ছেলের প্রতি পিতার অন্তিম ইচ্ছা
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১২ জানুয়ারি, ২০১৪, ০৯:২১:২৮ রাত
"একদা একজন আমলদার ব্যক্তি ছিল। যাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিলেন।তিনি বৃদ্ধ হওয়ার পর তার ছেলেকে ডেকে আনলেন এবং বললেন, 'বাবা হয়ত এই দুনিয়াতে আমার আর বেশি সময় বাকী নেই, আমি যখন মারা যাব এবং আমাকে কাফন পড়াবার সময় হবে তখন আমার এক পায়ে একটা মোজা পড়িয়ে আমাকে কবর দিও, এইটাই তোমার কাছে আমার শেষ ইচ্ছা ৷ কিছু দিন পরে ওই বৃদ্ধ লোকটি ইন্তেকাল করলেন। তার সব ধন দৌলত,জমি-জমার মালিক ঐ ছেলে হলো।বৃদ্ধ মারার যাবার পর আত্মীয়,বন্ধু, প্রতিবেশী সবাই আসলেন জানাজার নামায পড়ার জন্য । গোসল করিয়ে কাফন পরানো শেষ হয়ে যাবে ওই মুহুর্তে, হঠাৎ ছেলের মনে পড়ল তার বাবার শেষ ইচ্ছার কথা ৷ অনেক খুঁজে সে তার বাবার একটা পুরনো মোজা বের করলো এবং যিনি কাফন পড়াচ্ছিলেন তাকে বললঃ 'আমার বাবার শেষ ইচ্ছা মোতাবিক এই মোজাটি বাবার পায়ে পরিয়ে দিন।' 'এটা অসম্ভব !!' বললেন যিনি কাফন পড়াচ্ছিলেন,আরো বললেনঃইসলামে মুর্দাকে মোজা পড়াবার নিয়ম নেই।আমি শরিয়তের বাহিরে কিছুই করতে পারবনা..'যদিও ওই ব্যক্তি যা বলছিলেন তা সম্পূর্ণ সঠিক, তার পরও ছেলে জোর করলো যে "এইটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল এইটা আমার পালন করতেই হবে" ৷ যে বেক্তি কাফন পড়াচ্ছিলেন তিনি এটা মানতে রাজি নন, ছেলেকে বললেনঃআমার কথা বিশ্বাস না হলে কোন আলেমের কাছে জেনে নিন।"অতঃপর জানাজাকে স্থগিত রেখে কয়েকজন মুফতি সাহেবের সাথে কথা বলা হল, কিন্তু সবাই একই কথা বললেন যে, এই কাজ করা নাযায়েজ এবং এটা করা যাবেনা..' ওই সময় একজন বৃদ্ধ ব্যক্তি আসলেন যিনি ছেলের বাবার পুরনো বন্ধু,ছেলেকে বললেনঃ বাবা তোমার আব্বা আমাকে এই চিঠিটা দিয়ে গেছেন তোমাকে তার ইন্তেকালের পরে দিবার জন্য, এই নাও চিঠিটা.. ছেলে অবাক হয়ে খামটা হাতে নিল এবং পড়তে শুরু করলো..চিঠিতে লেখা: "হে আমার পুত্র ! এই সব ধন-সম্পদ আমি তোমার জন্য রেখে যাচ্ছি.. হয়ত তুমি দেখছ এই শেষ সময়ে ওরা আমাকে একটা পুরনো মোজাও নিয়েও কবরে যেতে দিচ্ছেনা..তুমি যখন একদিন আমার জায়গায় আসবে তখন তোমাকেও কিছু নিয়ে যেতে দেওয়া হবে না, শুধু তোমার কাফনের কাপড় ছাড়া।জেনে রাখো,তুমি এই দুনিয়া থেকে আখিরাতে কিছুই নিয়ে যেতে পারবেনা শুধু তোমার নেকী এবং গুনাহ ছাড়া, তাই আমি তোমার জন্য যে সম্পদ রেখে গেলাম তা থেকে আল্লাহর পথে খরচ করিও,আল্লাহর হুকুম মান্য এবং রাসূল সা. এর সুন্নাত তরীকার উপর জিন্দেগী পরিচালনা করিও ,যাতে তুমি দুনিয়া ও আখিরাতের কামিয়াবি ও সফলতা অর্জন করতে পার"।
//আল্লাহ পাক যেন আমাদের কে এই ঘটনা থেকে উপদেশ গ্রহন করার তাওফীক দান করেন..আমিন।
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন