হাসিনার অবদান

লিখেছেন লিখেছেন কাল্পনিক ছেলে আরিফ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪২:৫৯ সকাল

লোকেরা শেখ হাসিনাকে বলে সে নাকি কোন উন্নয়ন করে নাই।

অথচ ,

১. সে আলুর দাম ৫ টাকা কেজি করে দিয়েছে যেন সাধারণ জনগনের ক্রয় সীমার মধ্যে থাকে। ( যদিও কৃষকদের প্রতি কেজি আলু উত্পাদন করতে খরচ হয়েছিল ৮ টাকা )

২. সে ডিমের দাম কমিয়ে ১০ টাকা থেকে ৭ টাকাতে নিয়ে এসেছে। ( যদিও ডিম অনেক বেশি উত্পাদন হচ্ছে তাই কমেছে )

আমি তাদেরকে বলতে চাই তারাকি হাসিনার এসব উন্নয়ন গুলু দেখে না। সে বেশি উন্নয়ন করেছে তাই সবাই তার বেশি সমালোচনা করে।

বি.দ্রঃ আমি কিন্তু হাসিনার সমালোচনা করিনি উন্নয়নের কথা বলেছি কেউ ভুল বুঝবেন না।

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178826
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫২
রাইয়ান লিখেছেন : Applause Broken Heart Applause Thumbs Up Thumbs Up Thumbs Up ভালো লেগেছে ।
178839
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : আওয়ামীলীগের ২টি গুন নারী ধর্ষন মানুষ খুন?
178860
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫১
হতভাগা লিখেছেন : আবার জিগায় !

এজন্যই হাসিনাকেই ধরে রাখতে কেউ ভোট দিতেই যায় নি । বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৫৩ জনকে নিয়েছে ।

''আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ কিছু না কিছু পায় , অন্যেরা আসলে লুটে পুটে খায় ''
178870
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২২
কাল্পনিক ছেলে আরিফ লিখেছেন : আসলে আওমিলীগের অবদান জুতা দিয়ে পিটাইলেও শেষ হয়না।।এজন্য মাজে মাজে জুতা দিয়ে একটু পিটাইযা শেষ করার চেষ্টা করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File