বুঝ মনের কথা ৪র্থ পর্ব
লিখেছেন লিখেছেন জাতীয় আবাল ১৫ জানুয়ারি, ২০১৪, ০৩:৪৬:৩৪ দুপুর
এইরে মামারা কি করছেন আপনারা৷
মামা মারবেল খেলি৷
মারবেল খেল ভাল কথা ওইদিকে আপনার বাপে সে গালাগাল করছে আপনাকে বীচ সহ কেঁপে উঠছে৷
ওই হালার পিচের কথা কইবেন না,আমার বাপ মরার পর আমার মারে বিয়া করছে৷বীচে একটা দোকান আছে কিন্তু মাগীর পোলাই আমারে দিয়া চিপস,বিসকুট,পানি এইসব ফেরী করায়৷
ভাল কথা মামু তাইলে ঝুড়ির ভিতরে এইসব তোর৷চিপস কত কইরা৷
এমনে বিশ টাকা বেঁচি আপনের লাই পনের টাকা রাখুম৷
আমার জন্যে পাঁচ টাকা কম রাখবি তোর বাপে কিছু বলবে না৷
ওই হালার পুতে জানব কেমনে হেতে তো বারটাকা পাইবো৷
মানে মামা তুমিতো পাকা ব্যবসায়ী৷আচ্ছা একটা চিপস আর পানি গেছ
মামা পানি আধা লিটার কিন্তু বিশ টাকা৷
ওরে বাবা বুঝলাম তুই দে৷মামা তুই কি বেচস৷
মামা আমি বিয়ার,ডিয়ার,সিরাপ,টেবলেট এসব বেচি৷আপনার লাগব৷
খাইছে এ কোন দেশে আইসা পড়লাম৷মামু তোরে পুলিশ ধরে না৷
না মামা পুলিশরা আমাদের এসব আইনা দে৷প্রতি বিক্রিতে আমগো দশ টাকা বাকিটা পুইলশার৷
ইয়া খোদা এই পোলা আম্রে ইতা কিতা শুনাইলো যা বাপ তোরা মারবেল খেল৷
এই বার কিন্তু কান ধরন…………
এই যে বাবু তুমি কি আমাদের কিছু ছবি তুলে দিবে৷
দিবো কিন্তু আমাকে বাবু বললেন কেন?
আরে তুমি তো বাবু এখন ও,আমরা চারজন বিজিসি তে ত্রিফল ইতো পড়ছি৷
না আমি বাবু না আমি প্রিমিয়ারে পড়ছি ১ম বর্ষ সিএসই৷
সরি বাবু সামিয়া বুঝতে পারেনি,আমি রিমি৷
মিস রিমি আপনারা আমাকে ঠাট্টা করছেন,আমার নাম রিয়াদ বাবু না৷
ঠিক আছে বাবু আমি সেতু আর ও আক্রমা৷
আপনিও আমাকে বাবু বলছেন৷
দেখ রিয়াদ তুমি আমাদের থেকে অনেক ছোট আর দেখতেও বেশ বাচ্ছা বাচ্ছা টাইপের৷
জ্বী আপনি আমাকে এই বার বাচ্ছা বললেন৷
বাচ্ছা বললে কি হবে,কিচ্ছু হবে না৷
ঠিক আছে কিন্তু আমি আপনাদের সবার বাচ্ছা এইটা কিছুতেই মাথায় কাজ করছেন৷ ৷
এইরে বেশ পেকে গেছ,এই বয়সেই৷
ওই পাথরটার ওখানে ছবি তুলি চল৷
চলুন৷
এই এইবার তুলো৷
বেগটা এখানে রাখলাম৷
তোমার জুতো খুলো৷
এই আক্রমা পুচকা৷
নানা ফুচকা খাওয়া যাবে না৷
তুমি খাবে না রিয়াদ৷
না আমি খোলা খাবার খুব একটা প্রছন্দ করি না৷
রিয়াদ চলো আমরা ভিতর থেকে কিছু খেয়ে আসি ওরা ততক্ষন পুচকা গিলুক৷
নিজে না খেলে ওইটা খারাপ,বেদ্দপ মেয়ে কোথাকার৷
এই আমি বেদ্দপ আর তুই যে পাশের বাডির সুমনের সাথে ধরা খেয়েছিলি
তুই একটা মিনতি হারাম সেই বার তোকে যে আমি পার্কে বাঁচিয়ে ছিলাম৷
ওহ তোরা চুপ করবি৷
আমাকে তো চুপ করতে বলবা,আদরের বান্ধবীর গায়ে লাগছেতো৷ফোস্কা পড়ে৷
চুপ তোর কাহিনী ক্লাসের সবাই জানে৷
আহারে চাদু তোমার কাহিনী বুঝি কেউ জানেনা,স্যারের সাথে ল্যাবে কি করেছিলে সবাই দেখেছে৷
আমার গুলো তো ইউটিউবে আছে জাস্ট একটা কিস,তোর গুলা তো সব পর্ন সাইটে আছে৷
তুই কিস ছাড়া কিছু পারিস যে তোরটা থাকবে৷
তুই তো কিস করতে পারিস না,যা জগন্য চেহারা তেরছা
আমার চেহারা জগন্য হে তুই একটা দজ্জাল৷
আমি দর্জাল হলে ও ভাল আমার জন্য জামাইয়ের অভাব হবে না৷
অভাব হবে কেন ওই স্ক্যান্ডাল ওয়ালা আরিপ্যা আছে না৷
আরিপ্যা কইবি না ভাল কইরা ক৷
কিসের ভাল কইরা কমু হারাদিন ফেবুতে আজাইরা স্ট্যাটাস দিয়া বেডায়৷
হেতে আজাইরা স্ট্যাটাস দিলেও হাজার খানেক লাইক পরে কয়েক মিনিটে, আর মোখলেইস্যা শ খানেক লাইক ও পায় না লুতুপুতু স্ট্যাটাস মাইরা ওছখালী
যা তোর লগে কথা কমু না৷
তুই কথা কওয়ার লাইগা আমি কানতেছি৷
আপু ৷
হুহ৷
কিছুই বুঝলাম না,কিসের স্ক্যান্ডাল৷
আরে না ওরা ওয়েব ক্যামে বইসা টাঙ্কি মারছিল যে ওই সবের কিছু স্ক্রিনশট এডিট করে পোলাপাইন গান টানা বানাইছে৷
ও আচ্ছা৷
বাবু৷
হুহ৷
বীচে তুমি একা আসছ৷
জ্বী৷
তোমার গার্লফ্রেন্ড আসে নাই৷
আপনি কি যে বলেন আমার তো গার্লফ্রেন্ড নাই৷
কি বল এখন নাই,না কখনও ছিল না৷
কখনও ছিল না৷
কি বল!তোমার কোন গার্লফ্রেন্ড কেন নাই?
আশ্চর্য আমি কিভাবে জানবো৷
তোমার কোন অসুবিধা মানে মেয়েদের বিষয়ে কোন সংকোচ আছে কি?
আপনার কি মনে হয় আপনি ছেলে৷
না মানে বাবু,তোমার কোন গার্লফ্রেন্ড নাই বলছো চাইছ
গার্লফ্রেন্ড না থাকাটা ও কি সমস্যাকে বাবা৷
আচ্ছা বাদ দাও তুমি কখনও কাউকে পছন্দ করেছ,কাউকে প্রপোজ৷
না আজকের আগে এমন কিছু করিনি৷
কেন করোনি?
তেমন করে কাউকে ভাল লাগেনি,বা ভালো লাগার মতো সুযোগ পাইনি৷
ভাল কিন্তু আজ কিভাবে,কেন,কে সে ভাগ্যবতী৷
হুমমম গেজ করতে থাকেন কে সে ওই নীল আকাশের রুপসী চাঁদ৷
কে সে,সে কে?আরে বলো না৷
বলা যাবে না৷
কেন বলা যাবে না,তুমি তাকে কি সরাসরি প্রপোজ করেছ৷
বলা যাবেনা এমন নয় তবে বলব না,সরাসরি নয় কৌশলে বলেছি৷যদি সে বুঝতে পারে৷
বাবু আমি খুব এক্সাইটেড৷
আচ্ছা বারবার এটা নিয়ে কথা বললে মজাটা থাকবে না,আপনার বয় ফ্রেন্ডের কি অবস্থা৷
আর বলো না সবে মাত্র এসে প্রপোজ করলো আর দুদিন পর ভাইয়্যা বাসা পাল্টায় ফেললো৷প্রেমটা হবো হবো করে আর হলো না৷এটা চার বছর আগের কথা তখন আমি সবে মাত্র কলেজ পাশ করেছি৷
এরপর৷
না এরপর আর প্রেম হয়নি৷
একদম না৷
না তা নয় আজ থেকে ভাবতে শুরু করেছি নতুন করে৷
ভাল লক্ষন৷
রিয়াদ৷
চলুন উঠি,ওদের ঝগড়া আর কিছুক্ষন দেখতে পেলে শান্তি পেতাম৷
আর কিছুক্ষণ বসি৷
ওহ সামিয়া ইউ আর সো৷
সো কি রিয়াদ,বললে না তো সে মেয়ের নামটা৷
বলব না৷
বলো না৷
উহু৷
আরে বলো না,অসুবিধে কি?
এত জলদি বলে দিলে মজা থাকবে না,আরো পরে বলব৷
রিয়াদ প্লিজ বলো না,ভীষন শুনতে ইচ্ছে করছে প্লিজ৷
আপু একবার বললাম তো বলব না৷
ঠিক আছে৷
বিষয়: সাহিত্য
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন