পার্কের ভিতর কুরুচিপূর্ণ আচরণ বন্ধ করা হোক
লিখেছেন লিখেছেন সত্যের বিজয় ১১ জানুয়ারি, ২০১৪, ১১:০৬:০৭ সকাল
দিনকে দিন অসহনীয় হয়ে উঠছে ঢাকা শহরের পরিবেশ। যানজট, শব্দদূষণ, বায়ুদূষণ আর নানাবিধ যন্ত্রণায় জর্জরিত নাগরিক জীবন। কোথাও গিয়ে দু’দশ মিনিট মানসিক প্রশান্তি লাভ করা যায়- এমন স্থান ঢাকা শহরে খুবই কম। বিনোদনের স্থান বলতে যে দু’চারটা পার্ক আছে, সেখানে পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসাটা এখন অনেকাংশে বিব্রতকর হয়ে পড়েছে। পার্কে বেড়াতে গেলে প্রায়ই দেখা মেলে একশ্রেণীর যুগলের অশ্লীল ও আশোভন আচরণ। যা দেখে আমরা যারা পার্কে বেড়াতে আসি, তাদের পড়তে হয় খুবই অস্বস্তিকর অবস্থায়। একটি সভ্য ও মুসলিম দেশের নাগরিক হিসেবে প্রকাশ্যে এ ধরনের অশ্লীল ও অশোভন আচরণ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। কেননা পার্ক একটি পাবলিক প্লেস। অতএব সরকারের নিকট আমার বিনীত নিবেদন পার্ক ও পাবলিক প্লেসে একশ্রেণীর নর-নারীর যত্রতত্র অশ্লীল, অশোভন, কুরুচিপূর্ণ এবং বিব্রতকর আচরণ বন্ধ করার জন্য আইন প্রয়োজন করা হোক এবং সেই আইন কঠোরভাবে প্রয়োগ করা হোক।
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন