জানতে চাই
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০২ জুলাই, ২০১৬, ০৫:৪৪:১৫ সকাল
মনে আছে কথিত বিডিআর বিদ্রোহের সময়ও লাইভ টিভি সম্প্রসার বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সাথে আশেপাশে দুই কিলোমিটার পর্যন্ত মানুষ শূন্য করে দেয়া হয়েছিল এবং বন্ধ করে দেয়া হয়েছিল বিদ্যুৎ সংযোগও। এবারও কিন্তু তেমন কিছু হচ্ছে। সবকিছু ঠিকঠাকভাবে লাইভ চলছিল, হঠাৎ করে কোথা থেকে এসে বেনজির হাসিমুখে বলল, লাইভ না করতে। এখন প্রশ্ন হচ্ছে-
.
* বেনজির প্রেস ব্রিফিং এর সময় হাসিমুখ কেন?
* লাইভ হলে তো ওদের নাটক ফাঁস হয়ে যাবে, এই জন্য?
* ভারতীয় টিভি চ্যানেল NDTV জানাল দুইজন বিদেশী মারা গেছে।
* সবার আগে নিহতের নিউজ NDTV পেল কিভাবে?
* বিডিআর বিদ্রোহের সময়ও মেজর জেনারেল শাকিলের নিহতের নিউজটা সবার আগে ভারতের টিভি চ্যানেলই দিয়েছে।
.
আরেকটা কথা, বিডিআর বিদ্রোহের সময়ও আর্মিকে নামতে দেওয়া হয়নি, এবারও কিন্তু দেয়া হচ্ছে না। প্রশ্ন হচ্ছে কেন? আর্মি কি তাহলে শান্তি মিশনে ভাড়াখাটার জন্য??? নাকি দেশে ব্যবসা বাণিজ্য করের জন্য??
আরেকটি কথা,
বাংলাদেশে স্পেশাল ফোর্সের কি ঠেকা পড়েছে??
ইন্ডিয়া থেকে কেন ফোর্স আনতে হবে ?
অথচ বিশ্ব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি ফোর্সেরাই সুখ্যাতিপ্রাপ্ত! সুনাম অর্জনকারী।
মানে কি? কিচ্ছু তো বুঝিনা?
নাটকের মঞ্চায়ন কোন দিকে মোড় নিচ্ছে।
একটু পর মন্ত্রী মশাইগণ মুখস্থ বলে দিবেন, এটা নির্দিষ্ট গোষ্ঠীর কাজ।
হে! আল্লাহ! সবুজঘেরা! পীর আউলিয়ার পূণ্যভূমিকে শকুনের নগ্ন থাবা থেকে রক্ষা কর।
বিষয়: রাজনীতি
১২৯৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ট্রেইলারের এই মুহূর্তে দেখতে পাচ্ছি - সেনা ও নৌ বাহিনীর সদস্যরা কমান্ডো অপারেশন চালাতে প্রস্তুত । ভাল খবর ।
এটার ইমপ্যাক্ট কিন্তু বিডিআরের খবরের চেয়েও বেশী পশ্চিমাদের কাছে , কারণ বিডিআরের ঘটনায় কোন বিদেশীর হতাহতের খবর পাওয়া যায় নি ।
আর বিভিন্ন টিভি চ্যানেল বলছে যে এই জিন্মি ঘটনা নাকি বাংলাদেশের জন্য প্রথম ঘটনা ? পুলিশ বাহিনীর এরকম সিচুয়েশনে এই প্রথম পড়তে হয়েছে !তারা কি বেমালুম ভুলে গেছে বিডিআরের পিলখানার ঘটনা ?
সে সময়ে পুলিশ কিছুই করতে পারে নি , বাবুল-মিতু কেসেও ওরা ধানাই পানাই করছে । পুলিশদের কৃতিত্ব খালেদা জিয়ার বাড়ির সামনে বালির ট্রাক ফেলে ব্যারিকেড দেওয়া আর নিরীহ মানুষদের গ্রেফতার করে টাকা কামানো ।
সবচেয়ে বেশী নিরাপত্তা বিশিষ্ট এলাকাতেই ঘটনা ঘটলো ।
চার লেন উদ্বোধনীতে হাসুবুকে খুব একটা দৃপ্ত মুখে দেখতে পেলাম না পরিস্থিতি ব্রিফ করার সময় ।
মন্তব্য করতে লগইন করুন