দায়মুক্তি না বিলুপ্তি?

লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৫৬:৪৯ দুপুর



দায়মুক্তি না বিলুপ্তি?

বাংলাদেশ জামাতে ইসলামী।বাংলাদেশের সর্ববৃহত ইসলামী রাজনৈতিক দল।তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী না।আমি বলি জামাতে ইসলামী-ই একমাত্র রাজনৈতিক দল যারা এখন বাংলাদেশের সার্বভৌমত্বে কঠোরভাবে বিশ্বাসী।তবে এটাও ঠিক যে তারা ৭১সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।যার কারণে তারা নিজেদের আদর্শকে টিকিয়ে রাখতে কিছু অপকর্ম করেছে।দলটি এখন যুদ্ধাপরাধে অভিযুক্ত এবং এর নেতাদের বিচার চলছে।যদিও আমার মতে যুদ্ধাপরাধ(পৃথিবীর সর্বত্র)বিচারটাই হাস্যকর।কারণ তারা যে অপরাধের বিচার করছে তা যুদ্ধে সংঘটিত অপরাধ।তার মানে তাদের মতে যুদ্ধ-বিগ্রহ বৈধ।এটা অপরাধ নয়।কিন্তু যুদ্ধই তো অপরাধ।যুদ্ধ মানেই খুন,হানাহানি,রাহাজানি,ধর্ষণ,অন্যায়,অত্যাচার ও অবিচার কে স্বীকৃতি দেওয়া।যুদ্ধের ময়দানে দু’পক্ষই তা করে।সুতরাং যুদ্ধ কারোরই কামনা হওয়া উচিত নয়।কিন্তু বাংলাদেশে যুদ্ধাপরাধের নামে যা চলছে তা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের হীন চক্রান্ত বৈ আর কিছু নয়।যদিও তা করতে গিয়ে তারা বড় বড় অপরাধ করে বসছে।কিন্তু এই অপরাধকে সায় দিয়ে কিছু বড় মাথাওয়ালা বুদ্ধিজীবী,আওয়ামী সমর্থক,রাম-বাম ও তরুণ-তরুণী বলে বেড়াচ্ছে এতে বাংলাদেশ কলঙ্কমুক্ত হবে এবং জামাতে ইসলামীও দায়মুক্ত হবে।আসলে কি তাই হবে?তাই যদি হত তাহলে শিবিরের সাথে কেন নিষিদ্ধ দলের মত আচরণ করছে সরকার।তাদেরকে কেন স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করতে দিচ্ছে না।শিবির তো প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৭ সালে।নাকি আওয়ামী সংজ্ঞা মতে তারাও যুদ্ধাপরাধী?আর জামাত-শিবির সম্পর্ক হচ্ছে শুধু তাদের আদর্শ একই।আর কিছু তো নয়।পারতপক্ষে যুদ্ধাপরাধ বিচারের নামে তাদের মূল উদ্দেশ্য রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা।বিলুপ্ত করা।তবে তা কখোনই সম্ভব নয়।কারণ প্রতিপক্ষটি আদর্শের উপর প্রতষ্ঠিত।আর এই আদর্শের বিলুপ্তি কখোনই হবে না।

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174557
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৯
পলাশ৭৫ লিখেছেন : জামাত বিলুপ্তি
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২৪
127815
নোমান২৯ লিখেছেন : এই বিলুপ্তির দৌড় নাম পর্যন্ত!!!!!!হা হা হা
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১২
127817
আইল্যান্ড স্কাই লিখেছেন : ওরা এগার জন ছবির এই দৃশ্যটি দেখলে সত্যি সত্যি মনে পড়ে হেফাযতের নিরীহ লোকদের লাশের সেই দৃশ্য,সে দিন বাংলার কূখ্যাত খুঁনি দিল্লীর মালী দালাল রাজাকার স্বৈরাচার হাসিনার নির্মম হত্যার কাহীনি।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
127823
নোমান২৯ লিখেছেন : শুধু মনে পড়েই কি হবে?প্রতিবাদ করতে হবে।
174602
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৩
হতভাগা লিখেছেন : জামায়াতকে মোটেও নিষিদ্ধ করা হবে না । যেটা করা হবে সেটা নিষিদ্ধের চেয়েও ভয়ংকর । খালি দৌড়ের উপ্রে রাখা হবে তাদের ।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
127846
নোমান২৯ লিখেছেন : কেমনে জানলেন ভাই?
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০১
127883
হতভাগা লিখেছেন : এটা বুঝতে খুব বেশী জ্ঞানী হবার দরকার নেই । আসে পাশে চোখ বুলালেই এবং তা নিয়ে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন ।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
127905
নোমান২৯ লিখেছেন : তাই নাকি?
174615
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৪
আমি মুসাফির লিখেছেন : জালেমরা যা করেছিল হাসিনা তাই করছে । তাই ফিরাউন, নমরুদদের মতই তার পরিণতি হবে। যেমনটি হয়েছিল তার বাপের। ইনশা আল্লাহ ।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
127845
নোমান২৯ লিখেছেন : ইয়েস।তাই যেন হয়।আমীন।
174669
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জামায়াত ইসলামী ১৯৭১ সালে কোনো অপরাধ করেনি। বর্তমান সকরার তার কোনো প্রমান দেখাতে পারেনি শুধু অপপ্রচার চালিয়েছে মিথ্যের উপর নির্বর করে কাদের মোল্লাকে হত্যা করেছে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
127907
নোমান২৯ লিখেছেন : আমারও এই বিশ্বাস।
174755
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৯
174758
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৪
মহি১১মাসুম লিখেছেন : যুদ্ধকালিন সময়ে জামাতে ইসলামীর পত্রিকা সংগ্রাম পড়ার সুযোগ থাকলে পড়ে দেখবেন। লিংকটি দেখলে কিছুটা হলেও সমৃদ্ধ হবেন।
ধন্যবাদ।।
Click this link
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৯
128124
নোমান২৯ লিখেছেন : ঠিক আছে ভাইয়া।
174783
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৭
egypt12 লিখেছেন : দায় মুক্তির অর্থ কি বিলুপ্তি!? এটা কেমন দায় মুক্তি?
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:১৩
128122
নোমান২৯ লিখেছেন : আবার পড়েন।আপনি বুঝেননি।
০৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৩
128214
egypt12 লিখেছেন : পড়েও আবার একই প্রশ্ন করেছি কারন এদেশে এসবের উত্তর দেবার কেউ নেই...কারো কথার মুল্যায়ন নেই Happy
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১০
128412
নোমান২৯ লিখেছেন : সেটা অবশ্যই ঠিক কথা।
178227
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৮
অজানা পথিক লিখেছেন : এই আদর্শের বিলুপ্তি কখোনই হবে না। পিউর থট
১৯ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
132463
নোমান২৯ লিখেছেন : ঠিক ভাই।
181021
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৮
মুমতাহিনা তাজরি লিখেছেন : ধন্যবাদ
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০০
133914
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File