বিশ্বকাপ ফুটবলঃউন্মাদ হওয়ার আগে একটু ভাবুন

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৯ জুন, ২০১৪, ১০:০৭:১৫ সকাল

কয়েক দিন পরেই শুরু

হবে ফুটবলের মহাযজ্ঞ। ব্রাজিল বিশ্বকাপ

২০১৪। নিশ্চয় খুব একসাইটেড?

কে জিতবে বিশ্বকাপ? কার

পায়ে যাচ্ছে গোল্ডেজ বুট? কেই

বা পাচ্ছে গোল্ডেন বল? নিশ্চয় এসব নিয়ে চায়ের কাপে ঝড় তোল ?

প্রতিটি আড্ডাতেই নিশ্চয় এসব নিয়ে বন্ধুদের

সাথে তর্ক হয়? মেসি, নেইমার, রোনালদোর মত

হেয়ারকাট তো অবশ্যই দিয়েছে? আর প্রিয়

দিলের পতাকাটা কে কত বড় কর লাগিয়েছ

সেটা নিয়ে প্রতিযোগিতা তো আছেই। ওহ্ ! ভুলেই গেছি প্রিয় দলের জার্সি নিশ্চয় বাদ

যায়নি? আচ্ছা তুমি যে ব্রাজিলের ইয়া বড়

পতাকা ঝুলালে ছাদে তুমি কি জাননা ? বাজিলে আযান দেওয়া দন্ডনীয় অপরাধ !

কি ! আর্জেটিনা ফ্যানরা খুশিতে লাফাচ্ছ?

লাফিও না। তোমরা কি জান না আর্জেন্টিনার সাবেক রানী অসংখ্য মুসলিম হত্যা করেছে?

তাহলে মুসলিম হয়ে কিভাবে তাদের

পতাকা ঝুলাও? তুমি কি জান না মহান আল্লাহ্

বলেছেন- "হে ঈমানদারগণ! তোমরা ইহুদী ও

খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না।

তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে,

সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ

জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। (সুরা আল

মায়েদাঃ ৫১)

তুমি নিশ্চয় বলবে, আমার নিজ

দেশ তো খেলছে না আমাকে তো অন্য দেশের

পতাকাই উড়াতে হবে। আচ্ছা তুমি তো ব্রাজিলের ২০ হাত

পতাকা বানিয়েছ ক্রিকেট বিশ্বকাপের সময়

বাংলাদেশের ২০ ইঞ্চি পতাকা তোমার

বাড়িতে ঝুলেছিল কি? এ প্রসঙ্গও বাদ দিলাম

নিজ দেশ খেলল কোন একটা মুসলিম দেশ নিশ্চয়ই

খেলছে। সেই দেশ বা দেশের পতাকা ঝোলাও। অবশ্য ঠিক কয়টা মুসলিম দেশ এই

বিশ্বকাপে খেলছে আর কোন কোন দেশ

সেটা হয়ত বলতেও পারবে না। পারবেই

বা কিভাবে নিজে মুসলিম হলে তো পারবে !

কি ! তোমাকে অমুসলিম বলায় চেতনায় খুব

লাগছে তাই না? তাহলে এর ব্যাখ্যাটা দিই। শরীয়াতের বিধান

অনুযায়ী যে ব্যাক্তি যাদের অনুকরণ

করবে সে তাদেরই দলভুক্ত হবে। তুমি মেসি,

নেইমার, ক্যাটরিনা, সানি লিওনদের অনুকরন

করে তাহিলে কিভাবে নিজেকে মুসলিম

দাবি কর? হয়ত ভাববে আমার এই স্ট্যাটাসের উদ্দেশ্য বাড়ির ছাদে বাংলাদেশ বা অন্য

কোন মুসলিম দেশের পতাকা ঝুলানো। ভুল ভাবছ।

মূল কথাটা এখনও বলিইনি। যদি ঝোলাতে হয়

তাহলে কালিমাখচিত পতাকা ঝোলাও।

যেখানে লিখা থাকবে তাওহীদের অমীয়

বাণী। যেই বাণী প্রচার করার জন্য পৃথীবিতে এসেছেন ১লক্ষ ২৪ হাজার

মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার পয়গম্বর। যেই

বাণী প্রচারের জন্য আমার রাসূল (সঃ)

পদে পদে নির্যাতিত হয়েছেন।

অতএব একটু ভেবে দেখার অনুরোধ রইল।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File