আমাদের মত যুবক দেরউদ্দেশে একটি হাদীস।

লিখেছেন লিখেছেন কাল্পনিক ছেলে আরিফ ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩৭:১৪ সকাল

বর্তমানে বেসিরভাগ যুব সমাজ বিভিন্ন অসামাজিক, মাদক দ্রব্য়ের প্রতি আসক্ত। এসম্পর্কে দেখুন নিচের হাদীসটি >

হযরত আব্দুল্লহ ইবনে মাস্উদ (রাঃ) রাসূল (সঃ) থেকে বর্ণনা করেছনঃ কিয়ামতের দিন আদম সন্তানকে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে এক কদমও (স্ব-স্থান হতে) নড়তে দেওয়া হবে না।

(১) তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে।

(২) যৌবন সময়টা কিভাবে ব্যয় করেছে।

(৩) ধন-সম্পদ কিভাবে উপার্জন করেছে।

(৪) তাকোন্ পথে ব্যয় করেছে। এবং

(৫) সে দীনের যতটুকু জ্ঞানার্জন করেছে সে অনুজায়ী আমল করেছে কিনা।----( তিরমিযী)

এখানে কিন্ত একবার জীবন আবার যৌবন বলা হয়ছে। জীবনে মধ্যে কি যৌবন থাকে না। এখানে যৌবনকালের মূল্যটা খুবি গুরুত্বপূর্ণ এটাই বুঝানো হয়ছে।

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181076
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
181077
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৫
সজল আহমেদ লিখেছেন : যাযাকাল্লাহু খাইরান।
181100
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুন একটি কাজ! তবে আপনার যারা এখানে হাদিসের অনুবাদ দেন তাদের প্রতি আমার একটি পরামর্শ মূল আরবী ইবারতসহ দিলে বিষয়টা আরেকটু সুন্দর হবে বলে আমার মনে হয়।
181331
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।
181338
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ
182939
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
কাল্পনিক ছেলে আরিফ লিখেছেন : আলামগীর মুহাম্মদ সিরাজ ভাই ইনশাআল্লাহ আগামি বার যখন পোস্ট লিখবো তখন এবারত সহকারে দেওয়ার চেষ্টা করবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File