একটুখানি ভাবুন!
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩২:০৪ রাত
বাংলাদেশী চিত্রজগতের এক জনপ্রিয় নাম "নায়ক সালমান শাহ"।
৯০ এর দশকে বাংলাদেশে সাড়া জাগানো এক অভিনেতা। খুব অল্প সময়ই এদেশের দ্বীনহীন মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
১৯৯৬ তে আকস্মিকভাবে মৃত্য বরণ করলেন।
যতটুকু মনে পড়ে তার এহেন মৃত্য সেই সময় কেউই মেনে নিতে পারেনি ।
.
ফিল্ম জগতের আরেক পরিচিত নাম।
ওয়াসীমুল বারী "রাজীব"।
দীর্ঘ দিন ভিলেনের চরিত্রে অভিনয় করার মাধ্যমে মানুষকে হারাম বিনোদোন দিয়ে গিয়েছেন। দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর কঙ্কাল আকৃতি ধারণ করে
২০০৪ সালে মৃত্য বরণ করলেন তিনি।
মৃত্যুর পূর্বে তার অবস্থা কতটুকু ভয়াবহ ছিলো
আমার চাইতে আপনাদে অনেকের এটা ভালো জানার কথা।
.
বর্তমান সময়েও ফিল্ম জগতে যে নামটি বহুল পরিচিত। তা হচ্ছে, নায়ক "মান্না"।
উপরের দুজনের তুলোনায় নায়ক মান্নাই চলচিত্র নামক গুনাহেত জগতে বেশি সফল হতে পেরেছিলেন।
২০০৮ সালে তিনিও অস্বাভাবিকভাবে মৃত্য বরণ করলেন। তার মৃত্যতেও সাড়া দেশে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিলো।
______
আসুন কুরআনুল কারীমের একটি আয়াতের তরজমা জেনে নিই,
প্রত্যেক প্রাণকেই মৃত্যস্বাদ আস্বাদন করতে হবে। এবং অবশ্যই কিয়ামতের দিন তোমরা (তোমাদের কৃতকর্মের) বদলাপ্রাপ্ত হবে।
সূরা আল-ইমরান আয়াত, ১৮৫
_______
আপনারা অনেকেই হয়তো চিনবেন।
সম্প্রতি বাংলাদেশ চলচিত্রে যিনি দীর্ঘ দিন কাজ করেছেন। এক সময় তিনি নায়িকাও ছিলেন।
"দিতি"। ইদানিং তাকে নিয়ে নেটে খবর দেখতে পাচ্ছি। দীর্ঘ দিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত।
দেশে-বিদেশ সবজায়গায় চিকিৎসা গ্রহণ করেও সুস্থতার দেখা মিললো না। নয়াদিগন্তের নিউজে দেখলাম তিনি
তার পেটে ধরা ছেলে-মেয়েকেও চিনতে পারছেন না।
সবাই এখন তার মৃত্যুর প্রহর গুনছে।
বিষয়টি কতটুকু কষ্টকর সেটা কিছুটা হলেও আপনারা অনুধাবন করতে পারবেন।
______
তারা তাদের জীবনের মূল্যবান সময়গুলো আল্লাহর নাফরমানীতে কাটিয়ে দিয়েছেন।
মৃত্যুর পর তাদের সাথে কেমন আচরণ করা হয়েছে অথবা হবে, এসম্পর্কে মহান আল্লাহ তা'আলা-ই অধিক অবগত।
.
তাদের প্রত্যেকের দিকে খেয়াল করে দেখুন!
তারাও কিন্তু ভাবতে পারেনি যে,
এভাবেই তাদের জীবনের চাকা থেমে যাবে।
তাদের জীবন যাপন কতটুকু জৌলুসপূর্ণ, বিলাসবহুল ছিলো তা আমরা সবাই জানি।
কিন্তু....এগুলো দুনিয়াতে না তাদের কোনো কাজে এসেছে, আর আখিরাতে আসার তো সম্ভাবনা-ই নেই।
তাহলে কী মূল্য রইলো সারা-যিন্দেগী আল্লাহর নাফরমানীতে কাটিয়ে দেওয়া জীবনের???
______
একটুখানি তো ভাবুন!
আপনাকেও একদিন মৃত্য বরণ করতে হবে।
ক্ষণস্থায়ী এই দুনিয়ায় থাকাকালীন যদি চিরস্থায়ী জান্নাতে নিজের ঠিকানা নিশ্চিত করতে না পারেন, তবে জাহান্নামেই হবে আপনার ঠিকানা।
.
.
#শাবীব_তাশফী
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
যারা তাদের অভিনয় ,
সময় ও টাকা ব্যায় করে দেখে ,
তারা ও কম দোষী নয়
আললাহ
সবাইকে আলোর পথে ফিরে আসার তৌফিক দিন
আমিন
মন্তব্য করতে লগইন করুন