সারাদেশের গনহত্যা বিশ্বমিডিয়ার কাছে লুকানোর জন্যই এই নাটক:
লিখেছেন লিখেছেন Medha ৩১ জানুয়ারি, ২০১৪, ১১:৩৯:৫৪ রাত
সারাদেশের গনহত্যা বিশ্বমিডিয়ার
কাছে লুকানোর জন্যই এই নাটক:
সোহেল রানাকে বাঁচাতে রেশমা নাটকের পর র্যাব রক্ষায় ব্যাংক ডাকাতি নাটক!
৬ টি প্রশ্নঃ
১/ ধৃতদের বিরুদ্ধে চুরির ধারায়
মামলা দায়ের করা হয়েছে! কেন?
২/ যে কোন ব্যাংকের সকল টাকা ভল্ট এ তালাবদ্ধ থাকে। কিন্তু ঐদিন সোনালী ব্যাংকের
টাকাগুলো ভল্টে না রেখে টেবিলে রাখা হয়েছিলো কেনো?
৩/ উদ্ধার হওয়া টাকা আদালতে জমা না দিয়েই মামলা দায়ের হলো! শুধু তাই নয়! জব্দ টাকাগুলি আদালতে জমা না দিয়ে ও আদালতের কোন নির্দেশ ছাড়াই
ব্যাংকে ফেরত দেয়া হয়েছে! কেন?
৪/ মাত্র আড়াই ফুট প্রস্থের এই সুড়ঙ্গটি দিয়ে আড়াই মন ওজনের
টাকাভর্তি ৫ টি বস্তা একত্রে সোহেল একাই নিয়ে বেরিয়েছে! এটা কিভাবে সম্ভব?
৫/ সাংবাদিকরা সুড়ঙ্গের ভেতর পানি দেখতে পেলেও টাকার বস্তায় কোন পানি লাগা তো দুরের কথা কোন ময়লাও লাগেনি! আড়াই মনের এই ৫টি বস্তা ছোট্ট একটি সুড়ঙ্গ দিয়ে সোহেল একাই বের করেছে, কিন্তু বস্তা অক্ষত! এ ও কি সম্ভব?
৬/ শনিবার রাতে ঘটনা ঘটেছে, রবিবার সকালে ব্যাংক খোলা হয়েছে। কিন্তু র্যাবকে জানানো হয়েছে রবিবার বিকাল ৩ টায়! রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই ৫ ঘন্টা ব্যাংকের কর্মকর্তারা কি করছিলেন?
একমাত্র উত্তরঃ
র্যাবের আইন শৃংখলার নামে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার কারণে সারা বিশ্বে র্যাব সমালোচিত হচ্ছিলো। সেই সাথে বাংলাদেশের আইন-শৃংখলা পরিস্থিতির ক্রমাবনতি ঘটলেও র্যাব ও পুলিশ তার উন্নতি ঘটাতে বার বার ব্যর্থ হচ্ছিলো! এ কারণে দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর
বাংলাদেশের জনসাধারনের যে আস্থা অতীতে ছিলো তা এখন ধীরে ধীরে উঠে যেতে শুরু করেছে। মূলত র্যাবকে আন্তর্জাতিক সমালোচনা থেকে বাঁচাতে ও দেশের মানুষের প্রশংসা কুড়াতেই এই নাটক মঞ্চস্থ করা হয়েছে!!!!
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মূলত র্যাবকে আন্তর্জাতিক সমালোচনা থেকে বাঁচাতে ও দেশের মানুষের প্রশংসা কুড়াতেই এই নাটক মঞ্চস্থ করা হয়েছে!!!!
মন্তব্য করতে লগইন করুন