বৃদ্ধাশ্রম
লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০০:০৯ রাত
বৃদ্ধাশ্রম
দশমাস দশদিন গর্ভে ধারণকালে;
নড়াচড়া কিংবা কান্না অনুভবে;
মাতৃত্ব লাভের আনন্দে;
যার মন নেঁচে উঠে।
আন্তরিকতায় প্রসব যাতনা সয়ে;
সন্তান ভূমিষ্ঠের পরে;
ঠোঁটদ্বয়ে হাঁসির রেখা ফুটে উঠে।
বার্ধক্যে তারই
আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!
সন্তানের সুখময় ভবিষ্যতের তরে;
নিজের জীবন তুচ্ছ করে;
স্থল,জল কিংবা আকাশপথে;
প্রবাস অথবা যুদ্ধমাঠে;
অফিস,আদালত কিংবা কল-কারখানায়;
বৈধ অথবা অবৈধ উপায়ে;
রক্ত পানি করে,মাথার ঘাম পায়ে ফেলে;
যে অর্থ উপার্জন করে।
বার্ধক্যে তারই
আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!
ভূমিষ্ঠের পরে,তুলতে বড় করে;
রাত-দিন,শীত-গ্রীষ্ম তোয়াক্কা না করে;
যে সর্বোচ্চ ত্যাগ করে।
বার্ধক্যে তারই
আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!
পিতৃত্ব লাভের পর থেকে;
সন্তানের ঠোঁটে,এক চিলতে হাঁসি ফোটাতে;
সামর্থ্যের সবটুকু যে, দেয় উজাড় করে।
বার্ধক্যে তারই
আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!
সন্তান যখন কোন বায়না ধরে;
তা পূরণে যারা আপ্রাণ চেষ্টা করে;
কিংবা বায়নার চলে,
সন্তান যখন দেয় মুখে চড় বসে;
চড় নয় যেন ফুলের পরশ লেগেছে,
বলে যারা মনে করে।
বার্ধক্যে তাদেরই
আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!
তারপর সন্তানের সুন্দর ক্যারিয়ারের তরে,
মাতা-পিতা যখন চিন্তিত,উঠকণ্ঠিত;
সন্তান তখন ঘোরে,
বিপরীত লিঙ্গের সন্ধানে;
একটু ভাবাবেগ শেয়ার করবে বলে।
নিজেদের কাজ নিজেরাই সেরে;
অবশেষে দ্বারস্থ হয় মাতা-পিতার নিকটে,
একটু সাহায্যের ছোঁয়া পেতে।
সেই মাতা-পিতায় হাত বাড়িয়ে দেয়,
তাদেরই সন্তান বলে।
বার্ধক্যে তাদেরই
আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!
ক্যারিয়ার গড়ার সময় শেষে,
ক্যারিয়ার গড়তে এসে;
মন মতো গড়তে পারে না;
সঠিক সময় শেষ বলে।
এদিকে টানতে হয়,
সংসার শকট;
হাজির মাতা-পিতার বার্ধক্য।
মাতা-পিতা তার শিশুর ন্যায়;
পারে না চলতে-ফিরতে।
বউ তার আধুনিকা;
পারবে না দেখভাল করতে।
এদিকে মাতা-পিতার শিশুরূপ আচরণ;
দিন-দিন বাড়তে থাকে।
উফ!সে কি জ্বালাতন?কয়দিন সয়বে?
অতএব তারা সমাধান খোঁজে;
রেখে আসে বৃদ্ধাশ্রমে!
নির্বাক বাবা-মা অপলক চেয়ে থাকে;
দেয়ালে ছুটন্ত মাকড়সার দিকে,
আর কী যেন ভাবে ?!?!
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
কিন্তু অন্যদিকে বৃদ্ধার শেষ আশ্রয় স্থল।
মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে কথা হয়, আচ্ছা আমাদের সন্তান যদি আমাদের ছেড়ে অন্য কাউকে আপন করে গ্রহন করে তখন কি হবে?
তখন আমার স্ত্রী উত্তর দেন চিন্তার করার কি আছে
তখন বৃদ্ধাশ্রমই আমাদের শেষ ঠিকানা এবং শেষ আপন হবে
সমস্যা তলিয়ে দেখতে বললে কোথা যেন পালাই
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন