মেয়েটি নিভৃতেই চলে গেল………

লিখেছেন লিখেছেন নোমান২৯ ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৪০:৫৩ দুপুর



মেয়েটি নিভৃতেই চলে গেল………

মেয়েটি আমার কেউ না।একই মহল্লায় থাকি এতটুকুই।মেয়েটির পরিবার বিষয়টি লুকাচ্ছে।তাই স্থান-কাল-চরিত্র সব গোপন রাখলাম।এইরকম ঘটনা হরহামেশাই ঘটছে।কিন্তু সমাজ বাস্তবতায় পরিবারগুলো মুখ খুলছেনা।অজানা এক লজ্জার ভয়ে তারা নিশ্চুপ।কিন্তু তারা কি কখনো ভেবেছে তাদের নিরবতায় অপরাধী উতসাহিত হচ্ছে,অপরাধ বাড়ছে এবং তারাও অপরাধে সহযোগিতা করছে?সত্যপ্রকাশ ও সচেতনতা বৃদ্ধির নিমিত্তেই বিষয়টি নিয়ে লিখছি।সহজ-সরল মেয়েটি তখন অনার্সের শেষ পর্যায়ে।পাড়ার একটি ছেলে তার পিছু নিয়েছে।ছেলেটি সবসময় মেয়েটিকে অনুসরণ করে।প্রায় ছয় মাস এভয়ড করলেও মেয়েটি ধীরে ধীরে ছেলেটির প্রেমে পড়ে যায়।ভালই যাচ্ছে।দেখা হচ্ছে,করছে।যোগাযোগও হচ্ছে নিয়মিত।কিন্তু দু’মাস যেতে না যেতে নানা বাহানায় ছেলেটি টাকা ধার চেয়ে বসল।মেয়েরা প্রেমে পড়লে পৃথিবী,লজ্জা ও পরিবার সব ভুলে যায়।তাদের পৃথিবীতে তখন কেবল এক জীব,‘প্রেমিকের’ বাস।সে মেয়ে হোক চালাক-চতুর কিংবা বোকা-সহজ-সরল।মেয়েটিও তার ব্যতিক্রম নয়।মেয়েটি কিছু না ভেবে সরল বিশ্বাসে কখনো নিজের,কখনোবা মায়ের গয়না বিক্রি করে টাকা জোগাড় করে দিত।কিন্তু বিক্রি করে খেলে সাত রাজার ধনও পুরিয়ে যায়।মেয়েটির টাকা জোগাড়ের সব অবলম্বন শেষ হয়ে গেল।ধীরে ধীরে মেয়েটির গুরুত্বও কমে গেল ছেলেটির কাছে।এবং মেয়েটিকে এভয়ড করা শুরু করল।আস্তে আস্তে মেয়েটি অনুধাবন করা শুরু করল যে,তার ভালবাসা হাওয়া মিঠাই খাওয়ার অনুভূতি বৈকি আর কিছুই নয়।মেয়েটি বেঁচে থাকার আকর্ষণ হারিয়ে ফেলল।এবং রাতে পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে আত্নহত্যা করল।কিন্তু পরিবার অদ্ভূত ভীতি,অজানা লজ্জায় সকালে প্রকাশ করল মেয়েটি স্ট্রোক করছে।এবং স্ট্রোকেই মেয়েটির মৃত্যু হয়েছে।হায়রে মানুষ!হায়রে সমাজ!হায়রে দেশ!

বিষয়: বিবিধ

৮৮৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171949
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
পল্লবগ্রহিতা লিখেছেন : সমাজের মেয়েদের আরো শক্ত হওয়া উচিত।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
125706
নোমান২৯ লিখেছেন : হ্যাঁ। তাই প্রয়োজন।
171953
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৮
প্রিন্সিপাল লিখেছেন : হে আল্লাহ! তুমি আমাদের সমাজ ব্যবস্থাকে রক্ষা করা। আমীন
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
125707
নোমান২৯ লিখেছেন : আমিন।
171957
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৬
ভিশু লিখেছেন : মেয়ে হোক কিংবা ছেলে হোক ... বিয়ের আগে ... প্রেম জাতীয় জিনিসটা কি তা সম্পর্কে ধারনা নেয়া যেতে পারে ... কিন্তু তাতে 'পড়ে যাওয়া' মোটেও নিরাপদ ও দীর্ঘস্থায়ীভাবে সুখকর নয়! ধন্যবাদ!!
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০০
125708
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
171971
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : এজন্য পরিবারকে আরো সচেতন হতে হবে।
০২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
125736
নোমান২৯ লিখেছেন : ঠিক বলেছেন ভাইয়া।
171981
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
বুড়া মিয়া লিখেছেন : প্রেম নামক মানসিক অসুস্থতা দূর করতে উদ্যোগী হওয়া উচিৎ; ইদানীং এ রোগজনিত কারণে অনেক প্রাণহানী ঘটছে
০২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
125735
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
172000
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৮
আহমদ মুসা লিখেছেন : নারী পুরুষের অবাধ যোগাযোগ ও মেলামেশার কারণে ”প্রেম” নামের যে সামাজিক ব্যধির সৃষ্টি হয় তা কোন কোন সময় কারো জীবন বিপন্ন করে দেয়, আবার কোন কোন পরিবারের সুখ শাস্তিও কেড়ে নেয়। অথবা জন্ম দেয় কোন ফৌজদারী অপরাধের। সুতরাং এ বিষয়টি নিয়ে প্রতিষ্ঠিত সমাধান যেখানে দেয়া আছে তার আশ্রয় নিলে অর্থাৎ ইসলামী নীতিমালার আলোকে সন্তান সন্তুতিদের বেড়ে উঠার পরিবেশ তৈরী করে দিতে পারলে এই রোগের প্রকোপ থেকে অনেকাংশে উত্তরণ করা সম্ভব হবে। সমাজও উপকৃত হবে।
০২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
125734
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ।
172092
০২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
125857
নোমান২৯ লিখেছেন : স্বাগতম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File