সমকামিতা: ইসলাম কি বলে ?(বাকী অংশ)

লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১৫ জানুয়ারি, ২০১৪, ১০:১৭:০৭ রাত

ইসলামে সমকামিতার কোন স্থান নেই। যদি কেউ এ ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হয় তবে তাকে কঠোর শাস্তি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামি শরীয়তে সমকামি ও কৃত উভয়কে সঠিক সিদ্ধান্ত মোতাবেক তরবারি দিয়ে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। এদের কোন ভাবেই ছাড় দেয়া যাবে না।

সমকামিদের শাস্তি সর্ম্পকে হাদীস শরীফ হতে এসেছে-

'হযরত আব্বাস (রা) হতে বর্ণিত। হযরত রাসূলে করীম (সা) বলেছেন, তোমরা যদি কাউকে লুত (আ) এর সম্প্রদায়ের মত অপকর্ম অর্থাৎ সমকামিতা করতে দেখ তাহলে কারক ও কৃত উভয়কে হত্যা করে ফেল। (সুনানে আহমাদ)

অতএব বুঝা যাচ্ছে, ইসলামে সমকামিতা জায়েয নাই বরং কতইনা জঘন্যতম কাজ ! যার কারনে উভয়কেই হত্যা করার নির্দেশ প্রদান করা হয়েছে। সুতরাং বলা যায়. ইসলামী শরীয়তের দৃষ্টিতে সমকামিতা নিকৃষ্ট, হারাম ও গর্হিত কাজ। যার শাস্তি হত্যা করা।

আমাদের ইসলাম প্রিয় অনেক ভাই ও বোন আছেন যারা সমকামিতা না করলেও সমকামিতায় লিপ্ত এমন অনেক ব্যক্তি বা নায়ক-নায়িকাকে পছন্দ করেন। তাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি ইসলাম প্রেমী হোন তবে অবশ্যই তাদের ঘৃণা করুন।

আসুন আমরা সমকামিতার কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরি করার চেষ্টা করি ।

বিষয়: বিবিধ

৪৩৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162955
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৫
সকাল সন্ধ্যা লিখেছেন : নাউজুবিল্লাহ -- Not Listening Not Listening Not Listening Not Listening Unlucky Unlucky
162959
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:০০
আবরার আদিব লিখেছেন : আমাদের ইসলাম প্রিয় অনেক ভাই ও বোন আছেন যারা সমকামিতা না করলেও সমকামিতায় লিপ্ত এমন অনেক ব্যক্তি বা নায়ক-নায়িকাকে পছন্দ করেন। তাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি ইসলাম প্রেমী হোন তবে অবশ্যই তাদের ঘৃণা করুন।

আমরা তাদের অভিনয় পছন্দ করি। তাদের জীবনাদর্শকে না। ব্যাক্তিগতভাবে সমকামীতাকে অবশ্যই সাপোর্ট করি না!
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৩১
117346
সত্যের বিজয় লিখেছেন : আবরার আদিব@একমত আপনার সাথে। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File