তুই টোকাই-ই থাক
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৫ জুন, ২০১৪, ০৪:৩৩:২৮ বিকাল
ঝালমুড়ি খাইতে দাঁড়াইলাম।
ঝালমুড়ির দোকানদার
অভিজাত ব্যাবসায়ী, দশ টাকার
কমে সে ঝালমুড়ি দেয়
না। হাতে দশ
টাকা নিয়া দাঁড়ায়া আছি সিরিয়ালে।
অন্য
কাস্টমারের
মুড়ি তৈরি করতেছে ঝালমুড়িওয়ালা।
এক পিচ্চি ময়লা একটা জামা গায়ে হয়তো টোকাই
হবে হাতে পাঁচ
টাকা নিয়ে এসে ঝালমুড়ির
দোকানদার
রে দিয়া কয়
-পাঁচ টেকার
ঝালমুড়ি দেন",
ব্যাস্ত
দোকানদার
ঝালমুড়ি বানাইতে বানাইতে তড়িৎ
গতিতে জবাব দিলো
-পাঁচ টাকার
নাই, দশ টাকার
লইতে হইবো",
পিচ্চি একটু প্রতিবাদ
করার
চেস্টা করলো
-ক্যান পাঁচ টাকার
দিবেন না ক্যান?
সবাই তো দেয়"। দোকানদার
কইলো
-যারা দেয়
তাগো কাছ থেইকা ল, এইহানে পাঁচ
টাকার মুড়ি নাই"।
প্রতিবাদ
ধোপে টিকলো না দেখে ব্যর্থ
ভঙ্গিতে হাতে পাঁচ
টাকা নিয়ে পিচ্চি ধীরে ধীরে যেদিক
থেকে আসছিলো সেদিকে চলে যাওয়া শুরু
করলো।
আমি পিচ্চির পিছু নিলাম,
পিছন থেকে ডাক দিলাম
-ঐ পিচ্চি খাঁড়া",
সে দাঁড়িয়ে গেলো, জিগাইলাম
-ঝালমুড়ি খাবি?",
সে কোন উত্তর দেয়
না, আমার
মতলব বুঝার চেষ্টা করতেছে, হাতের
দশ
টাকা তারে দিয়ে কইলাম - এই ল,
ঝালমুড়ি খা"।
পিচ্চি কিছুতেই আমার দশ
টাকা নিবেনা, যতই জোর
করি ততই সে না করে, খপ করে হাত
টা ধরলাম, জোর
করে হাতের
মধ্যে গুজে দিতে চাইলাম দশ টাকা,
সে হাতের
মুঠো বন্ধ করে রাখে।কিছুতেই নিবে না।
শেষে না পাইরা কইলাম
-আচ্ছা,
ঠিক আছে তোর
ঝালমুড়ি খাইতে যেহেতু দশ
টাকা লাগবো তুই আমার
টাকা টা নে, আর তোর হাতের
পাঁচ টাকা টা আমারে দে", সে তবুও
রাজী হয় না। কয়
-আপনার পাঁচ টাকা আমি নিমু ক্যা ?,
মহা মুশকিল,
শেষে তার সাথে না পাইরা কইলাম
-"আচ্ছা যা, আমার
টাকা তোর নিতে হইবো না, তোর
টাকা আমারে দে"।
সে দিয়ে দিলো আমি তার
সাথে আরও
পনেরো টাকা দিয়া বিশ টাকার
ঝালমুড়ি নিলাম, তারপর
কইলাম "দেখ তোর আর আমার
টাকা মিলে এইটা কেনা হইছে,
তারমানে এর মধ্যে তোরও ভাগ আছে আমার ভাগও আছে",
পিচ্চি এইবার কিছু কয়
না, খালি হাসে। তারপর
আরেকটা কাগজ নিয়া সেটা তার
হাতে দিয়া অর্ধেক ঝালমুড়ি তার
কাগজে ঢেলে বাকী অর্ধেক
আমি খাইতে খাইতে কইলাম
-যাহ, তোর ভাগের টা তুই
নিয়া যা আমার
টা আমি নিয়া যাই। পিচ্চি এইবার
খুশি, এইবার তার
মনমতো ফয়সালা হইছে।
পিচ্চি খুশি মনে ঝালমুড়ি খাইতে খাইতে আগাইয়া যাইতেছে।
কাঁচা মরিচে একটা কামড়
দিয়া ঝালে হু হা করতে করতে মনে মনে কইলাম
-তোর
মতো নির্লোভ পিচ্চিরা হয় টোকাই,
আর
লোভী লোকেরা হয় ভদ্রলোক-মন্ত্রী-
মিনিস্টার।
তোর কখনো ভদ্রলোক হওয়ার দরকার
নাই, তুই
টোকাই-ই থাক।
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন