সেকাল বনাম একাল

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৬ মার্চ, ২০১৭, ০৬:০০:৪৩ সন্ধ্যা



◆ আগে বন্ধুরে দোস্ত বা বন্ধু কইয়া ডাকতো ।

-- আর এখন ডাকে মামা ।

.

◆ আগে ১ টাকা ভাংতি

থাকলে চকলেট খাইতো ।

-- আর এখন ১ টাকা ভাংতি না

থাকলে চকলেট খাইতে হয় ।

.

◆ আগে পুলাপাইনদের রাতে

ঘুমানো নির্ধারণ হইতো ঘড়ির

কাঁটার উপর।

-- আর এখন নির্ধারণ হয়

মোবাইলের চার্জের উপর ।

.

◆ আগে মাইয়্যারা নিজেদের

বিয়ার কথা শুনিলে খাওয়া

দাওয়া ছাইড়া দিতো।

-- আর এখন বিয়ার কথা

শুনিলে কেনাকাটা নিয়ে

ব্যস্ত হইয়া যায় ।

.

◆ আগে মাইয়্যারা বিয়ের

দিন কাঁদতে কাঁদতে চোখ ফুলাইয়া ফেলাইতো।

-- আর এখন কাঁদে না,যদি

মুখের আটা - ময়দা গুলা নষ্ট

হইয়া যায়

.

◆ আগে প্রশ্ন ফাঁস হইলে

পরীক্ষা বাতিল করা হইতো ।

-- আর এখন প্রশ্ন ফাঁস

হইলে ফেসবুক বন্ধ করা হয় ।

আল্লায় জানে আরও কত কি দেখতে

হবে!!!!

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382156
০৮ মার্চ ২০১৭ বিকাল ০৪:৩৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনেক মজা পেলাম ভায়া অনেক মজা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File