বাংলাদেশ কি ভারতকে পাশে না পেলে এক পা এগোতে পারবে???

লিখেছেন লিখেছেন সদাচারী ২৫ জানুয়ারি, ২০১৪, ০১:০৮:১১ রাত

আজকে এক বেজন্মার ব্লগ পরে আর নিজেকে নিয়ন্ত্রন করতে পারলাম না। তার ব্লগের শিরোনাম ছিল:

বাংলাদেশ কি ভারতকে পাশে না পেলে এক পা এগোতে পারবে?Click this link

তারপর ঐ ৭১ কে টেনে এনে তাদের বর্তমান কর্মকান্ড জাস্টিফাই করার চেষ্টা....

ভারত কি বাংলাদেশের স্বাধীনতায় সাহায্য করেছে??? না, তারা নিজেরাই নিজেদের সাহায্য করেছে; পাকিস্তানের দুই প্রান্ত থেকে উপর্যপুরী চোদন থেকে নিজেদের রক্ষা করতে। "একটু বেশী করা হয়ে গেলো নাকি??" তাদের ১ হাজার মরছে, পশ্চিমে আরো ১০ হাজার সৈন্যে পাছার চামরা বাচাইতে, আমাদের সাহায্য করতে নয়, বাংলাদেশ কি তাদের বাপ না দুলাভাইয়ের দেশ আছিল যে বিনা স্বার্থে জীবন দিতে আসবে? আমাদের স্বাধীনতা আর তাদের চিরশত্রু পাকিস্তানকে একহাত দেখে নেয়ার সুযোগ coincide করেছে তাই তাদের ঐ অবস্থান ছিল।এটা আমাদের নেহায়েত ভদ্রতা যে একটা Total Give & Take ব্যাপারকে আমরা আজও স্বীকার করে কৃতঞ্ঝতা প্রকাশ করি। আর আমরা অতি ভদ্র জাতি বিনয় দেখাতে যেয়ে নিজেদের খুব বেশী ছোট করে ফেলি, আমরা ভুলে গেছি There is nothing called permanent friendship in foreign policy, it is permanent interest. আর তাদের সাহায্য ছাড়া কি করতে পারবে বাংলাদেশ? দোয়া করি সেভেন সিস্টার ওয়ালারা আমাদের স্বাধীনতার চেতনা একটু হলেও ধার করুক, তাইলে ছোট মরিচের কতো ঝাল সংগা সহকারে শিখায় দিবো।আর হ্যা, আমি যদি কোনো একদিন আপনার মাকে বিপদ থেকে সাহায্য করি; আপনার মা বুঝি আমার রক্ষিতা হয়ে যাবে???

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

166995
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশের জনগণ কাউকে প্রভু মনে করে না , বেজন্মার ব্লগ ভারতের দালালি করার জন্য তৈরী হয়েছে।
আপনাকে অনেক ধন্যবাদ দেশপ্রেমের দারুন রূপ দেখিয়েছেন লিখাটি পোস্ট করে। Rose Rose Rose
167058
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৪
শেখের পোলা লিখেছেন : যারা ভারতের দালালী করে তাদের শরীরে এখনও পুানো রক্ত রয়েছে৷
167148
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
হতভাগা লিখেছেন : যে এটা পোস্ট করছে সে রিভার্স খেলতেছে ,বোঝাই যায় ।

ভারত না , বাংলাদেশকে পাশে না পেলে ভারত টুকরো টুকরো হয়ে যেত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File