হুজুরের প্রতি মহব্বত!!

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ২৮ জুন, ২০১৬, ১১:৫৬:২৯ রাত

জনৈক ব্যক্তির আগমন।

--হুজুর! আপনারে খুব মহব্বত করি হুজুর! একটু দুআ কইরেন।

--জী আচ্ছা! তা কিসের জন্য দুআ?

--হুজুর! আমি এইবার মান্নত করছি, আমার ছুড মাইয়াডারে আলেম মওলানার কাছে বিয়া দিমু।

--আচ্ছা! বেশ ভাল মান্নত আপনার! তা আপনার বড় মেয়েতো শুনেছিলাম অনেক সুন্দর ছিলো। তাকে কার কাছে বিয়ে দিয়েছেন?

--আর কইয়েন না হুজুর! বড় মাইয়াডারে এক বড়লোক মাস্টর দেইখা বিয়া দিছি। কিন্তু হে আমার মাইয়াডারে অনেক কষ্ট দেয়। যৌতুক চাইছে, দিছি।

নমায রোযাডাও ঠিকমতো পালন করেনা।

-- হুম! তা আপনার ছোড মেয়ে দেখতে কেমন?

--মাইয়া আমার এট্টু কালা। তাতে কী হইছে হুজুর!

কাবা শরীফ কালা, কুরআনের অক্ষর কালা, মাতার চুল কালা, কালাই ভালা।

নদীর পানি ঘোলাও ভালা কালা কি খারাপ হুজুর?

--নাহ্! তা খারাপ হবে কেন?

খারাপ হইল আপনাদের মন মানষিকতা।

-- এইডা আপনে কী কন?

--মেয়ে সুন্দর হইলে আপনারা বড়লোক দেইখা বিয়া দেন,ছেলে দ্বীনের উপর চলে কিনা, হক হালাল পথে কামাই করে কিনা সেসবের খবর লন না।তখন আর হুজুরের কথা মনে থাকেনা। কারন, আপনাদের চোখে হুজুরেরা গরীব! বিয়ার পরে মাইয়ারে সুখে রাখতে পারবে কিনা সেটা নিয়ে আগাম টেনশন ফিল করেন।

আর যেই মেয়েটা কালো,বড়লোকেরা বিয়ে করতে চায়না। ভাল দামে

বেচা যায় না, সেই মেয়েকে মান্নত করেন হুজুরের কাছে বিয়ে দিবেন!

আজিব আপনাদের মুআমালা!

অদ্ভুত আপনাদের মান্নত!

--(আমতা আমতা করে)

আমার এট্টু কাম আছে আমি অহন যাই......

লোকটির প্রস্হান।

সম্মানিত পাঠক!

কিছু ব্যতিক্রম হলেও অনেক ক্ষেত্রেই হুজুরদের প্রতি কিছু পাবলিকের মহব্বত এমনই।

বিয়ের দাওয়াত ইমাম সাহেবে না পাইলেও মরা দাওয়াতের খানা মানে ইসালে সাওয়াবের নামে বিদআতী অনুষ্ঠানের খানা ইমাম সাহেব ছাড়া উদ্বোধন হয়না।

দিনাজপুর বাড়ি, ওমর ফারুক নামে আমার এক দ্বীনী ভাই আছেন। উনি হাফেজে কুরআন।

আলেম। বর্তমানে এক মসজিদের ইমাম। পাশাপাশি টুকটাক ব্যবসা আছে। গতকাল ফোনে তাকে তার বিয়ের ব্যপারে জানতে চাইলে আমাকে বলেন... ভাই! একটা মাদরাসা পড়ুয়া দ্বীনদার প্লাস একটু সুন্দরী একটি মেয়ের অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দিছিলাম। তারা প্রথমে বিয়ে দিতে রাজি হলেও শুধু আমরা একটু গরীব,

এই একটা অযুহাতে রাজি হয়নাই।

তারা আমাদের থেকে একটু ধনী। তাদের বড়লোক জামাই চাই।

আবার অনেক মেয়ের বাপ আগে আলেম ইলম আমল না দেখে, আগে হিসেব করে কয়টাকা ইনকাম করে!

মনমত না হলে ডিনাই।

তাই সবশেষে তাদের একটা কথা কইতাম চাই...

খোজ নিয়া দেখেন,

হুজুরেগো বউ খুবছুরাত হয় ভাই।

বিষয়: বিবিধ

১৪৫৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373445
২৯ জুন ২০১৬ রাত ১২:০৬
ক্রুসেড বিজেতা লিখেছেন : ভালো লাগল,, ধন্যবাদ ।
২৯ জুন ২০১৬ রাত ১২:১৫
309991
সত্যের বিজয় লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
373446
২৯ জুন ২০১৬ রাত ১২:১৫
নাবিক লিখেছেন :
খোজ নিয়া দেখেন,
হুজুরেগো বউ খুবছুরাত হয় ভাই।
এইটা তো সত্য কথা, জীবনে যতোগুলা হুজুরগো বউ দেখার সুযোগ পাইছি সবগুলাই খুবছুরাত আছিল, বদছুরাত ১টাও দেখি নাই।
২৯ জুন ২০১৬ রাত ০১:১০
309992
সত্যের বিজয় লিখেছেন : হেহেহে! এই কতাডা ক্যান ওই মাইয়ার বাপেরা বুঝেনা!!
ধন্যবাদ আপনাকে Love Struck
373461
২৯ জুন ২০১৬ রাত ০৩:১৮
দ্য স্লেভ লিখেছেন : যে দিনকাল পড়েছে বেশী বেশী হুজুর খুজবে,অনেক ধনীর পুত্র নেশাখোর।
২৯ জুন ২০১৬ সকাল ০৭:৩৯
310001
হতভাগা লিখেছেন : হুজুর পাত্র পেলেও মনটা আনচান করবে ধনী নেশাখোর পাত্রের লকারের জন্য
২৯ জুন ২০১৬ বিকাল ০৪:৪০
310014
সত্যের বিজয় লিখেছেন : আগে অনেকেই বুঝতে চায়না।উষ্টা খাওয়ার পর বুঝে
০২ জুলাই ২০১৬ সকাল ০৫:৪৫
310166
সত্যের বিজয় লিখেছেন : জী।ঠিক বলেছেন।ধন্যবাদ
373464
২৯ জুন ২০১৬ রাত ০৩:৫৯
কুয়েত থেকে লিখেছেন : আল্লাহ বলেছেন ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ তবে সকলেই চায় তার মেয়েটা ভালো ছেলেকে দিতে। ধন্যবাদ
২৯ জুন ২০১৬ বিকাল ০৪:৪১
310015
সত্যের বিজয় লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
373472
২৯ জুন ২০১৬ সকাল ০৭:৪৬
হতভাগা লিখেছেন : মেয়ে তথা মেয়ের অভিভাবক চায় তাদের মেয়ে অস্থির লাক্সারীতে থাকবে বিয়ের পর , তাই তারা সেরকম ক্যাপাবিলিটিওয়ালা জামাইয়ের খোঁজ (দ্যা সার্চ) করে।

ছেলে তথা তার অভিভাবকেরা চায় তাদের ছেলের বউ হবে ঐশ্বরিয়া+সানি লিওনির অস্থির এক কম্বিনেশন । এটা খুঁজতে তারা সারা দেশ চষে ফেলে ।

মেয়েরা চায় লাক্সারী আর ছেলেরা চায় শারিরীক সৌন্দর্য - কঠিন হলেও সত্য যে এখানে ধর্মকে খুব একটা ফলো করা হয় না , হলেও সেটা মুখোশ হিসেবে ব্যবহার করা হয় । বিয়ের দিন কয়েক পর ধর্মের মুখোশ আপনাআপনিই সরে যায়।
২৯ জুন ২০১৬ বিকাল ০৪:৪২
310016
সত্যের বিজয় লিখেছেন : অনেকটাই বাস্তব! ধন্যবাদ
373614
৩০ জুন ২০১৬ দুপুর ০২:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : একটি এলান
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File