জাতির পিতা!!!

লিখেছেন লিখেছেন Medha ১৯ জুন, ২০১৪, ০১:১৭:২৯ রাত

এক জাতির পিতার চোখে আরেক জাতির পিতা!!!

একজন আধুনিক সিঙ্গাপুরের জনক, আরেকজন বাংলাদেশের জনক।

এখন দেখি আধুনিক সিঙ্গাপুরের জনক "লি কুয়ান ইউ" এর দৃষ্টিতে "শেখ মুজিব" এবং তার শাসনামল কেমন ছিল?

লি কুয়ান ইউ তার দ্বিতীয় খন্ড আত্নজীবনী “ফ্রম থার্ড ওয়ার্ল্ড টুফার্ষ্ট: দ্য সিঙ্গাপুর ষ্টোরি:১৯৬৫-২০০০” বইয়ের ৩৬৩-৩৬৪ পৃষ্ঠায় শেখ মুজিবকে কাছে থেকে দেখার একটি স্মৃতির কথা বলেছেন।

"অটোয়া সম্মেলনের সময় আরেকজন মানুষকে দেখার কথা

স্মরণ করতে পারি,প্রাইম মিনিষ্টার শেখ মুজিবুর রহমান।

পাকিস্তানবিরোধী নায়ক,পুর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশে রুপান্তরের নেতা। তিনি নিজস্ব বিমানে চড়ে বেশ ভাব নিয়ে অটোয়ায় এসে পৌছান।

আমি যখন ওখানে ল্যান্ড করলাম,গায়ে ‘বাংলাদেশ’ খচিত একটি বোয়িং ৭০৭ থামানো দেখলাম।

সম্মেলন শেষে যখন অটোয়া ছেড়ে যাচ্ছিলাম,বিমানটি

তখনও ওখানে ঠাঁই দাড়িয়েছিলো।

আট দিন ধরে এক জায়গাতে দাড়িয়ে থাকা একটা বিমান!

কোন উপার্জন ছাড়া অনর্থক ও বেকার পড়ে থাকা।

ফেরার সময় যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে হোটেল ছেড়ে

বের হচ্ছিলাম বাংলাদেশী বিমানটার জন্য জিনিসপত্র দিয়ে

দুইটা বিশাল ভ্যান বোঝাই করা হচ্ছিলো। অথচ সম্মেলনে মুজিবুর রহমান তার দেশের জন্য সাহায্য অনুদান চেয়ে কথা বলছিলেন।

পাবলিক রিলেশন সম্পর্কিত যে কোন ফার্মই তাকে বিশেষ বিমানটি আট দিনের জন্য পার্কিং এপ্রনে ফেলে না রাখার জন্য পরামর্শ দেবে। "

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236416
১৯ জুন ২০১৪ সকাল ০৭:২৭
টাংসু ফকীর লিখেছেন : তাতে আপনার কোন অসুবিধা আছে জনাব? বিমানটি ছিল শেখ হাসিনার বাপের শেখ মজিবর রহমানের৤ আর নাহলে শেখ মজিবরের বাপের, হেই মিয়ার নামডা জানি কি জানিনা৤ সেই বিমান ৮দিন নাইলে ৮০০দিন ধানক্ষেতে দাড়িয়ে থাকবে তাতে কি? আর চং বং মিয়ার বাপের কি?
০৪ জুলাই ২০১৪ রাত ১১:০৯
187656
Medha লিখেছেন : Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File