বৃদ্ধাশ্রম

লিখেছেন লিখেছেন নোমান২৯ ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:০০:০৯ রাত



বৃদ্ধাশ্রম

দশমাস দশদিন গর্ভে ধারণকালে;

নড়াচড়া কিংবা কান্না অনুভবে;

মাতৃত্ব লাভের আনন্দে;

যার মন নেঁচে উঠে।

আন্তরিকতায় প্রসব যাতনা সয়ে;

সন্তান ভূমিষ্ঠের পরে;

ঠোঁটদ্বয়ে হাঁসির রেখা ফুটে উঠে।

বার্ধক্যে তারই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

সন্তানের সুখময় ভবিষ্যতের তরে;

নিজের জীবন তুচ্ছ করে;

স্থল,জল কিংবা আকাশপথে;

প্রবাস অথবা যুদ্ধমাঠে;

অফিস,আদালত কিংবা কল-কারখানায়;

বৈধ অথবা অবৈধ উপায়ে;

রক্ত পানি করে,মাথার ঘাম পায়ে ফেলে;

যে অর্থ উপার্জন করে।

বার্ধক্যে তারই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

ভূমিষ্ঠের পরে,তুলতে বড় করে;

রাত-দিন,শীত-গ্রীষ্ম তোয়াক্কা না করে;

যে সর্বোচ্চ ত্যাগ করে।

বার্ধক্যে তারই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

পিতৃত্ব লাভের পর থেকে;

সন্তানের ঠোঁটে,এক চিলতে হাঁসি ফোটাতে;

সামর্থ্যের সবটুকু যে, দেয় উজাড় করে।

বার্ধক্যে তারই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

সন্তান যখন কোন বায়না ধরে;

তা পূরণে যারা আপ্রাণ চেষ্টা করে;

কিংবা বায়নার চলে,

সন্তান যখন দেয় মুখে চড় বসে;

চড় নয় যেন ফুলের পরশ লেগেছে,

বলে যারা মনে করে।

বার্ধক্যে তাদেরই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

তারপর সন্তানের সুন্দর ক্যারিয়ারের তরে,

মাতা-পিতা যখন চিন্তিত,উঠকণ্ঠিত;

সন্তান তখন ঘোরে,

বিপরীত লিঙ্গের সন্ধানে;

একটু ভাবাবেগ শেয়ার করবে বলে।

নিজেদের কাজ নিজেরাই সেরে;

অবশেষে দ্বারস্থ হয় মাতা-পিতার নিকটে,

একটু সাহায্যের ছোঁয়া পেতে।

সেই মাতা-পিতায় হাত বাড়িয়ে দেয়,

তাদেরই সন্তান বলে।

বার্ধক্যে তাদেরই

আশ্রয় বৃদ্ধাশ্রমে!!!

ক্যারিয়ার গড়ার সময় শেষে,

ক্যারিয়ার গড়তে এসে;

মন মতো গড়তে পারে না;

সঠিক সময় শেষ বলে।

এদিকে টানতে হয়,

সংসার শকট;

হাজির মাতা-পিতার বার্ধক্য।

মাতা-পিতা তার শিশুর ন্যায়;

পারে না চলতে-ফিরতে।

বউ তার আধুনিকা;

পারবে না দেখভাল করতে।

এদিকে মাতা-পিতার শিশুরূপ আচরণ;

দিন-দিন বাড়তে থাকে।

উফ!সে কি জ্বালাতন?কয়দিন সয়বে?

অতএব তারা সমাধান খোঁজে;

রেখে আসে বৃদ্ধাশ্রমে!

নির্বাক বাবা-মা অপলক চেয়ে থাকে;

দেয়ালে ছুটন্ত মাকড়সার দিকে,

আর কী যেন ভাবে ?!?!

বিষয়: বিবিধ

১৪০৬ বার পঠিত, ৪২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181633
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাই চোখের পানি সামলাতে পারলাম না। ধিক্কার মানুষ রুপি জানোয়ারদের যারা তাদের বাবা মায়ের হক আদায় করে না ইচ্ছে করে। পিলাচ পিলাচ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৭
134247
নোমান২৯ লিখেছেন : অনুরোধঃ(মাশা আল্লাহ বললে খুশি হতাম।পিলাচ আমাদের ইসলামী সংসষ্কৃতি না।)
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৯
134248
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১০
134306
নোমান২৯ লিখেছেন : সর‍্যি।অনধিকার চর্চা করে ফেললাম মনে হয়।
181634
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন : মাশা আল্লাহ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১০
134307
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
181641
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৩
শিকারিমন লিখেছেন : মাশা আল্লাহ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১০
134308
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ
181653
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫৯
তহুরা লিখেছেন :
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১২
134309
নোমান২৯ লিখেছেন : বাবুল এর মতো ছেলেরা কুত্তা , হায়েনা,বদমাশ্‌.........ইত্যাদি।
181683
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৭
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বৃদ্ধাশ্রম একটি অভিশপ্ত বাসস্থান
কিন্তু অন্যদিকে বৃদ্ধার শেষ আশ্রয় স্থল।
মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে কথা হয়, আচ্ছা আমাদের সন্তান যদি আমাদের ছেড়ে অন্য কাউকে আপন করে গ্রহন করে তখন কি হবে?
তখন আমার স্ত্রী উত্তর দেন চিন্তার করার কি আছে
তখন বৃদ্ধাশ্রমই আমাদের শেষ ঠিকানা এবং শেষ আপন হবে
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৩
134312
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
181696
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাই চোখের পানি সামলাতে পারলাম না। ধিক্কার মানুষ রুপি জানোয়ারদের যারা তাদের বাবা মায়ের হক আদায় করে না ইচ্ছে করে।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৯
134305
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ
181706
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৮
134304
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
181739
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৮
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : মডারেটর কাছে অনুরুধ উক্ত পোষ্ট স্টিকি করা হোক
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৬
134414
নোমান২৯ লিখেছেন : অনেক ধন্যবাদ।
181764
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১১
হতভাগা লিখেছেন : বৃদ্ধাশ্রমের বিপক্ষে বলে কত না গলা ফাটাই

সমস্যা তলিয়ে দেখতে বললে কোথা যেন পালাই
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৫
134413
নোমান২৯ লিখেছেন : আমি তো বৃদ্ধাশ্রমের বিপক্ষে বলছি না?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
134446
হতভাগা লিখেছেন : তাহলে কি পক্ষে বলছেন ?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
134458
নোমান২৯ লিখেছেন : পক্ষেও বলছিনা বিপক্ষেও না ?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৩
134482
হতভাগা লিখেছেন : নিরপেক্ষ তথা সুবিধাবাদি । তাও না ?
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
134528
নোমান২৯ লিখেছেন : নিরপেক্ষ তবে সুবিধাবাদি নয়।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৮
134844
হতভাগা লিখেছেন : নিরপেক্ষ ( পাগল আর শিশু ছাড়া কেহই নিরপেক্ষ নয় - বে.খা.জি.) মানে অসাম্প্রদায়িক ?
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
134921
নোমান২৯ লিখেছেন : অসাম্প্রদায়িকও না।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
134926
হতভাগা লিখেছেন : তাইলে তো জঙ্গি
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
134927
নোমান২৯ লিখেছেন : ভাবতাছি কি কমু?
১০
181912
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৪
সজল আহমেদ লিখেছেন : ১০০০০০০০০বার পিলাচ।।।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪০
134456
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
১১
181966
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১১
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
134527
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ আপুনি।
১২
182270
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪৫
পবিত্র লিখেছেন : সুন্দর লিখেছেন! Thumbs Up Thumbs Up
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৮
134725
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
১৩
182299
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৭
টাংসু ফকীর লিখেছেন : আমরা যেন তাদের মত না হই, যারা পথ ভ্রষ্ট। আল্লাহ আমাদের সহায় হউন।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৪
134918
নোমান২৯ লিখেছেন : আমিন।
১৪
183939
২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
অজানা পথিক লিখেছেন : ধিক! তাদের ধিক!
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৬
136325
নোমান২৯ লিখেছেন : সমাজ ও রাষ্ট্র কর্তৃক শাস্তির ব্যবস্থা করা হউক।
১৫
187755
০৬ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৬
বাকপ্রবাস লিখেছেন : নচিকেতার বৃদ্ধাশ্রম গানটার কথা মনে পড়ে গেল............
০৬ মার্চ ২০১৪ দুপুর ০১:২৯
139264
নোমান২৯ লিখেছেন : অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক
ধন্যবাদ।
১৬
220264
১১ মে ২০১৪ বিকাল ০৪:৫৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর লেখাটির জন্য প্লাসিত ধন্যবাদ । আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেন পিতা-মাতার যথাযোগ্য মর্যাদা দিতে পারি।
১১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
167990
নোমান২৯ লিখেছেন : ভাইয়া আপনাকে প্লাসিত ওয়েলকাম !Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File