মানবতা
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১২:৪৯ রাত
মানবতা
শিশুর লাশ দেখে কাঁদেনা আজ মানবতাবাদীরা
কেনই বা কাঁদবে?
তারাই তো মানবতার গায়ে পদাঘাত করে
গড়তে চাইছে মানবতা।
শিশুর লাশ দেখে কাঁদেনা আজ মানবতার ফেরারীরা
কাঁদবেই বা কেন?
শিশুকে লাশ বানিয়ে,বলে বেড়ায়
মানবতার তরে ভাই,করছি জীবন ছাই
শুধুই মানবতার তরে।
শিশুর লাশ দেখে কাঁদেনা আজ মানবতার ফেরারীরা।
হে মানবতাবাদীরা।
তুমি কি দেখনা?
সাংবাদিক আজ খবর চাপিছে
এই শিরোনামে যে
মানুষ আজ মানুষ খাই।
হে মানবতার ফেরারীরা।
তুমি কি শুননা?
অবুঝ,নিষ্পাপ শিশুর মরণধ্বনি।
তুমি কি শুননা?
বুকহারা মায়ের শোকধ্বনি।
হে মানবতার ফেরারীরা।
তোমার চিত্ত এত ক্ষুদ্র কেন?
তোমার দৃষ্টি এত ক্ষীণ কেন?
তোমার অনুভূতির তীব্রতা এত অগভীর কেন?
হে মানবতাবাদীরা।
তুমি সাম্প্রদায়িকতার বেড়াজালে আবদ্ধ কেন?
তুমি জাতিসত্তার বেড়াজালে আবদ্ধ কেন?
তুমি কি পারনা?
জাতিসত্তার ঊর্ধ্বে উঠতে।
তুমি কি পারনা?
সাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলতে।
এসো ভাই
মেকি মুখোশ ফেলে এসো
এসো এসো
সকলে এসো ভাই
মানবতার তরে ভাই
গান গেয়ে যায়
আমরা সকলে মানুষ বলে।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন