দাঁত ভাংগা জবাব !

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৩:৪০ রাত

"হিজাব পরা মেয়েরা হচ্ছে ক্ষ্যাত ! প্যাকেটের মতো মোড়ানো ! তারা মৌলবাদী, জামায়াত, জঙ্গি, কোটরের মুরগি ও অসামাজিক (?) এদের মস্তিষ্ক অবরুদ্ধ, তারা অন্তঃসারশূন্য, এদের মধ্যে কোন আধুনিকতা নেই। এসব মেয়েদের ক্লাস নেবে তেঁতুল হুজুররা। আমি যাদের পড়াবো তাদেরকে সালোয়ার কামিজ অথবা শাড়ি পরে আসতে হবে।

-বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুরশিদা বেগম(খন্নাস)

‪#‎ আমার_জবাবঃ‬তারা ক্ষ্যাত কারন তাদের দেখে রিকসাওয়ালারা পুলকিত হয় না।

তারা ক্ষ্যাত কারন তাদের দেখে রিকসাওয়ালারা যাত্রীদের সামনে কুমন্তব্য করে না।

তারা ক্ষ্যাত কারন তারা হাজার জনের ফ্রি বিনোদনের খোরাক হয় না।

তারা ক্ষ্যাত কারন তাদের সম্পর্কে কথিত ফ্রেন্ডরা তাদের আড্ডায় হরেক রকম রসাত্নক মন্তব্য করে না।

তারা অসামাজিক, তবে থার্টি ফার্স্ট নাইটে অসামাজিক কাজের দায়ে তারা গ্রেফতার হয় না।

#

তোমাদের অবস্থা সম্পর্কে আমরা কালামে পাকের এই কথাগুলোই তুলে দিলাম ।

"যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত। এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি। আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে। আজ যারা বিশ্বাসী তারা সিংহাসনে বসে তাদের অবলোকন করছে। কাফেরদের তাদের কর্মের প্রতিফল দেয়া হয়েছে তো? - সুরা মুতাফফিফীন, ২৯-৩৬।

সুতরাং শেষ বিচারে কাদের পরিনতি সুখকর এটা দেখার জন্য "তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষায় আছি"।

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174395
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৯
egypt12 লিখেছেন : এই শিক্ষিত প.. কেন এই ক্ষেত ধর্মের ক্ষেত নাম পাল্টিয়ে নিচ্ছে না!
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
129568
সত্যের বিজয় লিখেছেন : ওর খুরশিদা নামটা পাল্টে খন্নাস রাখা উচিত ছিল ।
174424
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাগ্য ভাল মিনিস্কার্ট কি বিকিনি পড়তে বলেননাই।
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২১
129569
সত্যের বিজয় লিখেছেন : আগামিতে লাই পেলে তাও বলবে
174432
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসলাম ধর্ম বিদ্ধেশীরা মাথা উচু করে দাড়াচ্ছে। তাদের মাথা ভেঙ্গে দিতে হবে দেশের মুসলমানদের।
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
129572
সত্যের বিজয় লিখেছেন : তাই করা উচিত
174454
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১০
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার জবাব দিয়েছেন।
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
129573
সত্যের বিজয় লিখেছেন : ধন্যবাদ Happy
174488
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৩
শেখের পোলা লিখেছেন : শাব্বাস!
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
129574
সত্যের বিজয় লিখেছেন : ধন্যবাদ Happy
174494
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৮
ইমরান ভাই লিখেছেন : গুড সুন্দর উত্তর দিয়েছেন। জাজাকাল্লাহ..
১২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
129579
সত্যের বিজয় লিখেছেন : ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File