ইচ্ছা থাকলেই উপায় হয়

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৪ জুন, ২০১৪, ১০:২৫:৪৮ রাত

:এই যে ভাই,মসজিদটা কোন দিকে বলতে পারেন?

: আপনি মসজিদে যাবেন? আমার সাথে আসুন দেখিয়ে দিচ্ছি।

(মসজিদের সামনে গিয়ে) এই

যে এটাই মসজিদ,যান নামাজ পড়ুন।

: আপনি যাবেন না?

: ইয়ে মানে প্যান্টটা ঠিক নেই।"

.

": দোস্ত,চল মসজিদে যাই।

নামাজের

সময় হয়েছে।

: তুই যা,আমি একটু পরে আসছি।

:পরে কেনো?তাহলে আমিও একটু

পরে তোকে নিয়ে একসাথে যাবো।

: ইয়ে মানে,প্যান্টটা ঠিক নেই।"

.

.

বাজারে মসজিদে যাওয়ার

পথে কলেজের স্যারের

সাথে দেখা হয়ে গেলো।

আমাকে দেখেই

: কোথায় যাচ্ছো?

: মসজিদে যাচ্ছি স্যার,নামাজ পড়তে।

: ও,নামাজ পড়তে যাচ্ছো।নামাজ

পড়া খুব ভালো,যাও।

: আপনি যাবেন না স্যার?

: ইয়ে মানে প্যান্টটা ঠিক নেই।

নামাজ পড়ার কথা বললে প্রায়

সবাই

এই একই অজুহাত দাঁড় করায়

"ইয়ে মানে প্যান্টটা ঠিক নেই"।

.

খাইছে! :p এবার বুঝেন, যাদের

প্যান্টটাই

ঠিক নেই, তাদের ঠিক

আছেটা কী?

অথচ হাদিসে দুটি কারণে সবচেয়ে বেশি কবর আজাবের কথা বর্ণিত হয়েছে,তার মধ্যে একটি হল প্রসাবের ছিটা থেকে পবিত্র না হওয়া।আমি অনেককে দেখেছি এই একমাত্র কাপড় পাক না থাকার কারণে ঠিকমত নামায পড়তে পারে না।

এই সমস্যা থেকে মুক্তি পেতে আমার একটি পরামর্শ হল,পকেটে কিছু টয়লেট টিস্যু রাখা যাতে প্রসাব করার সময় প্রসাবের ছিটা থেকে আত্মরক্ষা করা যায়।

মনে রাখবেন ২২ টাকার একটি বসুন্ধরা টয়লেট টিস্যুই হতে পারে আপনার কবর আজাব থেকে মুক্তির কারণ।আরেকটি কথা,যদি আপনার নামায পড়ার প্রতি খেয়াল থাকে তাহলে এমনিতেই আপনি কাপড় পাক রাখার দিকে নজর রাখবেন।কারণ ইচ্ছা থাকলেই উপায় হয়।

কি ! আমল করবেন তো? Happy

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234864
১৪ জুন ২০১৪ রাত ১০:৩৯
শিশির ভেজা ভোর লিখেছেন : প্যান্ট নয় আসলে ওদের মনটা ঠিক নেই।
১৪ জুন ২০১৪ রাত ১১:০৭
181530
সত্যের বিজয় লিখেছেন : সহমত
234889
১৪ জুন ২০১৪ রাত ১১:২৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin
234920
১৫ জুন ২০১৪ রাত ০২:৩৪
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
235047
১৫ জুন ২০১৪ দুপুর ১২:৩৬
হতভাগা লিখেছেন : উনাদের প্যান্ট কেবল জুম্মার নামাজের সময় ঠিক থাকে । শুধু প্যান্ট না , পান্জাবী , টুপি , সেন্ট সব কিছুই থাকে ।
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:২১
181711
সত্যের বিজয় লিখেছেন : হে হে যথার্থ বলেছেন।ধন্যবাদ
235124
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:২০
সত্যের বিজয় লিখেছেন : হে হে যথার্থ বলেছেন।ধন্যবাদ
247783
২৪ জুলাই ২০১৪ সকাল ১১:৪৭
নাবিলা লিখেছেন : এভাবে থাকতে ওদের খারাপ লাগেনা???
২৬ জুলাই ২০১৪ দুপুর ০৩:৪২
192855
সত্যের বিজয় লিখেছেন : ডিজিটাল পোলাপানের এটা অভ্যাস হয়ে গেছে। :D

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File