এরাই সমাজের রিয়েল হিরো
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ২৩ জুলাই, ২০১৬, ১১:৪৬:২৩ রাত
ছাত্রটি আমার খুবই পরিচিত।
হাফেজে কুরআন।
তিলাওয়াত খুব চমৎকার।
হৃদয়গ্রাহী।
বিশেষ কারনবশত নাম বলবো
না।
সে জামিয়া মাদানিয়া
যাত্রাবাড়ী কওমী
মাদরাসায় দাওরায়ে
হাদিস (মাওলানা ক্লাসে) ভর্তি হয়েছে।
মধ্যবিত্ত পরিবারের সন্তান।
কিতাবাদি কেনার টাকা জোগাড়
করতে কিছুদিন ধরে
যাত্রাবাড়ী কলা ইত্যাদি বিক্রি
করছে। ফোনে যোগাযোগ করে গত
শুক্রবার সকালে তার সাথে দেখা
করতে যাত্রাবাড়ী গেলাম।
দেখলাম রোদে পুড়ে চেহারা
অনেক শুকিয়ে গেছে।
সালাম বিনিময়ের পর
বললাম।
- কিরে! আজ তো শুক্রবার,
আজও যাবি নাকি?
- হ যামু। কিতাব কিনতে
অনেক টাকার দরকার।
-তাইলে চল আমিও যাই।
তোর ব্যবসাটা আজ নিজ
চোখে দেখব।
একটু মুচকি হািস দিয়ে সে
বলল, আচ্ছা চল যাই। কেউ যেন না জানে। দুজন হাটতে হাটতে
গেলাম যাত্রাবাড়ী পাইকারি কাঁচা মালের আড়তে।
আমি পরামর্শ দিলাম,
একজায়গায় কাঁচা মাল বিক্রি করলে
পোষাবেনা।
তার চে একটা ভ্যানগাড়ি ভাড়া ল।
কথামতো বন্ধুকে নিয়ে আধাঘন্টা
ঘুরে অনেক চেষ্টা করলাম,
কিন্তু কেউ ভ্যান ভাড়া দিতে চায়না।
একেতো অপরিচিত।
তার উপর আবার চুরির ভয়ে
দিতে রাজি হয়না কেউ।
এক ভ্যানগাড়ির মালিক
বললো -বাবা, কিছুদিন
আগে একজনরে ভ্যান ভাড়া
দিছিলাম, কিন্তু সে
আমার ভ্যানগাড়ি লইয়া ভাগছে...
কি আর করা!
বন্ধুকে বললাম, পুরাতন
দেখে একটা ভ্যানগাড়ি
কিনে ফ্যাল। শুধু শুক্রবার
কাজ করবি। লাগলে আমি
কিছু হেল্প করবো।' আচ্ছা
পরে দেখা যাবে' বলে
বন্ধু আমার পাইকারি দরে
একটা টুকরি ভরে কলা
কিনলো। আমার কাছ থেকে
বিদায় নিয়ে মাথায় করে
বিক্রি করতে চলে গেলো।
আমি কিছুক্ষন তার পথপানে
চেয়ে রইলাম। আর
মনে মনে ভাবলাম, এরাই
হয়ত সমাজের রিয়েল
হিরো। যারা কারও কাছে
হাত পাতা পছন্দ করে না।
বরং কঠোর পরিশ্রম করে
জরুরত পুরা করে। হয়ত এরকম
জানা অজানা অনেক
কওমী মাদরাসার ছাত্র
ভাই আছেন, যারা জীবন
যুদ্ধে হার না মেনে কঠোর
পরিশ্রম করে পড়াশোনার
খরচ চালায়।
এরাই হল সমাজের রিয়েল
হিরো।
এদের প্রতি হৃদয়ের গভীর থেকে জানাই হাজার সালাম।
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন