আমি বউ পাব তো?

লিখেছেন লিখেছেন নোমান২৯ ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৫:০১ সকাল



আমি বউ পাব তো?

সাতসকালে ঘটনাটা শুনে থ হয়ে গেলাম।মনে মনে ভাবতে শুরু করলাম ।যথারীতি ভাবান্তর উপস্থিত হল।তবে কি তারা কিছু সফলতা পেল?চাকরি পাবেনা এই ভয়ে আন্টি কর্তৃক ছেলেকে মাদ্রাসা থেকে কলেজে নিয়ে যাওয়া আর এই ঘটনায় তাই স্পষ্ট।ঘটনাটা আমার সাঁতারের গুরুজীর বিয়ে সংক্রান্ত।বাবা জামাতের লেবাসে (পাঞ্জাবি-পায়জামা)চললেও জামাত করেন না আর গুরুজী বিএনপি করেন।তবে নিষ্ক্রিয়।বছর দুয়েক হল ইতালি গেছেন।এই কয়দিন হল বাড়ি ফিরলেন।বিয়ে করে আবার পাড়ি দিবেন।তো পাত্রি খুঁজছেন পুরোদমে।একটা জায়গায় পছন্দও হল।এবার পাত্রি পক্ষ দেখার পালা।পাত্রি পক্ষের পছন্দ হলেই বিয়ে হবে।পছন্দ হল তবে একটা জায়গা ব্যতীত।আর জায়গাটা হচ্ছে গুরুজীর বাবা নামাজ পড়েন।গুরুজীও পড়তেন।এখন পড়েন কিনা জানিনা।সুতরাং রাজাকার(জামাত-শিবির)ফ্যামিলি।অতএব তারা মেয়ে বিয়ে দিবেনা।বিয়ের কথাবার্তা এখানেই শেষ।প্রশ্ন হচ্ছে এখানে গুরুজীর কি দোষ?নামাজ পড়লেই কি জামাত-শিবির হয়ে যায়?জামাত-শিবির ছাড়া কি কেউ নামাজ পড়েনা?এরুপ বিকৃত ধারণা পোষণ কি আমাদের সরকার ও মিডিয়াগুলির জামাত-শিবিরের বিরুদ্ধে বিরুপ প্রচারের ফসল নয়?যাইহোক আজ না হয় কাল গুরু বউ পাবেন।কিন্তু আমার বিষয় নিয়ে আমি শঙ্কিত।তাছাড়া আমি আবার গুরু থেকে একদাপ এগিয়ে।নামাজও পড়ি।শিবিরও করি।এখন এই অবস্থা হলে আজ থেকে আট-দশ বছর পর কি হবে?ভেবে ভেবে শঙ্কিত আমি চিন্তিত আমি আল্লাহ’র এই প্রার্থনায় করি,

হে আল্লাহ!হেদায়াত করো কিছু মায়ে

যেন তারা মেয়ে বিয়ে দিতে নামাজী পাত্তর খোঁজে।

বিষয়: বিবিধ

১৬৪৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171206
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:১৭
শেখের পোলা লিখেছেন : সে আজ অনেক দিনের কথা;-
মুখরিত হত এই জনপদ আজানের ধ্বনিতে,
পথ প্রান্তরমুখরিত হত কোরানের সুললীত বাণীতে৷
ভাবিতে অবাক লাগে, প্রাণে লাগে ব্যাথা৷
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩১
124991
নোমান২৯ লিখেছেন : সুন্দর মন্তব্য।অনেক ধন্যবাদ।
171235
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৭
হতভাগা লিখেছেন : পাবেন , ভাল (!)ও সুন্দরী মেয়েই পাবেন ।

আজকাল মেয়েদের গার্জিয়ানরা ভাল ছেলে , নামাজী ছেলে খোঁজে । পেলে খুব পজিটিভলিই আগান ।

কেন এরকম করে ? কারণ ভাল ও নামাজী ছেলেরা বেশীরভাগ ক্ষেত্রেই মনোগ্যামী হয়ে থাকে ।

আর সুন্দরী মেয়েরা কি করে ? তাদের সুন্দর চেহারার জন্য তাকে পাড়ার ছেলে বুড়ো সবাই চায় । কিন্তু ভাল ও নামাজী ছেলেরা নৈতিকতার খাতিরে এগ্রেসিভ হতে পারে না যতটা না পোরে পাড়ার হিরোরা ।

এইসব হিরোরা কিন্তু নারীবাজী করেই বেড়ায় ।

আর এইসব সুন্দরী মেয়েরা এক সাথে ১০-১২ টা ছেলের সাথেও প্রেম চালিয়ে যায় ।

মেয়ের অভিবাবক হিসেবে মেয়ের ভবিষ্যতের চিন্তায় অস্থির তার বাবা মা মেয়ের এই সব ছেলেবাজী থেকে মেয়েকে ফেরানোর জন্যই ভাল ছেলে , নামাজী ছেলে খোঁজে ।

ভাল ছেলে , নামাজী ছেলের সাথে ধন সম্পদের সম্পর্ক ব্যস্তানুপাতিক ।

এতদ সত্ত্বেও মেয়ের অভিভাবক মনে করে , আমার মেয়েই যদি শান্তিতে না থাকতে পারে তাহলে টাকা পয়সা দিয়ে কি হবে ?

মেয়ে সুন্দরী বলে হয়ত অনেক বড়লোকের কাছ থেকে প্রস্তাব আসতে পারে - কিন্তু আমার তো আমার মেয়ের সুখের কথা চিন্তা করতে হবে ।

বিয়ের পর পরই দেখবেন যারা আপনাকে ভাল ছেলে , নামাজি ছেলে হিসেবে চুজ করলো ; তাদের মেয়ে কিন্তু এসবের ধারে কাছেও নেই এখন । আগে হয়ত পড়তো , কিম্তু এখন আর পড়ে না ।

দেখবেন এটাও যে বিয়ে করা পরও সে কিন্তু তার ছেলেবন্ধু/চাহনে ওয়ালাদের সরিয়ে রাখেনি । সশরীরে না গেলেও ফোনে তাদেরকে তার রিনিঝিনি কন্ঠ থেকে বন্চিত করছে না । তাকে না পাওয়ায় তারা যে ব্যথিত সেটা তাদের মুখে গদ্যে পদ্যে শুনতে তার খুব ভাললাগে ।

এসব জেনে ফেললেও আপনার করার কিছু থাকবে না কারণ , আপনি ভাল ছেলে , নামাজি ছেলে এবং আপনার বৌ সুন্দরী ।

নিজের ইমেজের দিকে খেয়াল রেখে এবং বউয়ের চেহারার প্রতি দৃষ্টি রেখে আপনাকে সব কিছু হজম করে যেতে হবে ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৯
125008
সাদা লিখেছেন : চমতকার ম্নতব্য।ভালো লাগলো।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪২
125011
নোমান২৯ লিখেছেন : পাব তাহলে ভাই???????????যাক একটু চিন্তামুক্ত হইলাম।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৪
125012
নোমান২৯ লিখেছেন : সাদা ভাই স্বাগতম ।
171246
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৭
নোমান২৯ লিখেছেন : ফুয়াদ হাশা মুইছা দিছি।হা হা হা।
171326
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
বিন হারুন লিখেছেন : আরে ভাই কে বলল নামাজীরা বউ পায় না? কথা হল নামাজীর বউ নামাজী হয় ঘরে থাকে, তাই অহেতুক রাস্তায় দেখা যায় না.
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
125098
নোমান২৯ লিখেছেন : বিন হারুন ভাই মনে হয় আপনি লিখাটা পড়েন নাই।তবুও মন্তব্যের জন্য ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
125114
বিন হারুন লিখেছেন : পোষ্টটি আমি দু'বার পড়েছিলাম, এমনকি আমার উপরের মন্তব্যগুলোও পড়ে ছিলাম.
মনে হয় তবু বঝতে পারি নি.
দু:খিত
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৮
125126
নোমান২৯ লিখেছেন : ঠিক আছে ভাইয়া।অনেক ধন্যবাদ।
171396
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১২
আবু নাইম লিখেছেন : আমি তো দেখি বর্তমানে নামাজী ছেলের কদর বেশী। এই সে দিন আমার এক কলিগ, কোন রাজনিতী করে না, বিয়ের কথা উঠতেই বলল কি যে, আমার বংশের কারও সাথে আওয়ামী ফ্যামিলির বিয়ে দেব না। আমি তো শুনো অবাক.. কারন তার কিছু কথায় আমি তাকে আমি লীগ মনে করেছিলাম।
সে দিন একবাড়ীতে গেলাম তাদের মেয়ের বিয়ের কথা হচ্ছে..একপর্যায় জানা গেল ঐ ফ্যামিলি আওয়ামী ঘরানার....সাথে সাথে মেয়ের আত্মীয়রা বলল এ বিয়ে হবেনা..... আমি বললাম কেন..ওরা জানালো আওয়ামীলীগারদের সাথে আমরা আত্মীয়তা করব না।
171402
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২১
নোমান২৯ লিখেছেন : হর১ মানুষ হর১ মন।
171421
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২২
egypt12 লিখেছেন : আপনিও পাবেন সামনে এদিন হয়ত থাকবে না
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৯
125188
নোমান২৯ লিখেছেন : তাই হোক ভাই।কমেন্ট করার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File