গুলশানের রেস্টুরেন্টে এ্যাটাককারীরা যদি মাদরাসার ছাত্র হতো!
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৩ জুলাই, ২০১৬, ১১:৫৯:১০ রাত
গুলশান ট্রাজেডির জঙ্গীদের নাম ও পরিচয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সকলেই নামী-দামী ভার্সিটি ও ইংলিশ মিডিয়ামের ছাত্র।
কিন্তু এ কারনে ওইসব ভার্সিটি ও ইংলিশ মিডিয়াম বন্ধ করে দেয়ার জিগির তোলে না কেউ।
আমি হলফ্ করে বলতে পারি !
গুলশানের রেস্তোরায় এ্যটাককারীরা যদি কোন মাদ্রাসার ছাত্র হতো, এতোক্ষনে দেশের সব মাদ্রাসা বন্ধ করে দেয়ার তদবির শুরু হয়ে যেত! হয়তো, অনেক মাদ্রাসার প্রধান ফটক সীলগালাও হয়ে যেত। হাজার হাজার আলেমের ঈদ কারাগারের চার দেয়ালে কাটাতে হতো। এতক্ষনে আমাদের দেশের সেরা অভিনেত্রী শেখ হাসিনার চোখে 'জল' এসে যেতো! হাউমাউ করে কেঁদে দিল্লি বাবাদের কাছে যেতেন বা জংগী দমনে সহায়তা চাইতেন।
মন্ত্রী নামক মালাউনগুলো মায়া কান্না শুরু করতো!
শাহবাগে গণজাগারণ মঞ্চের কুকুরগুলো রাস্তায় নেমে ঘেউ ঘেউ শুরু করতো!
মুরগী কবির, জাফর ইকবাল, মতি, আনিসুল নামক চুশিল চুতিয়ারা মিডিয়ায় বসে ঘেউ ঘেউ শুরু করতো!
রাতারাতি ব্যাঙের ছাতার মতো কতোগুলো সংগঠন তৈরি হয়ে যেতো। তাদের দাবি থাকতো 'মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তা প্রমাণিত হবার জন্যে আর কি চাই?
সব মাদ্রাসা বন্ধ করে দেয়া হোক।ব্লা ব্লা ব্লা!
এদের মাঝে এগিয়ে থাকতো 'হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের জানোয়ারগুলো।
ভাগ্যিস! এটাককারীদের কেউ মাদ্রাসার বারান্দাতেও কখনো পা রাখেনি! এদের প্রত্যেকজনই কলেজেপড়ুয়া ধনীর দুলাল! কেউ কেউ আবার আওয়ামি লীগ সন্তান!!
তা-ই আমরা বলি কি,
"মাদ্রাসায় ওরাসাতুল আম্বিয়া তৈরি হয়, সন্ত্রাসী নয়"
সন্ত্রাসী কোথায় তৈরী হয় তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গুলশান ট্রাজেডি!.....
এত্তোকিছুর পরও কয়েকদিন পর দেখবেন পাবনা ফেরত কিছু বুদ্ধিপ্রতিবন্ধী মন্ত্রীরা ঠিকই মিডিয়ায় সামনে এসে বলবে "কওমী মাদরাসা জঙ্গী প্রজনন কেন্দ্র"!!
জনকন্ঠ প্রথম আলোতে ঠিকই লালকালির শিরোনাম হবে "মাদরাসায় জঙ্গী প্রশিক্ষণ হয়"। পুলিশ নামক হায়েনাগুলো ঠিকই বাসের চল্লিশজন যাত্রীর মধ্যে কেবল হুজুরের ব্যাগটাই তল্লাশি করবে। এবিসি রেডিওর আরজে কিবরিয়া নামক এ লুচ্চাটা মাদরাসাকে পঁচানোর জন্য ঠিকই কোন ভাড়াটেকে দিয়ে "যাহা বলিব সত্য বলিব" অনুষ্ঠান করাবে।
এই কর্পোরেট দুনিয়ার সব কিছু আগের মত হয়ে যাবে। নির্যাতিত হতে থাকবে বাংলাদেশের সবচেয়ে নিরিহ অসহায় আলেম ওলামারা!!
(মাহমূদ হাসান)
বিষয়: বিবিধ
১২৭৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুতরাং .... আব তেরা কেয়া হোগা কালিয়া
মন্তব্য করতে লগইন করুন