দু'আ কবুল না হওয়ার কারণ কি ?

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ২১ জানুয়ারি, ২০১৪, ১০:৫৭:৫২ রাত

একদিন ইবরাহীম ইবনে আদহাম (রহ.)

(মৃত্যুঃ১৬২ হিজরী) বসরা শহরের

একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন

তাঁর পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করলঃ হে আবু

ইসহাক! আল্লাহ সুবহানাহু

তাআলা কুরআনে বলেছেন, 'তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিবো' কিন্তু

আমরা অনেক প্রার্থনা করার পরেও আমাদের

দোয়া কবুল হচ্ছে না। তখন তিনি বললেন, 'ওহে বসরার অধিবাসী !,

দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে,ফলে দু'আ কবুল হয় না।যথা-

(১) তোমরা আল্লাহর সম্পর্কে অবগত কিন্তু তাঁর

প্রদত্ত কর্তব্যসমূহ পালন কর না।

(২) তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল

কর না।

(৩) তোমরা দাবী কর রাসুলুল্লাহ (সাঃ)

কে ভালোবাসো কিন্তু তাঁর সুন্নাহকে পরিত্যাগ

কর।

(৪) তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু

হিসেবে দাবী কর কিন্তু তোমরা তার পদাংক

অনুসরণ কর।

(৫) তোমরা জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু

তার জন্য মেহনত,পরিশ্রম কর না।

(৬) তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু

পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার

নিকটবর্তী হচ্ছো।

(৭) তোমরা স্বীকার কর মৃত্যু অনিবার্য কিন্তু

তার জন্য নিজেকে প্রস্তুত কর না।

(৮) তোমরা সর্বদা অন্যের দোষ বের

করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির

ব্যাপারে উদাসীন।

(৯) তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ কর কিন্তু

তার জন্য শুকরিয়া আদায় কর না।

(১০) তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করে থাক কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ কর না।'

প্রিয় বন্ধুরা ! আমাদের কি ভেবে দেখা উচিৎ নয় যে আমাদের

অন্তর এসব ব্যাপারে মরে গেছে কিনা ?

বিষয়: বিবিধ

১৯৪৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165587
২১ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : পডে খুব ভাল লাগলো , জাজাকাললাহ খায়ের
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
120779
সত্যের বিজয় লিখেছেন : শুকরান Happy
165594
২২ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগল অনেক ধন্যবাদ
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৭
120780
সত্যের বিজয় লিখেছেন : আপনাকেও ধন্যবাদ । কষ্ট করে পড়ার জন্য
165606
২২ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৩
শেষ বিকেলের লিখেছেন : আজাইরা প্যাচাল, আরে ধ্যাত দোয়া দিয়ে কোন কাজ হয় নাকি?
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
120090
মনসুর আহামেদ লিখেছেন : @শেষ বিকেলেরআকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো
এই নেরিকুত্তার এত নিক
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
120781
সত্যের বিজয় লিখেছেন : হা হা হা Happy আমার এই লেখাটা যে অন্তত 'শেষ বিকেলে' নামক ইসলাম বিদ্বেষীর গায়ে জ্বালা ধরাতে পেরেছে এ জন্য আমার লেখাটা সার্থক।সত্য কথা বললে ইবলিস মার্কাদের চুলকানি বাড়বে বৈকি !
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৫
120782
সত্যের বিজয় লিখেছেন : হা হা হা Happy আমার এই লেখাটা যে অন্তত 'শেষ বিকেলে' নামক ইসলাম বিদ্বেষীর গায়ে জ্বালা ধরাতে পেরেছে এটাই তো দোয়ার এ্যাকশান ! এ জন্য আমার লেখাটা সার্থক।সত্য কথা বললে ইবলিস মার্কাদের চুলকানি বাড়বে বৈকি !
165683
২২ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৩
আলোকিত ভোর লিখেছেন : আপনার পোস্ট বেশ ভালো লাগলো Praying Praying Praying
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৭
120783
সত্যের বিজয় লিখেছেন : শুকরান ।
165700
২২ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩২
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
166720
২৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪০
সত্যের বিজয় লিখেছেন : আমীন ।অনেক অনেক শুকরিয়া।
মুল্যবান কমেন্ট করেছেন আপনি ।@মনসুর ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File