শিরোনামহীন
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৯ এপ্রিল, ২০১৫, ০৩:১৬:৪৬ দুপুর
এক সময় কবিতা লিখতাম।
কবিতার একটা খাতাও ছিলো।
ছিল একটা ডায়েরী। অনেক ইসলামী সংগীত ,হামদ-না'ত ও কবিতা লেখা ছিল। একদিন খাতা ও ডায়েরী চুরি হয়ে গেলো।
তাই রাগ করে কবিতা লেখা ছেড়ে দিয়েছি। বহুদিন পর আজ একটা কবিতা লিখলাম। কেমন হলো জানাবেন। হয়তো আপনাদের উৎসাহ পেলে আবারও লিখা শুরু করতে পারি।
আজকের কবিতাটি অর্থমন্ত্রী আবুল মালকে নিয়ে লেখা।যিনি সম্প্রতি কওমী মাদরাসা নিয়ে বিষোধাগার করেছেন। তাকেই উৎসর্গ করলাম নিচের কয়েকটি লাইনঃ
" ডিজিটালের বাংলাদেশে
আছে কিছু টাল
টালের মাঝে সেরা আবাল
রাবিশ আবুল মাল।
ছাদে তাহার নাই কোন মাল
ভিতরে নাই ঘিলু
হোৎকা পেটে শয়তানীটা
করে কিলুবিলু।
ক্ষমতাটা পাইয়া ব্যাটা
কথা বলে বোগাস
"কওমী মাদরাসা নাকি
টেরিবলি ড্যান্জারাস !!"
গদি থেকে নামাও তারে
পাছায় লাথি দিয়ে।
বাঁশ থেরাপি দিতে দিতে
পাবনাতে যাও নিয়ে।
মাদরাসার শত্রু যারা
হওরে হুঁশিয়ার
কওমী প্রেমিক বীর জনতা
জেগেছে আবার।
দলাদলি ভুলে গিয়ে
হওরে একসাথ
ভেংগে দাও গুড়িয়ে দাও
ওদের কালো হাত।"
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই দুই লাইনে একটু অশালীন ইঙ্গিত রয়েছে, যা পরিহার করলেই ভালো।
হা কবিতাটি অনেক সুন্দর হয়েছে, আপনি আবার লিখতে শুরু করুন, এবং তা প্রকাশ করে আমাদের পড়বার সুযোগ করে দিন। আর হা, আগের লিখাগুলো হারিয়ে যাবার জন্য সমবেদনা জ্ঞাপন করছি।
মন্তব্য করতে লগইন করুন