ধর্ষক
লিখেছেন লিখেছেন Medha ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৩২:৪১ দুপুর
- জনাব পার্শ্ববর্তী দেশের এক বালিকা ধর্ষিত হয়েছে,
= ঠিক হয়েছে ঠিক মত কাপড়চোপর তো পড়ে না এমন তো হবেই।
- জনাব আমাদের পাশের গ্রামের
হাজী মতিন মিয়ার মেয়ে টা ধর্ষিত হয়ে হাসপাতালে ছিল এতদিন, আজ সকালে মেয়েটা মারা গেছে, মেয়েটা নিয়মিত পর্দা করে চলত।
= শুধু পর্দা করলে তো হবে না, নিশ্চয় বালিকার চলনে বলনে দোষ ছিল, নাহলে কি আর এমন হয় ??
- জনাব বেশ কয়েকবছর আগে পেপারে পড়েছিলাম পাঁচ বছরের
মেয়ে ধর্ষণের স্বীকার , ১৩ বছরের মেয়ে বাপ কতৃক !! ধর্ষিত তাদের কি দোষ জনাব ??
= এএএএএ ..উমমমমমমম...এহম এহেম ইসসিরে বকে বকে মাথা টা ধরিয়ে দিয়েছে, দূর হ সামনে থেকে।
- জনাব জবাব টা পেলেই চলে যাই।
= কি আর জবাব, আজ কাল যুগ টাই খারাপ, ৫ বছরের বাচ্ছাদের উচিত বোরকা পড়া। খবর নিয়ে দেখো সে বোরকা পড়েনি। তাই
তো এমন হয়েছে। ! উচিত হয়েছে !! যাও ভাগো এখন।
- জি জনাব যাই, ও আরেকটা কথা আসার পথে খবর পেলাম আপনার ছোট মেয়েটা নাকি গলায় দড়ি দিয়েছে, ওই স্কুল এর মাঠে সবাই গেছে, কে যেন তার
সাথে কি যেন করেছে!!
স্কুল মাঠে ভীষণ ভিড়। ব্যাপক লোক জমায়েত, ১০ বছরের বাচ্ছা আত্নহত্যা করেছে, ধর্ষক
পলাতক, লাশের বাবা বিলাপ করছে পুলিশের কাছে, দেশ ও জনতার কাছে বিচার চাইছে। আর
জানতে চাচ্ছে তার ফুলের মত মেয়েটার কি দোষ ছিল। !!
আদৌ বিচার হবে কি ? হবে না , কারন মানসিকতা বদলাবে না, বেশিরভাগ ছেলেরা বলছে “ বেশ তো ঘর থেকে বের হয়েছে কেন ? ” এই কথা বলার সময় তারা একবার ও ভাববে না যে এই কথা বলে তারা নিজেরা কত ছোট হয়ে গেলো। বাঘ, ভাল্লুক নয় তারা মেয়েদের ঘরে লুকিয়ে থাকতে বলেছে কারন রাস্তায় তাদের নিজেদের বিচরণ। তারা বাঘ, ভাল্লুক থেকেও হিংস্র!!!
এই কথার গভিরতা যেদিন চোখ দিয়ে ডুকে মস্তিস্ক পর্যন্ত পৌঁছাবে সেদিন ই সমস্যার সমাধান হবে, তার আগে নয়।
আমি জানি ইসলাম নারিকে পর্দা করতে বলেছে , তবে ইসলাম কি পুরুষ কে দৃষ্টি অবনত রাখতে বলেনি ?
প্রশংসা বোধক বাক্য গুলোর উত্তর দেওয়া ছাড়া অহেতুক তেতুল তত্ত্ব প্রতিস্টা করার চেষ্টা না করতে সবিনয় অনুরোধ জানানো হল।
আর হ্যা আমি এখানে ঘৃণ্য এক জীবের কথা বল্লাম, সমাজ তাদের ধর্ষক রুপে চিনে, ধর্ষক আর পুরুষ এক নয়, ধর্ষক মানুষ নয়!! ঘৃণ্য প্রানি বিশেষ।
সুতরাং অহেতুক ছেলেরা খেপবেন না।
The last thing i wanna say that '' Nothing provokes someone to rape but the rapist's devil mind!!!
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপায় আছে – সমস্ত বাঘ-ভাল্লুক আমরা নিধন করে ফেললেও হবে, অথবা এ থেকে নিরাপদভাবে থাকলেও হবে – কোনটা আমরা চাই – সেটাই আমাদের বিবেচ্য বিষয় হওয়া উচিৎ।
এবার দীর্ঘস্থায়ী বিপর্যয়ের দিকে .........
বিস্তারিত পড়ুন ..........
Click this link
আমরা নিধন করে ফেললেও হবে...
মন্তব্য করতে লগইন করুন