঠক! অনেক দিন পরে পড়লাম
১৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
157627
নোমান২৯ লিখেছেন : তবুও ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File