একটি মেয়ের খুশির মাতামের দিনগুলি----------
লিখেছেন লিখেছেন শর্থহীন ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৩৭:৫৫ বিকাল
একটা মেয়ে সব থেকে খুশী কখন হয়, .........
প্রথমতঃ যখন তার বাবা তাকে বলে আমার মা টা বড় হয়ে গেল, আমার মা চোখে কাজল পড়লে সুন্দর লাগে, শাড়ীতে আমার মা কে অনেক মানিয়েছে, কোন কিছুতে অনেক সুন্দর করে প্রশংসা করে, তখন সে ভাবে জীবনটা বুঝি এমনই সুন্দর, এমনই ভালোবাসায় ভরা। সে তখন স্বপ্নে নিজেকে সুন্দর আর সুখী দেখতে খুব ভালোবাসে আর খুশী হয়..........................................।।
দ্বিতীয়তঃ যখন সে তার নতুন জীবনে আসে আর সে জীবন যদি তার ফেলে আসা দিন গুলোর মত হয় ভালোবাসায় ভরা, তার স্বপ্নের মত হয়, তার জীবন সাথী যদি তাকে সঠিকভাবে মুল্যায়ন করে, সঠিক সন্মান দেয়, ভালোবাসা দেয়। আসলে ভালোবাসা কিন্ত খুব কঠিন নয়, সামান্য trust, care, sacrifies (অবশ্যই দ'জনেরই)..................................................................।।
তৃতীয়ত এবং সবথেকে শ্রেষ্ঠ যা সে হচ্ছে...... যখন তার ভালোবাসা, বিশ্বাস পরিপূণতা লাভ করে আর তার কারণে সে তার জীবনের সবথেকে শ্রেষ্ঠ পাওয়াটা পায়, সে মা হতে যায়, এ সময় সে নিজেকে ভাগ্যবতী মনে করে, সবথেকে সুখী মনে করে।আর এসময় একটা মেয়েকে সবথেকে মায়াবী, শুভ্র, সুন্দর, পবিত্র লাগে........................................................................।।
আর এই "মা" হবার ৯ মাস একটা মেয়ের সব থেকে খুশীর সময়, এ সময় সে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মনে করে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়া যে "মা" হওয়া "মাতৃত্ব" আর শ্রেষ্ঠ ডাক যে "মা"
বিষয়: বিবিধ
১৯৯৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লেখা ধন্যবাদ ভাইয়া/আপু ।
ইশশশ এতো সুন্দর রান্না [হয়তো রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলেছে]
মন্তব্য করতে লগইন করুন