আমার এই সোনার বাংলার এই বেহাল অবস্তা কেন ??
লিখেছেন লিখেছেন শর্থহীন ১১ জানুয়ারি, ২০১৪, ০৪:৪১:২০ বিকাল
অদ্ভুত একটা জাতি আছে বিশ্বে! তারা নিজ সন্তানের জন্য মাস্টার খুঁজতে গেলে যাচাই করে টিচার ইঞ্জিনিয়ারিং,মেডিকেল নাকি ভার্সিটির? সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষিত,যত্নবান খোঁজে। ... কিন্তু রাষ্ট্রের প্রতিনিধি নির্বাচনে নির্বাচিত করে অজ্ঞ ব্যবসায়ী,ধূর্ত কোটিপতিদের। নিজ মেয়ের জন্য পাত্র খুঁজতে গেলেও যাচাই করে- ডাক্তার, বুয়েট পাস, ব্যাংকার, সিএ নাকি বিসিএস ক্যাডার; চরিত্র কেমন? দায়িত্ববান কেমন? ... কিন্তু যে লোকটির হাতে পাঁচ বছরের তার শিক্ষা,চাকরি,বাজেট,বরাদ্ধের দায়ভার দেবে তাকে নির্বাচিত করে কেবল মার্কা দেখে! বাসার দারোয়ান রাখতে গেলেও খুঁজে সৎ,নির্ভরযোগ্য কিনা! বুয়া রাখতে গেলে খুঁজে দক্ষ, কর্মঠ কিনা! ... কিন্তু গোটা দেশরক্ষার দায়িত্ব দেয় অসৎ,দুর্নীতিবাজ,লুটপাটকারীদের কে! বিশ্বের এই অষ্টম আশ্চর্য জাতির নাম বাঙালি জাতি!! আমি আপনি তারই একজন প্রতিনিধি। তবে স্বপ্ন দেখা থামেনি। ছাইচাপা আগুনকে আন্ডারএস্টিমেট করা ঠিক হবেনা....
বিষয়: বিবিধ
১৬০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে মতামতের জন্য--
মন্তব্য করতে লগইন করুন