কেন এমন গাঁজাখুরী প্রতিবেদন ?!
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৫:০২ দুপুর
'বাপ বেটার পকেটে বন্দি হেফাজত' !
এ শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয়েছে মানবজমিন ।
সেই প্রতিবেদনটির ভিত্তি হলো অভিযোগ আর গুঞ্জণের উপর ।
প্রথমে তারা বলেছে,
৭ মে হেফাজতের হরতাল নিয়ে ও পরে বিভিন্ন কর্মসূচি দিয়ে স্থগিত করা নিয়ে ।
এদের গাঁজাখুরী দেখলে মনে হয় এই জগতে আর কেউ হরতাল ও বিভিন্ন কর্মসূচি দিয়ে স্থগিত করেনি ?
আরে, যদি হেফাজত হরতাল স্থগিত না করত আর তখন বিশেষ একটি দল এই সুযোগে তান্ডব চালাতো তখন তো তোরাই হরতালের নামে হেফাজতের তান্ডব বলে ফলাও করে প্রচার করতি !!
এ সুযোগ না আসাতেই তোদের এত গাত্রদাহ !
২৪ ডিসেম্বর আল্লামা আহমদ শফি দা. বা. এর ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হওয়া নাকি ছিল আইওয়াশ ! :o
আমার কাছে তথ্য আছে গণতন্ত্রের অভিযাত্রার দিকে খালেদার বের হওয়া ছিল আইওয়াশ ।
কারণ তিনি জানতেন তার মেকুররা বের হয়ে আসবে না ।
তো, এবার একটা প্রতিবেদন লিখে ফেল ।
সবচেয়ে গুরুতর অভিযোগ তোমরা করেছো টাকা নিয়ে
'সেখানে কি তোমাদের উচিত ছিল না অভিযুক্তদের বক্তব্য নেওয়া ?
সেটা কেন নেই ?
শুধু অভিযোগকারীর কথা দিয়ে প্রতিবেদন প্রকাশ করা এটা কেমন সাংবাদিকতা ?
'সীমিত বেতনের টাকা দিয়ে (আল্লামা শফির পুত্র)এরা কেমনে বিল্ডিং বানায় ??'
ইস...যেন এদের আর কোন সোর্স থাকতে পারেনা ?
এরা কুড়ে ঘরে থাকলেই তোমরা খুশি !
'হ' তোমরা তো অসীমিত বেতনের চাকরী কর ?
১০হাজার টাকার বেতনের চাকরী করে মেয়েকে মাসে লক্ষ টাকা হাত খরছ দিতে পারো ?
তাই তো.......?
এরা ওমরাতে
গেলেও দোষ ?
কিন্তু যখন রাষ্টীয় টাকা কাজে অকাজে খরচ করা হয়।বিভিন্ন মন্ত্রী
'শ' শ' সঙ্গী নিয়ে আকাশে উড়ে তখন তোমাদের ভালই লাগে ?
সমঝোতা হওয়া কি দোষের কিছু ?
আসলে তোমাদের এ সমস্ত প্রতিবেদন সাংবাদিকতা না বরং সাংঘাতিকতা ।
সু প্রিয় সাংঘাতিক আহমেদ জামাল সাহেব!
প্রতিবেদন টি লিখার আগে কত কেজি গাঁজা খেয়েছিলে ?
আর এই প্রতিবেদন ছেপে তোমার প্রভুদের খুশি করার জন্য কত টাকা ঘুষের চুক্তি করেছিলে ?
লিংক কমেন্টে ।
বিষয়: রাজনীতি
১১৮৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেমনঃ জাওয়াহিরি নাটক, বাপবেটার হেফাজত আরও কত কি?
সত কাজের আদেশ ও অসত কাজে বিরত থাকার চেষ্টা না করলে যা হয়।
মন্তব্য করতে লগইন করুন