একটি শিক্ষনীয় গল্প My wish!

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:২৪:২২ রাত

"আমার স্ত্রী প্রাইমারি স্কুলের টিচার। রাতে ডিনারের শেষে

আমার স্ত্রী ক্লাস ওয়ানের পরীক্ষার খাতা দেখছিলো। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ

দুটো ছলছল করে করে উঠেছে।

আমি কাছেই বসে স্মার্টফোনে ফেসবুকিং করছিলাম।

দেখি আমার স্ত্রী চোখের পানি মুছছে।

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে!

কাঁদছো কেনো!!

আমার মিসেস বললো.. ক্লাস ওয়ানের

পরীক্ষায়

একটি রচনা এসেছে।

"My wish"(আমার ইচ্ছে)

--তো এতে কাঁদার কি হলো!!

--সব খাতা গুলো দেখলাম।

সবাই ভালো লিখেছে।

--তো......???

--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না।

চোখ দুটো জলে ভরে উঠলো।

--আচ্ছা বলো দেখি কি লিখেছে ওই বেবি।

মিসেস রচনা পড়তে শুরু করলো.....

"আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।

আমার বাবা মা স্মার্টফোন খুব

ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।

যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।

ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে

ফোন ধরে।

কিন্তু আমি কান্না করলেও মা আমার কাছে আসে না ।

আমার বাবা স্মার্টফোনে গেম খেলে।

কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায়

একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা

আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।

মা কে গিয়ে বলি, মা মা চলো না আমারসাথে একটু খেলবে।

কিন্তু আমার মা আমার উপর

রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না! আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি!

আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে

যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় ঠিকমতো আদর যত্ন করে না।

আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে পাপ্পি দেয়।

কিন্তু আমায় একদিনও পাপ্পি দেয়নি ।

আমার বাবা মাথার কাছে স্মার্টফোন

নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায়

না।

আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ

দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার

দিতে ভুলে যায় ।

কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।

তাই আমি স্মার্টফোন হবো।

আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।

স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস

করলাম..

--কে লিখেছে এই রচনাটি....???

--কে আবার! আমাদের একমাত্র সন্তান ।

আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষন।

অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে

বিষয়: বিবিধ

১৭৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380710
১৫ ডিসেম্বর ২০১৬ দুপুর ১২:২২
দ্য স্লেভ লিখেছেন : অনেক ভালো লাগল। এরকমই হচ্ছে এখন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File