অবহেলিত এক টাকা

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৯ জুন, ২০১৪, ০২:৩০:২৫ দুপুর

একদিন বিকেলে বাজার করতে গেলাম।মুদি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে একটা একশ টাকার নোট বাড়িয়ে দিলাম।জিনিসপত্রের দাম হয়েছে ৯৯ টাকা মানে আমি এক টাকা পাওনা।দোকানী একটা চকলেট ধরিয়ে দিয়ে বলল,

-এই নিন,এক টাকা খুচরা নাই।

-ক্যান,ভাংতি টাকা রাখতে পারেন না ?

-এক টাকার জন্য আবার ভাংতির ঝামেলা করবো !

কথা না বাড়িয়ে চলে এলাম।মনে মনে ভাবলাম,ভাংতির অজুহাত দেখিয়ে অনেক দোকানদাররা তাদের কাস্টমারদের চকলেট ধরিয়ে দিচ্ছে।অভিনব ব্যবসা !

কিছুদিন পর আবার সেই দোকান থেকেই সদাই কিনে টাকা পরিশোধ করার সময় ইচ্ছে করেই এক টাকা কম দিয়ে একটা চকলেট ধরিয়ে দিলাম।

-কি ব্যাপার ! চকলেট দিলেন ক্যান?টাকা দেন ।

-আরে ভাই ভাংতি নাই।এক টাকার জন্য আবার ভাংতির ঝামেলা করবো?

-না, তা হবে না আমাকে টাকাই দিতে হবে।

-আপনারা কাস্টমারকে ভাংতি না থাকার অজুহাতে চকলেট ধরিয়ে দিতে পারলে আমরা দিতে পারবো না ক্যান ?

দোকানী লা জবাব !

আমি সদাই হাতে কিছুদূর চলে এসে পিছন ফিরে তাকিয়ে দেখি দোকানী আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।...

আরেকদিন...

খাওয়ার জন্য গিয়েছিলাম এক হোটেলে।

সকালের নাস্তাটা সেরেই গেলাম বিল দিতে।১৯টাকা বিল হয়েছে শুনে ২০টাকার একটা নোট দিয়ে দাড়িয়ে রইলাম।

প্রায় মিনিট দুয়েক দাড়িয়ে থাকার পর দোকানদারকে বললাম,

-দিন।

-কি?

-এক টাকা।

এবার লোকটা আমার দিকে এমনভাবে অবাক হয়ে তাকালো,যেন এইমাত্র আমি একটা বিরাট চিড়িয়া।বিরক্তির সুরে বলল,

-নাই এক টাকা।

-তাহলে?

-তাহলে আবার কি?

-আমার এক টাকা ফেরত দেবেন না?

-আরে ভাই এক টাকার জন্য এমন করছেন কেন?বাংলাদেশে এক টাকার কোন দাম নেই।

এর মধ্যে দেখলাম আশেপাশের কিছু মুরুব্বি লোক সেখানে হাজির হয়ে গেছে।তাদের দেখে একটু লজ্জাই পেয়ে গেলাম বটে,এক টাকার জন্য আমি এমন করছি!!

কিন্তু এই মুহুর্তে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই।বললাম,দুই টাকার নোট আছে আপনার কাছে?

-আছে।কিন্তু কেন?

-আগে দিন।হিসাব মিলিয়ে দিচ্ছি।

তারপর লোকটা দুই টাকার একটা নোট আমাকে দিল।আমি টাকাটা নিয়েই বললাম,এখানকার এক টাকা আমার,তাই না?

-হুম

-বাকি এক টাকা আপনার?

-অবশ্যই আমার।

-এখন আপনার এক টাকা আমার।

-কেন কেন?এটা তো আমার টাকা।

-আরে ভাই এক টাকার জন্য এমন করছেন কেন?বাংলাদেশে এক টাকার কোন দাম নেই।

আমার কথা শুনে লোকটা চুপ মেরে গেল।আশে পাশের মুরুব্বিরা মুচকি হেসে আমাকে কিছু একটা বোঝাতে চাইলো। Happy

তারপর আমি আমার পথে হাটা দিলাম।কিছুদূর গিয়ে পেছন ফিরে দেখলাম লোকটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে।

খুব অবাক হলাম।মূল্যহীন এক টাকার জন্য কেউ এভাবে তাকিয়ে থাকে নাকি?

বিষয়: বিবিধ

১১৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236515
১৯ জুন ২০১৪ দুপুর ০২:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটাকার মুল্য এভাবেই কমিয়ে নিজেদের লাভ বৃদ্ধি করছে অনেকে।
২০ জুন ২০১৪ সকাল ০৫:৩২
183217
সত্যের বিজয় লিখেছেন : সঠিক কথা বলেছেন ।ধন্যবাদ
236527
১৯ জুন ২০১৪ দুপুর ০৩:২৩
ধন্যবাদ লিখেছেন : খুব ভাল লাগল.
২০ জুন ২০১৪ সকাল ০৫:৩৩
183218
সত্যের বিজয় লিখেছেন : ধন্যবাদ ।
২০ জুন ২০১৪ সকাল ০৫:৩৩
183219
সত্যের বিজয় লিখেছেন : ধন্যবাদ ।
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২১
212450
ধন্যবাদ লিখেছেন : আপনাকেও Happy
236538
১৯ জুন ২০১৪ বিকাল ০৪:২২
হতভাগা লিখেছেন : চরম লাগলো আপনার থেরাপীর স্টাইল । দেখি এপ্লাই করতে পারি কি না ।

ভাবে সাবে ''ব্যাপারস্‌ না'' মনে হলেও এই এক টাকা না দিয়ে এরা অনেক লাভ করে । দিনে ৫০০ জনকে যদি এরকম ফেরাতে পারে তাহলে মাস শেষ তার লাভ ১৫,০০০ টাকা ! এবং সেটা পুরাই ফাও ।

একজন মাস্টার্স ডিগ্রী ধারীও এত টাকা বেতনে চাকরি পায় না !
২০ জুন ২০১৪ সকাল ০৫:৩৫
183220
সত্যের বিজয় লিখেছেন : দেখার কেউ নেই ।তাই নিজেদেরকেই এর প্রতিকারে এগিয়ে আসা উচিত ।
236637
২০ জুন ২০১৪ রাত ১২:১০
চিরবিদ্রোহী লিখেছেন : প্রথম থেরাপীটা আমিও এপ্লাই করেছিলাম। সেম রিয়্যাকশন।
তবে দ্বিতীয়টা এখনো করা হয়নি। বাইরে তেমন কিছু খাওয়া হয় না তাই।
২০ জুন ২০১৪ সকাল ০৫:৩৭
183221
সত্যের বিজয় লিখেছেন : ধন্যবাদ।এরকম থেরাপি ছাড়া এরা সোজা হবে না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File