ট্র্যাপ্
লিখেছেন লিখেছেন নোমান২৯ ১৭ জানুয়ারি, ২০১৪, ১০:৩৯:২২ সকাল
ট্র্যাপ্
শিরোনাম কি দিব তা নিয়ে ভাবছি তিন দিন।দাঁড়ি,শিবির,ভন্ডামি না ট্র্যাপ্।শেষ পর্যন্ত ট্র্যাপ্ ই পছন্দ হল।কয়েকদিন আগে শহর থেকে গ্রামে গেলাম।বেড়াতে।বলে রাখা ভালো ক্রিকেট এর প্রতি বিশেষ ঝোঁক আছে।গ্রামে থাকার সময় দু’বেলা খেলা হত নিয়মিত।এখন আর নিয়মিত খেলা হয়না।চলাফেরায় শিবির থেকে এগিয়ে।তবে এখন ও যোগ দেয়া হয়নি।লীগের প্রতি বিশেষ ঘৃণা আছে।রাজনৈতিক প্রতিহিংসায় শহর থেকে গ্রাম অনেক এগিয়ে।এই যেমন কেউ প্রকাশ্যে শিবিরের সাথে সম্পৃক্ত নয় তবে চলাফেরা শিবিরের মত এবং নিয়মিত নামায পড়েন তাহলে আপনাকে সন্দেহ করে ফাঁদে ফেলে বা যে কোন মাধ্যমে আপনার মনের খবর জানতে চাইবে।আর যদি উগ্র লীগার হয় তবে আপনার উপর হামলা করে বসবে।তেমন ই একটা ফাঁদ পেতেছিল আমার জন্য।একবার নয় দু’বার।গ্রামের উঠতি বয়সের যুবকেরা প্রায় সবাই লীগার।যার মধ্যে কয়েকজন উগ্র ।উগ্রদের মধ্যে কয়েকজন আছে গোয়েন্দা বিভাগে।গ্রামে যাই দেখি তাদের কি আমূল পরিবর্তন।গোয়েন্দা বিভাগের প্রায় সবার মুখে দাঁড়ি। যদিও ফ্যাশানেবল।সেই রকম একজনের সাথে দেখা খেলার মাঠে।কয়েক মিনিটের জন্য।কুশলাদি জিজ্ঞেস করলাম।সাথে একটা বিষয়ে উপদেশ ও দিলাম(আবদার করে )। যদিও কথাবার্তায় কিছুক্ষ্ণণের মধ্যে বুঝলাম আমার উপদেশটা বাজে খরচ হল।তার মতে ‘এক্স ইজ এক্স’। তাছাড়া আমি যে বিষয়ে তাকে উপদেশ দিলাম তা তার লাগতেছেনা।তাছাড়া তার চাকরি হয়ে যাচ্ছে।দু জায়গায় তার চাকরি হয়ে গেছে(প্রায়)। তবে শেষ পর্যন্ত হয়নি।কেন?কেন?বিস্ময়সহ আমার জিজ্ঞাসা।কেন আবার সে শিবির করে।আমি তো এমন উত্তরে হতবাক।তাই জিজ্ঞেস করতে পারি নাই যে শিবির কি মানুষ নয়।আর সে ঐ রকম ফ্যাশানেবল দাঁড়ি রাখলোও কেন।এই বিষয়ে তো তার জানার কথা।এখানেই শেষ।আমার পক্ষ থেকে সে কোন জিজ্ঞাসাও পাইনি এবং কোন সান্ত্বনাও পাইনি।তারপর ভাবলাম।আর আমার সামনে ভাবান্তর উপস্থিত হল।
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন