মন্ত্রী এমপিদের জুতাপেটা খাওয়ায় বিশিষ্টজনদের প্রতিক্রিয়া:

লিখেছেন লিখেছেন Medha ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১০:৪৩ সকাল

শেখ হাসিনা:

এভাবে জুতা মেরে আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পারবেন না। এই জুতা মেরে উনি (খালেদা জিয়া) প্রমান

করেছেন যে উনি পেয়ারে পাকিস্তান। কারন আমাদের এক

মন্ত্রী জুতাপেটা খাওয়ার সময় কিছু জুতার পেছনে মেড ইন পাকিস্তান দেখতে পেয়েছেন।

গোলাপী রে গোলাপী,

জতা তো মারলি কিন্তু অপমান

তো হইনি ...

বেগম খালেদা জিয়া:

এমন বাতাস বইবে যে একটা জুতাও পায় থাকবে না। সব আপনাদের মাথায় গিয়ে পড়বে। অনতিবিলম্বে নিরপেক্ষ সরকার দিয়ে জুতাপেটা রোধ করুন।

এইচ এম এরশাদ:

সকাল বেলা>

জুতাপেটা খাওয়া ঠিক হয়নি

বিকাল বেলা>

জুতাপেটা খেয়েছে ভালো হয়েছে

রাতের বেলা>

জুতাপেটা খুব ভালো, আমাকেও

জুতাপেটা খেতে হবে নইলে জনগণ

আমাকে থুতু দেবে।

সজীব ওয়াজেদ জয়:

আমার কাছে তথ্য আছে যে মন্ত্রী এমপিরা জুতাপেটা খাবেন।

মো. নাসিম:

এভাবে আমাদের উপর জুতাপেটা করবেন না। আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, মেরে প্যান্ট খুলে দেব।

ওবায়দুল কাদের:

দেখুন এভাবে আপনারা আমাদের উপর জুতা নিক্ষেপ করতে পারেন না। কারন আওয়ামী লীগের মান সন্মান না থাকতে পারে কিন্তু জুতার তো একটা সন্মান আছে।

সাহারা খাতুন:

মন্ত্রী এমপিরা এভাবে জুতাপেটা খাবেন এটা বঙ্গবন্ধু স্বপ্নে দেখেছিলেন।

মখা আলমগীর:

বিএনপি জামায়াত ও শিবিরের কতিপয় নাশকতাকারী লোকেরা আমাদের দিকে পা নাড়াচাড়া করেছে আর জুতা গুলো বৃষ্টির মত আমাদের উপর পড়েছে।

আবুল মাল:

এই জুতা নিক্ষেপকারীরা ফটকাবাজ।

সুরঞ্জিত সেনগুপ্ত:

দেখুন জুতাপেটা খাওয়া তো সাংবিধানিক অধিকার। এখানে কালো বিড়ালের মত ম্যাও ম্যাও করে কোন লাভ নেই।

হাসানুল হক ইনু:

বেগম খালেদা জিয়া তার পুরাতন

জুতা জনগণের মাঝে বিলিয়ে দিয়ে জুতা নিক্ষেপকারীদের উস্কানি দিচ্ছেন।

সাকা চৌধুরী:

জুতাপেটা যখন নিশ্চিত তখন তা উপভোগ করাই শ্রেয়।

ইমরান এইচ সরকার:

নব্য রাজাকাররা এভাবে জুতাপেটা করবে এটা আমরা দ্বিতীয় মুক্তিযোদ্ধারা মেনে নিতে পারি না। এর প্রতিবাদে সকল প্রকার জুতা পরিধান নিষিদ্ধ করতে হবে। আর আগামীকাল ১২ টা ৪২০ মিনিটে সবাই যার যার অবস্থান থেকে ৩ মিনিট কান ধরে উঠবস করার সংগ্রামী কর্মসূচি ঘোষণা করছি।

লাকি আক্তার:

জ...তে জুতা

তুই রাজাকার

তুই রাজাকার।

হানিফ সংকেত:

হিংস্র বাঘের সামনে থেকে মাংশ

কেড়ে নেওয়া সম্ভব কিন্তু ক্ষিপ্ত

জনগণের হাত থেকে জুতা কেড়ে নেওয়া সম্ভব না।

মিজানুর রহমান:

জুতা নিক্ষেপ মানবাধিকার লংঘন।

কাজী নজরুল ইসলাম:

আজ সৃষ্টি সুখের উল্লাসে

মন্ত্রীদের মুখের উপর জুতা মারে

এমপিদের পেটে পাছায় গুতা মারে

আজ পালাবি তোরা কোন পথে?

রবিন্দ্রনাথ ঠাকুর:

আমাদের মন্ত্রী এমপিরা চলে বাকা পথে, প্রতিনিয়ত তাদের উপর জুতা বোতল কিল গুতা পড়ে...

সাধারণ পাবলিক:

এবার আপনার পালা....

সাধারণ পাবলিক হিসেবে আপনি কমেন্ট বক্সে মন্তব্য করুন।

বি: দ্র: উল্লেখিত মন্তব্য অলস

মস্তিষ্কের কারুজাজ। কারো সাথে মিল খোজা বা অন্য কিছু মনে করা হবে সম্পূর্ণ কাকতালীয়।

বিষয়: বিবিধ

১৩৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171870
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : জুতা নিক্ষেপ সূত্রের জনক ইরাকী সাংবাদিক জায়েদ’র এ ব্যাপারে অনুভূকি কি তা এখানে উল্লেখ করা হয়নি বিধায় পোস্টটি অসম্পূর্ণ রয়ে গেল।
171880
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
আমি মুসাফির লিখেছেন : নতুন সংস্কৃতি তা হলো জুতা মারা । তবে আশ্চর্য যে যারা জুতা খাচ্ছেন তারা কিন্তু আবার জোর গলায় কথাও বলছেন। মনে হচ্ছে জুতা খেয়েও তারা হজম করতে সক্ষম হচ্ছে। মানে তাদের মান সম্মান যেন বাড়ছে ।

যাত্রা গানে নাকি ভিলেনদেরকে জুতা মারলে সে জুতাটা সম্মানের সাথে টাঙিয়ে রাখে কারণ তার ভিলেনের অভিনয় যে স্বার্থক তারই প্রমাণ হিসাবে। আওয়ামীরাও সেই পথ বেছে নেবে নাকি ।
171887
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
প্রিন্সিপাল লিখেছেন : জুতা উপহার:
প্রথম: ঢাকায়
দ্বিতীয়: চাদপুর
তৃতীয়: চট্টগ্রাম
চতুর্থ: চট্রগাম
পঞ্চম:অপেক্ষায়
ষষ্ট:অপেক্ষায়
সপ্তম: অপেক্ষায়
171915
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
শিশির ভেজা ভোর লিখেছেন : Big Grin Big Grin Big Grin চমৎকার চমৎকার হয়েছে চালিয়ে যান
171918
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪০
Medha লিখেছেন : উফ জায়েদের কথাটা কেন যে মাথায় আসলো না...
171919
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪০
Medha লিখেছেন : অনেক ধন্যবাদ
171940
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : লোভে আচ্ছন্ন শ্রীনিবাসন, ভারত
এবার দীর্ঘস্থায়ী বিপর্যয়ের দিকে .........
বিস্তারিত পড়ুন .........
Click this link
171956
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
হতভাগা লিখেছেন : লেটেস্ট জুতা নিক্ষেপের জবাব কিভাবে এসচে ?

> ১০০ ক্যাজুয়ালটি এসেছে লোহাগড়া ট্রমা সেন্টারে ।

জুতা নিক্ষেপ হয়েছে ভেবে খুশী হবেন না । যে জুতা খেয়েছে তার শরীরে সামান্য ব্যথা হতে পারে । কিন্তু সংশ্লিষ্ট এলাকাতে যে এর জবাবে ম্যাসাকার হয়ে যায় তা কি খুব ভাল লাগে ?

Be practical Mam

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File