সমকামিতা: ইসলাম কি বলে ?(বাকী অংশ)
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৫ জানুয়ারি, ২০১৪, ১০:১৭:০৭ রাত
ইসলামে সমকামিতার কোন স্থান নেই। যদি কেউ এ ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হয় তবে তাকে কঠোর শাস্তি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামি শরীয়তে সমকামি ও কৃত উভয়কে সঠিক সিদ্ধান্ত মোতাবেক তরবারি দিয়ে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। এদের কোন ভাবেই ছাড় দেয়া যাবে না।
সমকামিদের শাস্তি সর্ম্পকে হাদীস শরীফ হতে এসেছে-
'হযরত আব্বাস (রা) হতে বর্ণিত। হযরত রাসূলে করীম (সা) বলেছেন, তোমরা যদি কাউকে লুত (আ) এর সম্প্রদায়ের মত অপকর্ম অর্থাৎ সমকামিতা করতে দেখ তাহলে কারক ও কৃত উভয়কে হত্যা করে ফেল। (সুনানে আহমাদ)
অতএব বুঝা যাচ্ছে, ইসলামে সমকামিতা জায়েয নাই বরং কতইনা জঘন্যতম কাজ ! যার কারনে উভয়কেই হত্যা করার নির্দেশ প্রদান করা হয়েছে। সুতরাং বলা যায়. ইসলামী শরীয়তের দৃষ্টিতে সমকামিতা নিকৃষ্ট, হারাম ও গর্হিত কাজ। যার শাস্তি হত্যা করা।
আমাদের ইসলাম প্রিয় অনেক ভাই ও বোন আছেন যারা সমকামিতা না করলেও সমকামিতায় লিপ্ত এমন অনেক ব্যক্তি বা নায়ক-নায়িকাকে পছন্দ করেন। তাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি ইসলাম প্রেমী হোন তবে অবশ্যই তাদের ঘৃণা করুন।
আসুন আমরা সমকামিতার কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরি করার চেষ্টা করি ।
বিষয়: বিবিধ
৪৩৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা তাদের অভিনয় পছন্দ করি। তাদের জীবনাদর্শকে না। ব্যাক্তিগতভাবে সমকামীতাকে অবশ্যই সাপোর্ট করি না!
মন্তব্য করতে লগইন করুন