গণজাগরণ মঞ্চ ও আমার সংখ্যালঘু শিক্ষকরা।
লিখেছেন লিখেছেন নোমান২৯ ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১১:৩৬ সকাল
গণজাগরণ মঞ্চ ও আমার সংখ্যালঘু শিক্ষকরা।
সংখ্যালঘু শব্দটি ইউজ করছি এই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য।শব্দটি দ্বারা একটি রাজনৈতিক দল বিশেষ ফায়দা আদায় করে।আবার এর দ্বারা একটি ইসলামী রাজনৈতিক দলের ব্যাপক ক্ষতি হয়।কিন্তু তারা ধর্মীয় কারণে তা(নির্যাতন)করেনা।প্রকৃতপক্ষে অসাম্প্রদায়িক দেশ,সংখ্যালঘু-সংখ্যাগুরু ভেদাভেদ না থাকলে ইসলাম ধর্ম ও মুসলিমরাই বেশী উপকৃত হবে।কিন্তু এগুলো নামমাত্র ও মুখরোচক।এগুলো থাকে কাগজে-কলমে।আর এর তলে থাকে ধর্মহীনতা,ধর্মবিদ্ধেষ(ইসলাম) ও একটি বিশেষ জাতিকে(মুসলিম) দমন-পীড়ন ও নির্যাতনের হীন উদ্দেশ্য।শিক্ষক।আল্লাহ-রাসুল,মাতাপিতার পরেই শিক্ষকের স্থান।এটাকে এখন মহান পেশা হিসেবে না নিয়ে ব্যবসা হিসেবে নেই।শিক্ষার বাণিজ্যিকরণ,উচ্চাকাঙ্খা ও ভোগাকাঙ্খা বৃদ্ধির ফলে এখন ছাত্র-শিক্ষক মধ্যকার সম্পর্ক আগের মত নাই।তবুও ছাত্রের জীবনে শিক্ষকের ব্যক্তিত্ব,চরিত্র,রুচিবোধ,ধর্মবোধ ও আদর্শের ব্যাপক প্রভাব রয়েছে।জাতিকে উন্নত জাতিতে রুপান্তরের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য।কিন্তু হায়!সে শিক্ষকের মাঝে ধর্মহীনতা,ধর্মবিদ্ধেষ এখন চরমে।সেই শিক্ষকরা এখন অনৈতিকতা,উচ্ছৃঙ্খলতা,ধর্মহীনতা ও ধর্মবিদ্ধেষকে উসকে দিচ্ছে।চাবাগ মঞ্চ ও কলেজের প্রথম দিনের ঘটনায় তাই স্পষ্ট।কলেজ জীবনের প্রথম দিন প্রথম শিক্ষকের(বৌদ্ধ) মুখে শুনতে হয় আমি আস্তিক না আবার নাস্তিক না।তারপর চাবাগ নিয়ে এক শিক্ষিকার(হিন্দু)গুণগান,লাকীর বীরত্ব ও হ্যাডাম বর্ণনার বাচনভঙ্গিতে বুঝলাম উনি লাকীকে শেখ মুজিব,তারপর দু’চার জনের পরেই স্থান দিয়েছেন।তারপর আরেক শিক্ষিকা(বৌদ্ধ) উতসুক কন্ঠে জিজ্ঞেস করলেন ,জামালখান(চট্টগ্রাম)কে কে গিয়েছ হাত উঠাও?উনি হাত সংখ্যা দেখে অনেকটা বিচলিত কন্ঠে বলেন,এত কাছেই এতবড় ঘটনা ঘটে যাচ্ছে তোমরা যাওনি?তিনি যাওয়ারও দাওয়াত দিলেন।তারা অপরাধের বিচার চাই ঠিক আছে।তাই বলে কি তারা এরুপ মঞ্চকে সমর্থন জানাবে?তবে কি হিন্দু ও বৌদ্ধ ধর্ম যুবক-যুবতীর অবাধ মেলামেশাকে সায় দিচ্ছে?সর্বোপরি তারা যখন এগুলো বলল তখন মঞ্চটার উদ্দেশ্য ও নায়কদের মুখোশ উন্মোচিত হয়ে গিয়েছিল।তাহলে কি হিন্দু ও বৌদ্ধ ধর্ম ধর্মহীনতা,ধর্মবিদ্ধেষকে সায় দিচ্ছে?তাদের আচার-ব্যবহার,কথা-বার্তা বলার ঢঙ এই প্রশ্নগুলোর হ্যাঁ সূচক উত্তর-ই প্রদান করে।
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাদের মোল্লার যাবতজীবন সাজাকে ফাঁসি করিয়েই তবে ছাড়লো !
জা-শির যম হল এই ইমরানরা।
মন্তব্য করতে লগইন করুন