*কসবি*
লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৬ মার্চ, ২০১৪, ০১:৩৪:১৩ রাত
কসবি
যেকোন জাতির উন্নতির প্রধান হাতিয়ার শিক্ষা । আর এই শিক্ষানীতি বাস্তবায়নের জন্য গঠিত কর্মী বাহিনীকে শিক্ষক বলে ।সাধারণ কথায়, যাদের উপর শিক্ষাদানের ভার অর্পিত হয়েছে তারাই শিক্ষক।আর শিক্ষকরা জাতির সূর্যসন্তান ।এরাই উন্নত জাতি গঠনের কারিগর।তাই শিক্ষককে হতে হয় ভদ্র,মার্জিত রুচি সম্পন্ন,চরিত্রবান,বিনয়ী,নীতিবান সর্বোপরি আদর্শিক চরিত্রের অধিকারী।আমি শিক্ষককে আল্লাহ-রাসূল,মাতা-পিতা’র পরেই স্থান দিয়েছি।কিন্তু বাংলাদেশে আজ শিক্ষকদের মাঝে অদ্ভূত কতিপয় রুপ দেখা যাচ্ছে ।প্রতিনিয়ত খবরের পাতায় হেডলাইন হচ্ছে পরিমল,পান্না মাস্টারদের নাম।এইতো এক শ্রেণী।আরেকটা হচ্ছে ব্যবসায়ী শিক্ষক শ্রেণী।এবং সবচেয়ে জঘন্য শ্রেণী হচ্ছে, জাফর,রোবায়েত ফেরদৌস অর্থাৎ নাস্তিক শ্রেণী।এরুপ শ্রেণীর-ই এক সাধারণ সদস্যের গল্প বলতে যাচ্ছি।যার মুখে কলেজ জীবনের প্রথম ক্লাসে শুনতে হয়েছে,আমি আস্তিকও না,নাস্তিকও না।সেই শিক্ষক-ই এক ক্লাসে বলেন,আমাদের প্রিন্সিপাল কিন্তু ভালো লিখেন।তিনি এবার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।কসবি উপন্যাসের উপর।বেশ্যাদের উপর লেখা।মনে হয় অ্যাড দিতে নামছেন।শুধু এতটুকু না।আরো বলছেন।বইটি কোথায় পাওয়া যাবে।এবং এর সারসংক্ষেপ।কথাগুলো এরুপ ছিল,বইটি বেশ্যাদের উপর লেখা।তিনি শুধু বইটিতে গালি দিয়েছেন।তিনি তার লেখা বইতে এত গালি দেন তার বউও তার উপর বিরক্ত(লেখকের বউ)।আমার(অ্যাডদাতা) বিশ্বাস তিনি(লেখক) বেশ্যাদের সাথে ছিলেন ।যিনি বেশ্যাদের সাথে থাকেন তিনিও বেশ্যা।স্যার খুব সুন্দরভাবে তাদের জীবন-যাপন তুলে ধরেছেন।একেবারে জীবন্তভাবে।হুমায়ুন আহমেদ কি লিখেন ? তার লেখার কোন মান আছে? লেখা সুন্দর হুমায়ুন আজাদ আর স্যারের লেখা ।যাদের লেখায় জীবন খুঁজে পাওয়া যায়।কথাগুলো তিনি খুব সাবলীলভাবে বলছেন।তার মুখে একটুও আটকায় নি।আমার মনে হয় তিনি অশ্লীলতা প্রচারে নেমেছেন।আমার বিশ্বাস, তার কথাগুলো বেশ্যাদের সাথে থাকতে কতিপয় ছাত্র-ছাত্রীকে উতসাহিত করবে।কারণ তিনি এমনভাবে বলেছেন,যেন ওদের সাথে থাকাটা অতি নগণ্য ব্যাপার।এবং তার বক্তব্যে সম্মোহনি শক্তির প্রভাব আছে।
#প্রশ্ন-ঐদিনের লেকচারটা থেকে ছাত্র-ছাত্রীরা কি শিখবে?
#শিক্ষকটা থেকে ছাত্ররা কোন আদর্শ গ্রহণ করবে,কি শিখবে?
#উল্লেখ্য যে,শিক্ষকটা অংকের শিক্ষক।
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাত্র!
বর্তমান অবস্থা!
আর কিছু কমু না!
মন্তব্য করতে লগইন করুন