"খুশির খবর"

লিখেছেন লিখেছেন Medha ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১২:৪৮ সন্ধ্যা

একটু দেরী হলেও খুশির খবর জানলাম, মনটা ভরে গেল। নাচ বাঙ্গালী নাচ।

==================================

অনেক দিন পর একটা ভালোলাগার পরশ বয়ে গেল। ২৫ তারিখ এশিয়া কাপের উদ্ভোধনী অনুষ্ঠান হবে। আকাশ বাতাশ এ আনন্দ ছড়িয়ে পড়বে। আতশবাজির ছটায় রাতের আকাশ বর্নিল হয়ে উঠবে।

আসলেই কত দিন এমন আনন্দঘন পরিবেশ পাইনি।

পার্শবর্তী দেশ মহান ইন্ডিয়া থেকে বেশ কিছু নামী দামী শিল্পী আসবে।

নাচে গানে মাতিয়ে তুলবে এই দুঃখী বাংলাদেশ কে। জয়তু ইন্ডিয়া।

অনেকেই রঙ্গীন পানীয়ের ছটায় আনন্দ কে আরো দ্বিগুন করবে।

এদের নিরাপত্তার পূর্ন দেখভাল অবশ্যই আর্মিকে করতে হবে। এটা মাষ্ট। এটা আমাদ দাবী।

কি বললেন গতকালই আমি পোষ্ট

দিয়েছিলাম ২৫ শে ফেব্রুয়ারী তারিখ “শহীদ সেনা দিবস” যেন ঘোষনা করি?

আরে ইয়ার, কি বলতে কি বলছি ভুল তো হতেই পারে ২৫ তারিখ মাত্র ৫৭ জন বাংলাদেশী সেনা অফিসার মারা গেছে।

আর তাও ৫ বছর আগে। আরে ওই ৫৭ জনের ফ্যামিলি আকাশে আতশবাজি ফুটানো দেখবে আর

কোরান শরীফ পড়বে।

ﻭَﺁﺗُﻮﺍْ ﺍﻟْﻴَﺘَﺎﻣَﻰ ﺃَﻣْﻮَﺍﻟَﻬُﻢْ ﻭَﻻَ ﺗَﺘَﺒَﺪَّﻟُﻮﺍْ‏‎ ‎ﺍﻟْﺨَﺒِﻴﺚَ ﺑِﺎﻟﻄَّﻴِّﺐِ ﻭَﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻬُﻢْ‏‎ ‎ﺇِﻟَﻰ ﺃَﻣْﻮَﺍﻟِﻜُﻢْ ﺇِﻧَّﻪُ ﻛَﺎﻥَ ﺣُﻮﺑً‏‎ ‎‏ ﻛَﺒِﻴﺮًﺍ

(এতীমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও। খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল-দল করো না। আর তাদের ধন-সম্পদ নিজেদের ধন-সম্পদের সাথে সংমিশ্রিত করে তা গ্রাস করো না।

নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ। সুরা নিসা আয়াতঃ২)

আব্বে দোস্ত ২৫ শে ফেব্রুয়ারী তো আর ১৫ই আগষ্ট না যে সবাই কে বাধ্যতামুলক দুঃখ দুঃখ

ভাব করে কারো ছবিতে মালা দিতে হবে।

কোথাকার কোন ৫৭ জন অফিসার মারা গেছে তার জন্য তো ইন্ডিয়া থেকে এত নামী নামী আর্টিষ্ট আনা বাতিল করা যায় না।

আরে ইয়ার নিশ্চিত থাক ওই দিন কোন অসুবিধা হবে আমাদের বীর সামরিক বাহিনীর ভাইরাই ওইসব আর্টিষ্টদের নিরাপত্তা করবে। আমরাও পিয়ে পিয়ে ড্যান্স করব ৫৭ জনের শহীদ এর স্মৃতির কথা ভেবে।

নাচো বাংলাদেশ নাচো। উল্লাস কর গানে গানে তালে ২৫ শে ফেব্রুয়ারী।

আরে নাচ বাঙ্গালী নাচ। নাচো বাংলাদেশ নাচো জুম্মা চালে নাচো ৫৭ জন সেনা কর্মকর্তার স্মৃতির

প্রতি শ্রদ্ধা দেখিয়ে নাচ বাঙ্গালী নাচ নাচ বাঙ্গালী নাচ নাচ বাঙ্গালী নাচ আরে ইয়ার নাচ নাচ বাঙ্গালী নাচ নাচ বাঙ্গালী নাচ নাচ বাঙ্গালী নাচ আরে ইয়ার নাচ নাচ বাঙ্গালী নাচ নাচ বাঙ্গালী নাচ নাচ বাঙ্গালী নাচ আরে ইয়ার নাচ।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172493
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মচৎকার সংবাদ তো!
টুর্নামেন্ট হবে বাংলাদেশে আর উদ্বোধন করবেন দাদা-দিদিরা।
172565
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
প্যারিস থেকে আমি লিখেছেন : এক আজব দেশের মানুষ আমরা।
172586
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
শেখের পোলা লিখেছেন : নাচ আমার মুন্না তুই পয়া পাবিরে৷
172628
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৫
Medha লিখেছেন : বেসম্ভব সম্ভবকারিনী.........

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File