*কসবি*

লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৬ মার্চ, ২০১৪, ০১:৩৪:১৩ রাত



কসবি

যেকোন জাতির উন্নতির প্রধান হাতিয়ার শিক্ষা । আর এই শিক্ষানীতি বাস্তবায়নের জন্য গঠিত কর্মী বাহিনীকে শিক্ষক বলে ।সাধারণ কথায়, যাদের উপর শিক্ষাদানের ভার অর্পিত হয়েছে তারাই শিক্ষক।আর শিক্ষকরা জাতির সূর্যসন্তান ।এরাই উন্নত জাতি গঠনের কারিগর।তাই শিক্ষককে হতে হয় ভদ্র,মার্জিত রুচি সম্পন্ন,চরিত্রবান,বিনয়ী,নীতিবান সর্বোপরি আদর্শিক চরিত্রের অধিকারী।আমি শিক্ষককে আল্লাহ-রাসূল,মাতা-পিতা’র পরেই স্থান দিয়েছি।কিন্তু বাংলাদেশে আজ শিক্ষকদের মাঝে অদ্ভূত কতিপয় রুপ দেখা যাচ্ছে ।প্রতিনিয়ত খবরের পাতায় হেডলাইন হচ্ছে পরিমল,পান্না মাস্টারদের নাম।এইতো এক শ্রেণী।আরেকটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষক শ্রেণী।এবং সবচেয়ে জঘন্য শ্রেণী হচ্ছে, জাফর,রোবায়েত ফেরদৌস অর্থাৎ নাস্তিক শ্রেণী।এরুপ শ্রেণীর-ই এক সাধারণ সদস্যের গল্প বলতে যাচ্ছি।যার মুখে কলেজ জীবনের প্রথম ক্লাসে শুনতে হয়েছে,আমি আস্তিকও না,নাস্তিকও না।সেই শিক্ষক-ই এক ক্লাসে বলেন,আমাদের প্রিন্সিপাল কিন্তু ভালো লিখেন।তিনি এবার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।কসবি উপন্যাসের উপর।বেশ্যাদের উপর লেখা।মনে হয় অ্যাড দিতে নামছেন।শুধু এতটুকু না।আরো বলছেন।বইটি কোথায় পাওয়া যাবে।এবং এর সারসংক্ষেপ।কথাগুলো এরুপ ছিল,বইটি বেশ্যাদের উপর লেখা।তিনি শুধু বইটিতে গালি দিয়েছেন।তিনি তার লেখা বইতে এত গালি দেন তার বউও তার উপর বিরক্ত(লেখকের বউ)।আমার(অ্যাডদাতা) বিশ্বাস তিনি(লেখক) বেশ্যাদের সাথে ছিলেন ।যিনি বেশ্যাদের সাথে থাকেন তিনিও বেশ্যা।স্যার খুব সুন্দরভাবে তাদের জীবন-যাপন তুলে ধরেছেন।একেবারে জীবন্তভাবে।হুমায়ুন আহমেদ কি লিখেন ? তার লেখার কোন মান আছে? লেখা সুন্দর হুমায়ুন আজাদ আর স্যারের লেখা ।যাদের লেখায় জীবন খুঁজে পাওয়া যায়।কথাগুলো তিনি খুব সাবলীলভাবে বলছেন।তার মুখে একটুও আটকায় নি।আমার মনে হয় তিনি অশ্লীলতা প্রচারে নেমেছেন।আমার বিশ্বাস, তার কথাগুলো বেশ্যাদের সাথে থাকতে কতিপয় ছাত্র-ছাত্রীকে উতসাহিত করবে।কারণ তিনি এমনভাবে বলেছেন,যেন ওদের সাথে থাকাটা অতি নগণ্য ব্যাপার।এবং তার বক্তব্যে সম্মোহনি শক্তির প্রভাব আছে।

#প্রশ্ন-ঐদিনের লেকচারটা থেকে ছাত্র-ছাত্রীরা কি শিখবে?

#শিক্ষকটা থেকে ছাত্ররা কোন আদর্শ গ্রহণ করবে,কি শিখবে?

#উল্লেখ্য যে,শিক্ষকটা অংকের শিক্ষক।

বিষয়: বিবিধ

১৩০৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192810
১৬ মার্চ ২০১৪ রাত ০৪:০৮
প্যারিস থেকে আমি লিখেছেন : সব বিষয়ে শিক্ষা দেয়া আর কি।
১৬ মার্চ ২০১৪ রাত ০৪:১৫
143579
নোমান২৯ লিখেছেন : ভাই আপনি কি এটা সমর্থন করেন ?
১৬ মার্চ ২০১৪ রাত ০৪:৩৯
143580
প্যারিস থেকে আমি লিখেছেন : কিভাবে করি ভাই?
১৬ মার্চ ২০১৪ সকাল ০৫:০১
143581
নোমান২৯ লিখেছেন : তাহলে ?
192827
১৬ মার্চ ২০১৪ সকাল ০৫:১৮
শেখের পোলা লিখেছেন : সারা দেহে পচন, কোথায় মলম লাগাবেন?
১৬ মার্চ ২০১৪ সকাল ১১:১৯
143627
নোমান২৯ লিখেছেন : ঠিক বলেছেন ভাই।
192875
১৬ মার্চ ২০১৪ সকাল ১১:২১
নোমান২৯ লিখেছেন : শেষ বিকেলের বেয়াদব মুছে দিছি।
192919
১৬ মার্চ ২০১৪ দুপুর ০২:৩০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : শিক্ষক!
ছাত্র!
বর্তমান অবস্থা!
আর কিছু কমু না!
১৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৯
143704
নোমান২৯ লিখেছেন : আপনার ইচ্ছা ভাই ।
193155
১৬ মার্চ ২০১৪ রাত ০৮:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লেখক এবং কলেজ ভাল করেই চিনেছি। আমার আব্বা ও্ই কলেজের অধ্যাপক ছিলেন আজিবন এবং কলেজটা আমাদের বাসার খুবই নিকটে। তবে আমাদের বাসার কেউই ওই কলেজে পড়েনি। লেখকের সাথে ব্যাক্তিগত পরিচয় ও আছে। তার ইতঃপুর্বে লেখা বই পড়েছি এবং মানের দিক দিয়ে খারাপ মনে হয়নি। উক্ত অধ্যাপক বোধহয় বস কে তেল দেওয়ার উদ্দেশ্যে বেশি প্রসংশা করেছেন। কিন্তু হুমায়ুন আযাদ বা এই ধরনের লেখকরা ভাল এই বক্তব্যের পিছনে আছে অন্য উদ্দেশ্য আর তা হলো নিজেকে ইন্টেলেকচুয়াল সাজান। যাদের লেখা যত বেশি দুর্বোধ্য তারাই নাকি এই আঁতেলদের মতে ভাল লেখক। যদিও এড়া যাকে গুরু বলে অজ্ঞান সেই রবিন্দ্রনাথ ঠাকুরেরও বেশিরভাগ লেখাই সাধারন এর জন্য বোধ্য এবং জনপ্রিয়। সেই বইটির লিখকতার জীবনি মুলক একটি বইতে প্রচুর ভুল ও মিথ্যা তথ্য দিয়েছেন। যার প্রত্যক্ষ সাক্ষি আমি।
১৬ মার্চ ২০১৪ রাত ১০:৪৮
143903
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ।
212830
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৭
অজানা পথিক লিখেছেন : চিন্তার বিষয় বটে
২৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৩
161316
নোমান২৯ লিখেছেন : Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File