অবুঝ মনের কথা ২য় পর্ব
লিখেছেন লিখেছেন জাতীয় আবাল ১৪ জানুয়ারি, ২০১৪, ০৪:৩১:০৯ বিকাল
পতেঙ্গা স্কুলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি গাড়ীর জন্যে৷ঝাক বেঁধে ছাত্ররা দিকবেদিক দৌড়াদৌড়ি করছে৷ওপাশ থেকে এক মেয়ে এই দিকে আসছে রাস্তার দিকে খেয়াল না করে আমার দিকে তাকিয়ে হাঁটছে৷এপাশে এসে আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে একদল মেয়ের সাথে বকবক করছে৷অনেকটা সময় দাঁড়িয়ে ছিলাম গাড়ির জন্য৷হঠাৎ করে মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল,দেখি কি হয়৷
এই যে শুনুন৷
আমাকে বলছেন?
জ্বী আপনাকে৷
বলুন!
আমাকে একটু সাহায্য করুন আমি সী বীচ যেতে চাই৷
আপনি একটা রিকশা বা অটো নিয়ে যেতে পারেন৷
তা জানি আমি মাসে দু চারবার সী বীচ আসিছে
তাহলে কি সাহায্য চান?
আপনাকে বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না,আসলে আমি এখানে নেমে আপনার স্কুলের একটা মেয়ের প্রেমে পড়ে গেছি৷
কিন্তু!
আমি মেয়েটাকে কি বিষয়টা জানাবো আর কিভাবে জানাবো৷
এসব আমাকে বলছেন কেন?আমি কিভাবে জানব আপনি কি করবেন৷
এই সিপু তুই ছেলেটাকে চিনিস৷
না চিনলে এত কথা কেন!
এই যে সিপু শুনুন আমি বুঝতে পারিনি মেয়েটা এত বোকা,এটা বুঝতে পারলে তার প্রেমে পড়তাম না৷আমি রিয়াদ কারো সাথে কথা বলতে হলে তার নাম প্রথমে জেনে নিতে হয়৷
কি বলতে চান আপনি৷
বলতে চায় এক জনের প্রেমে পড়ে অন্যের কাছে সমাধান চাইব অত বড় মখা আমি না৷
কি বললেন আপনি?
কি বলেছি শুনতে পাননি,ও আল্লাহ আমার কপালে এইটা কি জুটাইলা কানে ও শুনে কমছে
আপনাকে ভাল ভেবেছিলাম আপনি একটা বেহায়া৷
কেন আমি ছাড়া অন্যদের খারাপ ভেবে ছিলে নাকি৷
দেখুন আর সহ্য করবো না৷
সহ্য করতে হবে না গাড়ী এসে গেছে এটা আমার নাম্বার বীচের উত্তরদিকে রহমান ভাত ঘরের পিছনের অংশে আমি বিকাল পাঁচটা পর্যন্ত থাকব৷শীতকাল তো ঠান্ডাটা আমার ভালোই শাস্তির ব্যাবস্থা করে৷
মাম্মা সিট খালি সিট খালি সিট খালি৷ওই হালা সিট কই খালি৷মামা পিছনে খালি৷
বিষয়: সাহিত্য
১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন