দাঁত ভাংগা জবাব !
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৩:৪০ রাত
"হিজাব পরা মেয়েরা হচ্ছে ক্ষ্যাত ! প্যাকেটের মতো মোড়ানো ! তারা মৌলবাদী, জামায়াত, জঙ্গি, কোটরের মুরগি ও অসামাজিক (?) এদের মস্তিষ্ক অবরুদ্ধ, তারা অন্তঃসারশূন্য, এদের মধ্যে কোন আধুনিকতা নেই। এসব মেয়েদের ক্লাস নেবে তেঁতুল হুজুররা। আমি যাদের পড়াবো তাদেরকে সালোয়ার কামিজ অথবা শাড়ি পরে আসতে হবে।
-বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুরশিদা বেগম(খন্নাস)
# আমার_জবাবঃতারা ক্ষ্যাত কারন তাদের দেখে রিকসাওয়ালারা পুলকিত হয় না।
তারা ক্ষ্যাত কারন তাদের দেখে রিকসাওয়ালারা যাত্রীদের সামনে কুমন্তব্য করে না।
তারা ক্ষ্যাত কারন তারা হাজার জনের ফ্রি বিনোদনের খোরাক হয় না।
তারা ক্ষ্যাত কারন তাদের সম্পর্কে কথিত ফ্রেন্ডরা তাদের আড্ডায় হরেক রকম রসাত্নক মন্তব্য করে না।
তারা অসামাজিক, তবে থার্টি ফার্স্ট নাইটে অসামাজিক কাজের দায়ে তারা গ্রেফতার হয় না।
#
তোমাদের অবস্থা সম্পর্কে আমরা কালামে পাকের এই কথাগুলোই তুলে দিলাম ।
"যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত। এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত। অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি। আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে। আজ যারা বিশ্বাসী তারা সিংহাসনে বসে তাদের অবলোকন করছে। কাফেরদের তাদের কর্মের প্রতিফল দেয়া হয়েছে তো? - সুরা মুতাফফিফীন, ২৯-৩৬।
সুতরাং শেষ বিচারে কাদের পরিনতি সুখকর এটা দেখার জন্য "তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষায় আছি"।
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন