উদোর পিন্ডি বুধোর ঘাড়ে!

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১১ জুন, ২০১৬, ০৫:০৮:৫৭ সকাল

হত্যা করলো তিনজন মিলে। গ্রেফতার হলো ১০০০! তাও সাতদিনের আল্টিমেটামের প্রথম দিনে! মাননীয় স্পীকার আমি কি একটা গপ্প শুনাতে পারি?!

.

হ্যাঁ জয়যুক্ত হয়েছে! হ্যাঁ জয়যুক্ত হয়েছে!! হ্যাঁ জয়যুক্ত হয়েছে!!! অভাগা বাঙালী, আপনি শুনাতে পারেন!

.

তাহলে শুনেন! আমেরিকা, ভারত আর বাংলাদেশ। এই তিন দেশের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। কোন দল কত অল্প সময়ে আসামী ধরতে পারে!

.

সুন্দরবনে একটা ছাগল ছেড়ে দেওয়া হলো। এই ছাগল যে দল যত অল্প সময়ে উদ্ধার করতে পারবে। তাদের বিজয়ী ঘোষণা করা হবে!

.

প্রথমে আমেরিকার পালা। তারা বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার আধা ঘন্টা যেতে না যেতেই ছাগলটাকে ধরে ফেললো!

.

এবার ভারতের পালা। তারাও আধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করে দুই ঘন্টার মধ্যে ছাগলটাকে বের করে ফেললো!

.

সবশেষে বাংলাদেশের পালা। তাদের তেমন কিছুই নেই। একাত্তরে পাওয়া রংচটা কিছু রাইফেল পিঠে ঝুলিয়ে নিল। হাউজবিল্ডিং থেকে একটা লেগুনা ভাড়া করে রেখেছিলো! এই যৎসামান্য সম্বল মোর কম্বলখানি নিয়ে তারা ছাগল খুঁজতে বের হলো!

.

একদিন হয়ে গেলো, দুদিন গেলো। তাদের কোন খোঁজ নেই। সাতদিন হয়ে গেলেও তারা বেপাত্তা। সবাই তো খুব চিন্তিত। ধৈর্য ফুড়িয়ে গেলে অন্যান্য দল বাংলাদেশ পুলিশদের খুঁজতে সুন্দরবনে ঢুকলো। খুঁজতে গিয়ে দেখে, তারা একটা ভেড়াকে আচ্ছামত পিটাচ্ছে, আর চেঁচাচ্ছে, স্বীকার কর, তুই ছাগল! স্বীকার কর!!

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371669
১১ জুন ২০১৬ সকাল ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : এ্যারেষ্ট এবং রিমাণ্ড। স্বীকার না করে উপায় আছে? দারুন গল্প।
১৫ জুন ২০১৬ বিকাল ০৫:০২
308835
সত্যের বিজয় লিখেছেন : ধন্যবাদ ভাইয়া
371675
১১ জুন ২০১৬ সকাল ০৯:৫৪
হতভাগা লিখেছেন : এই গ্রেফতার করা এক হাজারজনই বাবুলের স্ত্রীকে রাস্তায় জ্যাম বাঁধিয়ে মেরেছিল !!

আমাদের পুলিশ ৪ বছরেও কাউকে ধরতে পারে না , আবার ১ দিনেই ১০০০ জনকে ধরে ফেলে ।

ভাইরে মওকা পেয়েছে তাই .....

এদের মধ্যে সবাইকে যে নির্দোষ পাওয়া যাবে সেটা পুলিশও বোঝে । পুলিশ এটাও জানে যে মান সন্মানের ভয়ে এসব নিরীহ লোকদের ফ্যামিলিরা কোন টু শব্দ না করে পুলিশের ডিমান্ড পূরণ করবে রিমান্ডে নেবার আগেই ।

দিন কয়েক আগে ৫৪ ও ১৬৭ নিয়ে ১৩ বছর ধরে চলা যে মামলার রায় দিয়েছেন হাইকোর্ট সেটা ইমপ্লিমেন্ট/এক্সিকিউট করবে কে ? পুলিশই । যে কাজের জন্যই মূলত পুলিশে ঢোকা সেটা বন্ধ হয়ে গেলে পুলিশে তো আর কাউকেই টানা যাবে না ।

বাংলাদেশ পুলিশ বাহিনী যদি সত্যি সত্যিই নিজেদের দক্ষ করতে চায় তাহলে তাদের নিয়মিত সনি আট এ ক্রাইম পেট্রোল দেখে শিক্ষা নেওয়া উচিত।

আইনের বইতে তো আছেই - দরকার হলে শত অপরাধী বের হয়ে যাক , তবুও যাতে কোন নিরপরাধকে যেন দন্ড পোহাতে না হয় ।

সঠিক প্রক্রিয়ার মাধ্যমে না গিয়ে অন্যভাবে নিয়োগ পাওয়া পুলিশের কাছ থেকে দক্ষতা আশা করা বোকামী।
১৫ জুন ২০১৬ বিকাল ০৫:০৪
308836
সত্যের বিজয় লিখেছেন : সুন্দর ও যথার্থ বলেছেন ভাইয়া।ধন্যবাদ
১৫ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
308843
শেখের পোলা লিখেছেন : আপনার জন্য একগুচ্ছ শুভেচ্ছা।
371713
১১ জুন ২০১৬ বিকাল ০৪:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইটা হইল পুলিশি ঈদ বোনাস!
১৫ জুন ২০১৬ বিকাল ০৫:০৪
308837
সত্যের বিজয় লিখেছেন : আবার জিগায় Happy
371730
১১ জুন ২০১৬ রাত ০৮:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৫ জুন ২০১৬ বিকাল ০৫:০৪
308838
সত্যের বিজয় লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম।শুকরান!
371769
১২ জুন ২০১৬ দুপুর ০১:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি পোস্ট রিলেটেড নয়। রমাদান নিয়ে ব্লগে আয়োজন চলছে। অংশ নিতে পারেন আপনিও। বিস্তারিত জানতে-

Click this link
১৫ জুন ২০১৬ বিকাল ০৫:০৫
308839
সত্যের বিজয় লিখেছেন : শুকরান!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File