লড়াইটা করবেন কার বিরুদ্ধে? -ড.তুহিন মালিক

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৫ জুলাই, ২০১৬, ০৬:৩৭:৫৬ সন্ধ্যা

এতদিন আপনারা জঙ্গি খুঁজেছেন মসজিদ-মাদরাসায়।

কোরআনের মাহফিল বন্ধ করে রেখেছেন ১৪৪ ধারা দিয়ে। পাঠ্যপুস্তক থেকে ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে নৈতিকতা বিমুখ শিক্ষা ব্যবস্থা চালু করলেন।

কোরআন হাদিসকে জিহাদী পুস্তক বলে মানুষের কাছ থেকে দুরে সরিয়ে রাখলেন।

জঙ্গি বলে আঠারো হাজার নিরাপরাধকে জেলে ঢুকিয়ে দিয়ে নিজেদের আস্তিনের নীচেই সাপকে পুঁষে রাখলেন।

আর এতে আপনাদের সন্তানরাই আল্লাহকে খুঁজে পাবার সব রাস্তা বন্ধ পেয়ে আইএসকে খুঁজে পেলো !!

আপনারা নিরীহ মাদরাসার ছাত্রদেরকে জঙ্গি বললেন; অথচ নিজেদের সন্তানের বেলায় বললেন ব্রেন ওয়াশ!

আপনারা তো জঙ্গি নন; জঙ্গির জন্মদাতা ।

এখন এলিটদের সন্তানরাই যদি জঙ্গি হয়ে যায়, তাহলে লড়াইটা করবেন কার বিরুদ্ধে ?

বিষয়: রাজনীতি

১৩৩৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374021
০৫ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
শেখের পোলা লিখেছেন : মূলতঃ ওদের লড়াই আল্লাহর বিরুদ্ধে, যা করেছিল নমরূদ শাদ্দাদ ফেরাউন। অবশেষে তাদের মতই বদলা পাবে। কারণ আল্লাহকে পরাস্থ করা মানুষের সাধ্যের অতীত।
০৬ জুলাই ২০১৬ রাত ০৪:৪৪
310371
সত্যের বিজয় লিখেছেন : আপনি ঠিকই বলেছেন। ধন্যবাদ
374022
০৫ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
হতভাগা লিখেছেন : স্কলাস্টিকা , এনএসইউ , ব্র‍্যাক ইউনি - এগুলোতে তো নিশ্চয়ই ক্বুরআন পড়ানো হয় না , তাহলে এখানে পড়ুয়া পোলাপানরাই কেন এখন জঙ্গী হিসেবে আত্মপ্রকাশ করছে ? এদের বাবাদের তো টাকার অভাব ছিল না ? নাকি বাবা মায়েরই কোন কন্ট্রোল ছিল না সন্তানদের উপর ?

খায়রুলের বাবা মাকে আটকে রাখা হল , তাহলে ইমতিয়াজ সাহেবের কি হবে ?

কোন ঘটনা ঘটিবামাত্র মাদ্রাসার ছাত্র তথা ইসলামী শিক্ষাকে দায়ী করলে ঐশী , নিব্রাসদের আমরা খেয়াল করতে পারবো না।
০৫ জুলাই ২০১৬ রাত ০৮:৩২
310351
আসমানি লিখেছেন : কথায় আছে না,
গরীবের বউ সকলের ভাবী।
০৬ জুলাই ২০১৬ রাত ০৪:৪৬
310372
সত্যের বিজয় লিখেছেন : এর খেসারত এখন দিতে হচ্ছে তাদের। তবুও যদি এট্টু হুশ হয়! ধন্যবাদ আপনাকে।
374027
০৫ জুলাই ২০১৬ রাত ০৮:২৯
আসমানি লিখেছেন : যে কোন ঘটনা ঘটিবামাত্র জামাতি ঘটাইছে জামাতি ঘটাইছে, চিল্লাইতে থাকে মুরগী যোদ্ধা সহ তার ঐ গোষ্ঠীটা।
ফাঁকে ঐ আসল নিব্রাস, ঐশী, সমীহ রা আইনের হাত থেকে বেঁচে যায়।
০৬ জুলাই ২০১৬ রাত ০৪:৪৭
310373
সত্যের বিজয় লিখেছেন : দোষারোপের রাজনীতির খেসারত এখন জাতিকে দিতে হচ্ছে।
374032
০৫ জুলাই ২০১৬ রাত ১১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তারা তো তাই চায়। সব কিছু ধ্বংস হোক।
০৬ জুলাই ২০১৬ রাত ০৪:৪৮
310374
সত্যের বিজয় লিখেছেন : ওরা নিজেরাই একদিন ধ্বংস হবে।
374074
০৬ জুলাই ২০১৬ সকাল ০৫:৩৯
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
মুরগী শাহরিয়ার এর মতন ই তুহিন মালিক প্রতিপক্ষের দিকে আর একটা ঢিল ছুড়লেন এবং যুৎসই জায়গায় লাগালেন। খেলাটা হয়তো এবার জমবে বলে অনেকেই ভাবছেন।

কিন্তু সাদাচোখে দেখলে এটাই পরিষ্কার দেখা যায় যে,
১। আমেরিকান নেতৃত্বাধীন ন্যাটোর ড্রোন এর গোলা উভয় পক্ষের দিকে ধীরলয়ে এগিয়ে আসছে যা মোডারেট, রক্ষনশীল কিংবা আওয়ামী মুসলিমের মধ্যে কোন বাঁচবিচার করবে না।
২। ভারতীয় শিবসেনা ও সৈনিকরা বাংলাদেশী নারীর সম্ভ্রম আর দাড়ি টুপি ওয়ালাদের রক্তে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে - যারা ও নিশ্চয়ই মোডারেট, রক্ষনশীল কিংবা আওয়ামী মুসলিমের মধ্যে কোন বাঁচবিচার করবে না।
৩। তুহিন মালিক, ব্যারিস্টার রাজ্জাকের ন্যায় মোডারেট, রক্ষনশীল এবং আওয়ামী মুসলিমের মধ্যে - যারা পালাবার সামর্থ্য রাখে তারা পালাবার জন্য রেডি থাকবে - কিন্তু অবশিষ্ট বাংলাদেশীদের কপালে রোহিংগা টাইপের কোন সেইফটি জোন ও মাথায় আসবে না।
কনসাসনেস জরুরী এবং সেই কনসাসনেস কোরান ও হাদীস ভিত্তিক হওয়া আরো জরূরি। সস্তা এসব কথা স্যেকুলার নাস্তিক শাহরিয়ার, মুনতাসির কিংবা জাফর দের মানায় - তুহিন মালিকদের মানায় না।
০৬ জুলাই ২০১৬ দুপুর ১২:১৮
310385
সত্যের বিজয় লিখেছেন : যৌক্তিক মন্তব্যের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File