রবি’উল আওয়াল মাস উপলক্ষে আমাদের যা আলোচ্য বিষয় হওয়া উচিৎ-
লিখেছেন লিখেছেন রেজাউলকরিম ১৪ জানুয়ারি, ২০১৪, ০১:৩৭:৪০ রাত
হযরত মু’হাম্মাদ স্বল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ‘হায়াতের সংক্ষিপ্ত বর্ণনা!
--------------------------------------------------------------
১ম বছর ৫১৭খ্রীঃ বাবা ’আব্দুল্লাহ্র ইন্তেকাল, আস্ব’হাবুল্-ফীল বা হস্তি-বাহিনীর ঘটনা, নবীজির জন্ম, দুধ মা ’হালিমার সাথে বনূ সা’দ গোত্রে গমণ।
৩য় বছর ৫৭৩খ্রীঃ দুধ পান শেষে মা আমিনার কোলে, পূণরায় বনূ সা’দ গোত্রে গমণ।
৪র্থ বছর ৫৭৪খ্রীঃ বক্ষ বিদরণ, মা আমিনার কাছে প্রত্যাবর্তন।
৬ষ্ট বছর ৫৭৭খ্রীঃ বাবার কবর যিয়ারতের উদ্দেশ্যে ইয়াছ্রিব (মদীনায়)গমণ, মা আমিনার ইন্তেকাল, দাদা ‘আব্দুল মুত্তালিবের দায়িত্বভার গ্রহণ।
৮ম বছর ৫৭৯খ্রীঃ দাদা ‘আব্দুল মুত্তালিবের ইন্তকাল, চাচা আবু তালেবের দায়িত্বভার গ্রহণ।
১২তম বছর ৫৮৩খ্রীঃ চাচার সাথে ব্যবসায়িক সফরে শা-ম(সিরিয়া)গমণ। পাদ্রী বুহায়রার সাথে সাক্ষাত এবং তার অভিমত।
১৬/২০তম বছর ৫৮৬-৯০ খ্রীঃ “হিল্ফুল্ ফুযূল” নামক সেবামূলক সংগঠনে যোগদান।
২৫তম বছর ৫৯৬খ্রীঃ খদীজা রদ্বিঃ-এর সাথে ব্যবসায়িক সফরে শা-ম গমণ, আমানতদারী ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে নবীজিকে খদীজা রদ্বিঃ-এর বিবাহের প্রস্তাবদান ও বিবাহকার্য সম্পাদন।
২৮তম বছর ৫৯৬-৯৮খ্রীঃ হযরত ক্বাসেম, রদ্বিঃ-এর জন্মগ্রহন।
৩০তম বছর ৬০০খ্রীঃ বড় কন্যা যায়নাব রদ্বিঃ-এর জন্মগ্রহণ, নবীপুত্র কাসেম রদ্বিঃ-এর ইন্তেকাল।
৩৩তম বছর ৬০৩খ্রীঃ নবুওয়াতের পূর্বাভাস স্বরুপ বিশেষ নূরের অবলোকন, রুক্বইয়া রদ্বিঃ-এর জন্মগ্রহণ।
৩৫-৪০তম বছরঃ কা’বা ঘর পূণঃনির্মাণ, নিজ হাতে ’হাজ্রে আসওয়াদ স্থাপন, ’হেরা গুহায় আরাধনা, “রদ’ইয়া স্ব-দিক্বাহ্” তথা সত্যস্বপ্ন দর্শনের সূচনা।
নবুওয়াতের পর মক্কী জীবনঃ
===============
হিজরতপূর্ব তের বছর-
১ম বছর ৬১০খ্রীঃ নবুয়াত লাভ, হযরত খদীজা, আবু বাকার ও ‘আলী প্রমুখ সা’হাবায়ে কেরাম রদ্বিঃ-এর ইসলাম গ্রহণ, ওয়ারক্বহ্ বিন নাউফালের সান্তনা ও ভবিষ্যত বাণী, ফাতেমা রদ্বিঃ-এর জন্ম।
৩য় বছর ৬১২খ্রীঃ প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ, স্বফা পর্বতে ঐতিহাসিক খুৎবা(ভাষণ) প্রদান, মুশরিকদের নিন্দা ও ভৎসনা।
৫ম বছর ৬১৪খ্রীঃ কাফেরদের অত্যাচার বৃদ্ধি, হাবশায় প্রথম হিজরত, রসূলুল্ল-হ্ স্বল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখে সূরা-নাজ্ম্’ এর তিলাওয়াত শুনে কাফেরদের সেজদায় লুটে পড়া।
৬ষ্ট বছর ৬১৪-৬১৫খ্রীঃ হযরত হামযা ও ‘উমার রদ্বিঃ-এর ইসলাম গ্রহণ।
৭ম বছর ৬১৫খ্রীঃ শি’আবে আবী তালেবে অবরোধ অবস্থায় তিন বছর অবস্থান, হাবশায় দ্বিতীয় হিজরত।
১০ম বছর ৬১৯খ্রীঃ ‘আ-মুল্ ’হুয্ন্ বা দূঃখের বছর, বিভীষিকাময় অবরোধের সমাপ্তি, সরদার আবূ তালেব ও হযরত খদীজা রদ্বিঃ-এর ইন্তেকাল, তায়েফ গমন, হযরত সাওদা রদ্বিঃ-এর সাথে বিবাহ।
১১তম বছর ৬২০খ্রীঃ মদীনার মিনায় ছয় সৌভাগ্যবান ব্যক্তির ইসলাম গ্রহণ, মদীনায় ইসলামের যাত্রা শুরু, হযরত ‘আইশাহ্ রদ্বিঃ-এর সাথে বিবাহ।
১২তম বছর ৬২১খ্রীঃ আক্ববায়ে ঊলা তথা ‘আক্ববাহ্ নামক স্থানে প্রথমবার বাই’আত গ্রহণ, মুস্ব’আব বিন ‘উমাইর রদ্বিঃ-কে শিক্ষক হিসেবে মদীনায় প্রেরণ, দ্বিতীয়বার বক্ষ বিদারণ।
১৩ তম বছরঃ ‘আক্ববায় দ্বিতীয়বার শপথ গ্রহণ, মদীনার ৭৩জন পুরুষ ও ২জন মহিলার ইসলাম গ্রহণ এবং সাহায্যের অঙ্গীকার প্রদান, ‘দারুন্ নাদওয়ায়’ কুরইশের মুশরিক নেতৃবৃন্দের বৈঠক, নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র, মক্কা মুকার্রমাকে ‘আল-বিদা’ জানিয়ে হিজরতের জন্য মদীনার উদ্দেশ্যে রওয়ানা।
মাদানী জিবনঃ
========
১ম হিঃ ৬২২-৬২৩ খ্রীঃ মাসজিদে ক্বুবায় প্রথম জুমু’আর স্বলাত(নামাজ) আদায়, মদীনায় প্রবেশ, হযরত আবূ আইয়ূব আন্ছারী রদ্বিঃ-এর ঘরে অবস্থান, মসাজিদে নাববীর নির্মাণ, আনছার-মুহাজির ভ্রাতৃত্ববন্ধন স্থাপন, ইয়াহুদীদের সাথে চুক্তি, মদীনা-সনদ প্রবর্তন, নববধূ হিসেবে হযরত ‘আইশাহ রদ্বিঃ এর আগমন।
২য় হিঃ ৬২৩-৬২৪ খ্রীঃ সাল্মান ফারসী রদ্বিঃ-এর ইসলাম গ্রহণ, ক্বিব্লা পরিবর্তন, মুসলমানদের উপর ক্বুরইশের কাফেরদের প্রথম আক্রমণ, বদর-যুদ্ধ, রুক্বইয়া বিন্তে মু’হাম্মাদ স্বল্লাল্ল-হু ’আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, ‘হাফ্সা বিন্তে ‘উমার রদ্বিঃ এর সাথে বিবাহ।
৩য় হিঃ ৬২৪-৬২৫খ্রীঃ হযরত ‘হাসান রদ্বিঃ-এর জন্ম, উ’হুদ যুদ্ধ, হযরত যায়নাব বিন্তে খুযাইমা রদ্বিঃ-এর ইন্তকাল।
৪র্থ হিঃ ৬২৫-৬২৬খ্রীঃ রজী’ ও বি’রে মা’ঊনার ঘটনা, (রজী’তে দশজন এবং বি’রে মা’ঊনায়া সত্তুরজন বড় বড় সা’হাবা রদ্বিঃ শহীদ হন)। নবীজির নাতি ‘আব্দুল্লাহ্ ইব্নে ’উছ্মান রদ্বিঃ এর ইন্তেকাল, হযরত ‘হুসাইন রদ্বিঃ এর জন্ম, হযরত উম্মে সালামা রদ্বিঃ এর সাথে বিবাহ।
৫ম হিঃ ৬২৬-৬২৭খ্রীঃ খনদক্ব যুদ্ধ, বানূ কুরইযাকে মূলোৎপাটন, ‘আইশাহ রদ্বিঃ এর মিথ্যা অপবাদ আরোপ, হযরত যায়নাব বিন্তে জাহাশ ও জুওয়াইরিয়া রদ্বিঃ-এর সাথে বিবাহ, হযরত সা’দ বিন মু’আয রদ্বিঃ এর ইন্তেকাল।
৬ষ্ট হিঃ ৬২৭-৬২৮খ্রীঃ বাই’আতে রিদ্বওয়ান, হুদাইবিয়ার সন্ধি, রাজা বাদশাহ্দের নামে পত্র-প্রেরণ, উম্মে ‘হাবিবা রদ্বিঃ এর সাথে বিবাহ।
৭ম হিঃ ৬২৭-৬২৮খ্রীঃ খাইবার-যুদ্ধ, নবীজিকে বিষ প্রয়োগ করে হত্যার পায়তারা, ’উমরাতুল ক্বদ্বা- আদায়, ছফিয়্যাহ্ ও মাইমূনাহ্ রদ্বিঃ-এর সাথে বিবাহ।
৮ম হিঃ ৬২৯-৬৩০খ্রীঃ মুতা-যুদ্ধ, মক্কা-বিজয়, ‘উমরায়ে জীর-না, ’হুনাঈন-যুদ্ধ, যায়নাব বিন্তে মু’হাম্মাদ স্বল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, নবীপুত্র হযরত ইব্রাহীম রদ্বিঃ-এর জন্ম, খালিদ ইবনে ওয়ালীদ রদ্বিঃ,‘আমার ইবনুল্ ‘আস ও ’উছমান ইব্নে আবূ ত্বল’হা রদ্বিঃ-এর ইসলাম গ্রহন।
৯ম হিঃ ৬৩০-৬৩১খ্রীঃ “’আমুল্ ওফূদ” বা বিভিন্ন প্রতিনিধি দলের আগমনের বছর, হযরত আবূ বাকার রদ্বিঃ-এর নেতৃত্বে প্রথম ‘হাজ্জ(হজ্জ) আদায়, তাবুক-যুদ্ধ, নাবী কন্যা উম্মে কুল্ছূম্ রদ্বিঃ,বাদশাহ নাজ্জাশী ও মুনাফিক্ব সরদার ‘আব্দুল্লাহ ইবনে উবাই এর ইন্তেকাল।
১০ম হিঃ ৬৩২খ্রীঃ হযরত মু’আবিয়াহ রদ্বিঃ-কে ইয়ামান প্রেরণ, বিদায় ‘হাজ্জ,(হজ্জ) নাবী জীবনের শেষ “সারিয়্যাহ্” বা যুদ্ধাভিযান প্রেরণ, সোমবার ১২ই রবি’উল্ আউয়াল ১৮জুন চাশ্তের সময় সাইয়িদুল্ মুর্সালীন,খ্বতামান্-নাবিয়্যীন,আ-ক্বায়ে নামদার,তাজদারে মাদীনা হযরত মু’হাম্মাদ মুস্তফা, আ’হমাদ মুস্তফা স্বল্লাল্ল-হু ‘আলাইহি ওয়াসাল্লাম ইহকাল থেকে তাঁর সৃষ্টিকর্তার সান্নিদ্ধ গ্রহণ করেন, ১৪ই রবি’উল্ আউয়াল বুধবার রাতে হযরত ‘আইশাহ রদ্বিঃ-এর আবাসস্থলে দাফন সম্পন্ন করা হয়।
শারী’আতের গুরুত্বপূর্ণ বিধান অবতীর্ণ হওয়ার পরিপেক্ষিতে রসূল স্বল্লাল্ল-হু ’আলাইহি ওয়াসাল্লামের নাবাবী ’হায়াত-
==========================================
নবুওয়াতের ১ম বছর পবিত্রতা ও ওয়াদ্বূর (ওযু) বিধান।
নবুওয়াতের ৫ম বছর ফার্দ্ব্ (ফরয) পাঁচ ওয়াক্ব্ত স্বলাত (নামায)-এর বিধান (অন্য বর্ণনা মতে ৯ম/১০ম/১১তম বছর)
হিজরী ১ম বছর আযান প্রবর্তন (অন্য বর্ণনা মতে ২য় হিজরী) জুমু’আহ্ ও ‘ঈদের স্বলাতের বিধান, জোহ্র,’আস্ব্র্ ও ‘ইশার স্বলাতে দু’ রকা’আত বৃদ্ধিকরণ।
হিজরী ২য় বছর ক্বিব্লাহ্র পরিবর্তন(বাইতুল্ মাক্বদিস্ থেকে কা’বার দিকে), জিহাদের বিধান, স্বদাক্বতুল্ ফিত্র্ (ফিত্রাহ)ও রমাদ্ব-ন এর স্বওম (রোযা) এর বিধান, ‘আ-শূরায় স্বওম (রোযা) মুস্তা’হাব হওয়ার বিধান।
হিজরী ৩য় বছর মীরাছের বিধান (আত্নিয়তার ভিত্তিতে), মদ ‘হারামের বিধান (অন্য বর্ণনা মতে ৪র্থ/৫ম হিজরী)।
হিজরী ৫ম বছর ’হিজাবের(পর্দা)বিধান, পালক সন্তানের স্ত্রীকে বিবাহ করার বৈধতার বিধান, যিনার(বেবিচার) ‘হদ্দ, ‘হদ্দে কযফ (অপবাদ দেওয়ার প্রেক্ষিতে শান্তি প্রাদান)।
হিজরী ৯ম বছর ‘হাজ্জের(হজ্জ)বিধান, যাকাত ও খিরাজের(ভূমিকর)বিধান, ইলা ও তাখ’য়ীর (স্ত্রীকে তালাকের ইচ্ছাধিকার দেওয়া)বিধান, কাপড় পরিহিত হয়ে ত্বওয়াফের আবশ্যকীয়তার বিধান।
হিজরী ১০ বছর মীরাছ প্রাপ্তিতে কালালা (পিতৃহীন ও নিঃসন্তান)-এর অধিকার প্রদান।
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন