রবিনহুড বনাম নাহিদহুড
লিখেছেন লিখেছেন Medha ২৫ মে, ২০১৪, ১১:৪২:৩০ রাত
আমেরিকাঃ আমাদের আছে উইকিলিকস,
তোমাদের?
আমরাঃ আমাদের আছে শিক্ষাবোর্ড
গরীবের বন্ধু যদি রবিনহুড হয়, ছাত্রদের বন্ধু...
নাহিদহুড।
এখন আর এইচএসসি পরীক্ষার সময় কারেন্ট
যাওয়া নিয়ে চিল্লাপাল্লা হয় না,
চিল্লাপাল্লা করার কি দরকার? পরীক্ষার
আগের রাতে ঘন্টাকয়েক কারেন্ট
থাকলেইতো এনাফ। এত কারেন্ট
দিয়ে হবেটা কি?
মিষ্টি বিক্রেতাদের এখন থেকেই
মিষ্টি বানানোর কাজে হাত দেয়া উচিৎ।
নাইলে রেজাল্টের পর মিষ্টির শর্ট
পড়ে যাবে। এইবার দেশে মেধার বাম্পার
ফলন হয়েছে।
মূর্খমন্ত্রীদের মধ্যে নাহিদ
ভাইকে কিছুটা পছন্দ করতাম।
বেচারা অভিযোগই স্বীকার করল না প্রথমে,
সমাধানতো পরের ব্যাপার। অন্যদেশ
হলে কয়েকদফা পদত্যাগ হয়ে যেত।
কথায় আছে না- সঙ্গদোষে লোহা ভাসে।
প্রসংগত কালকের শেয়ার করা প্রশ্ন হুবহু আইসে
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন