তোমরা যারা রূপবানঃ

লিখেছেন লিখেছেন Medha ২১ জানুয়ারি, ২০১৪, ১১:১৮:৩২ রাত

জাফর ইকবালের কলামঃ

তোমরা যারা রূপবানঃ

আশির দশকের শুরুর দিকে বাংলায় সারা জাগানো একটি সিনেমা " রূপবান" সেই সিনেমার "শোন তাজেলগো, মন

না দিয়ে প্রেমে মইজনা..............."

গানটি হৃদয় কুহরে খুব দোলা দিয়েছিল।

আজ এত বছর পর এ দেশে সমকামীদের জন্য প্রথম প্রকাশিত ম্যাগাজিন "রূপবান" আবারও মনকে ডাবল কোলার মত দোলা দিচ্ছে।

ভাবতে খুব ভালো লাগছে, এ দেশ একটু দেড়িতে হলেও পাশ্চাত্য তালে তাল মিলিয়ে ধীরে ধীরে সমকামীতাকে প্রচলন করতে যাচ্ছে। এসবই অবশ্য ডিজিটাল

আওয়ামি আর এগ্রো ইন্ডিয়ার

সমকামীতার চাষের ফল।

তোমাদের কয়েকটি মজার তথ্য দেই, বিজ্ঞানী এরিস্টটল যে দ্বীপ থেকে তার বিভিন্ন বিজ্ঞান উপাদান আবিস্কার করেছেন তার নাম "লেসবছ" দ্বিপটির নাম সমকামীতা থেকে উদ্ভূত।

মেয়ে মেয়ে সমকামীতায় অংশ নিলে তাকে লেসবিয়ান বলে। এই দ্বীপ লেসবিয়ানদের আখড়া ছিল বলেই দ্বীপের নাম "লেসবছ"

আমার বন্ধুসুলভ মানুষ, কোলকাতার বিখ্যাত গায়ক কবির সুমন। তিনি নিজেও সমকামী ছিলেন। বলা বাহুল্য প্রাচীন গ্রীকে একটি জায়গা রয়েছে নাম, "সোডম" যখন পুরুষ সমকামীতায় অংশ নেয় তার নাম সোডমী। সেই অনুযায়ী জায়গার নাম " সোডম"।

খুব খুশি হতাম যদি লেসবছ দ্বীপ আর সোডম নগরীর মত শাহবাগের নামও "রূপবানবাগ" হত।

ও হ্যা যা বলছিলাম, ম্যাগাজিন- "রূপবান" তথা " রূপ ও বান" শব্দটির নামের মাঝেই আছে আংশিক পুরুষ ও নারীর মিশেল। নারী- নারী বা পুরুষ-পুরষে ভালবাসায় সমকামীতায় বা উভকামীতার প্রচলনে দেশ ডিজিটাল গতি থেকে সশার গতি পাবে সেই প্রত্যাশায়-

আমি সমকামীতার গান গাই সবার উপর " রূপবান" প্রেম

তাহার উপর নাই

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165672
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:০১
আনিসুর রহমান লিখেছেন : জাফর ইকবালের is the symbol of evil in Bangladesh now. Because--
He try to intriduce all bad things in Bangladesh. Indriducing GUY culture in the society are Rejected by lots of good people in western society but still he try to import that culture in Bangladesh. Shame Shame
165701
২২ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৮
বিন হারুন লিখেছেন : শয়তানী আবিষ্কার করে পাশ্চাত্য, শয়তানির পার্শ্বপ্রতিক্রিয়া যখন তারা সহ্য করতে পারে না। (যেমন এইড়স)তখন তারা পুরাতন শয়তানি বাদদিয়ে নতুন শয়তানী আবিষ্কার করে।
কিন্তু দু:খের বিষয় তাদের ফেলে দেওয়া শয়তানী গুলো ৫০ বছর পর আমরা আমদানি করি। মদ, অবাদ মিলনের, মতো সমকামিতা যেন আমদানি না করি
লেখক কে অনেক ধন্যবাদ, ভালো লাগলো।
165759
২২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
Medha লিখেছেন : আর এরাই হচ্ছে চেতনা ব্যাবসায়ীর জ্বলন্ত উদাহরন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File