কার উসিলায় শিন্নী খাইলি মোল্লা চিনলিনা!
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১২ জানুয়ারি, ২০১৫, ০২:১৭:৪৭ দুপুর
সমাজে ভদ্রবেশী কিছু মানুষ আছে যারা হুজুর
দেখলেই বাঁশ
দিতে চেষ্টা করে, হুজুরদের
বিরোধিতা করে।
হুজুরের জামা কাপড় যদি একটু বড়
সাইজের হয় তাহলে বলে "হুজুররাই
কাপড়ের দাম বাড়াইছে"।
জামাটা যদি ছোট হয়
তাহলে বলে "টেডি হুজুর"।
পেট বড় হলে বলে "পরের
খানা খাইতে খাইতে পেটটারে জাহান্নামের
তাগাড়ি বানাইছে"।
পেট ছোট হলে বলে "মাদ্রাসায়
পড়ে লাভ কি? খাইতেও পায়না"।
দাওয়াত
খাইতে গিয়ে যদি বেশী খায়
তাহলে বলে "হুজুররা পরের
খানা পাইলে এরকম বেশীই খায়"।
আবার কম খাইলে বলে "হুজুর, আর কয়
জায়গায় দাওয়াত আছে"?
হুজুর যদি মসজিদ/মাদ্রাসার চাকরির
পাশাপাশি কোন
ব্যাবসা করে তাহলে বলে "দুনিয়াদার
হুজুর"।
আর যদি কিছু
না করে তাহলে বলে "হুজুরদের
তো কোন কাজ নাই,অকর্মা,
খালি বসে বসে পরেরটা খায়"।
হুজুর যদি ইসলামী আইনের কথা বলে,
দ্বীনের জন্য আন্দোলন
করে তাহলে বলে "হুজুর দেখি আবার
রাজনীতি শুরু করে দিয়েছে,তাদের
কাজতো শুধু নামাজ পড়ানো,
বিয়ে পড়ানো"।
আবার কিছু মানুষ বলে "এই
দেশটারে হুজুররাই শেষ করে দিছে"।
আমি তাদের বলি, ওরে মুসলমান!
কুত্তা মরে, বিড়াল মরে,
পশু মরে, জানাযা হয়না।
বাংলার
জমিনে যদি হুজুররা না থাকত
তাহলে তোমার মরনটা কুত্তার মত
জানাজা ছাড়া হইত।
তোর বিয়া পড়াইতেও হুজুর
লাগছে।
তোর বাপ আর মার বিয়ে যদি হুজুর
না পড়াইত, তুই হারামজাদা জারজ
পোলা হইতি।
তোর জন্মের সময় কানে আজান
দিতে হুজুর লাগছে।
তোকে সহিহ ভাবে জন্ম দেওয়ার
ক্ষেত্রেওতো হুজুরের অবদান আছে।
এখন হুজুর পাইলে খোঁচা মারস ক্যারে???
বিষয়: বিবিধ
১২০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের তথাকথিত শিক্ষিত মানুষেরা এই ধরনের কথা বলে আত্মতৃপ্তি লাভ করে।
মন্তব্য করতে লগইন করুন