ইসলামী ব্যাংক, সরকার, জাতীয় সংগীত ও উদীচি - সমাধান কোন পথে

লিখেছেন লিখেছেন রাজু আহমেদ ২১ মার্চ, ২০১৪, ০৭:৪৬:৫২ সকাল

বাঙালী একতাবদ্ধ হলে পারে না এমন অসাধ্য কিছু নাই । ২০১৩ সালের ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৪২তম বর্ষপূর্তীতে তারা বিশ্বের সর্ব বৃহৎ মানবপতাকা তৈরি করে গিনেস বুক অব এওয়ার্ড তাদের নাম তুলেছিল ( পরবর্তীতে পাকিস্তান সে রেকর্ড ভেঙ্গে দেয়) । জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ মানব পতাকা রচনায় অংশ নেয় ২৭ হাজার ১১৭ জন স্বেচ্ছাসেবী । ৬ মিনিট ১৪ সেকেন্ড স্থায়ী এ মানব পতাকা তৈরিতে অংশ নেয় ঢাকার স্থানীয় কয়েকটি স্কুলের শিক্ষার্থীসহ দেশের সর্বস্তরের সাধারণ মানুষ । একটি অর্জনের উপর দাঁড়িয়ে আরেকটি অর্জনের স্বপ্ন রচিত হয় । বাংলাদেশের মানুষ এবার বিশ্বের সবচেয়ে বেশি মানুষের কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে রেকর্ড করতে চায় । বাঙালী এটাও পারবে । আসছে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৪৩ তম বার্ষিকীতে লাখো কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে উঠবে । আশা করা হচ্ছে বিশ্বের অন্য কোন দেশ এত সংখ্যক মানুষ একত্রিত করে একসাথে জাতীয় সংগীত পরিবেশনের দুঃসাহস করতে পারবে না । লাখে কণ্ঠে গাওয়া বাংলাদেশের জাতীয় সংগীত ( আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি) বিশ্ব রেকর্ড করে আবারও গিনেস বুকে অফ এওয়ার্ডে চিরস্থায়ী ঠাঁই পাবে এটা প্রতিটি বাঙালীর হৃদয়ের চরম আকুতি । মহান স্বাধীনতা দিবসে এ রকম একটি অর্জন বাংলাদেশের স্বাধীনতার ৪৩ তম বার্ষিকীতে বাঙালী জাতির জন্য একটি পরম পাওয়া হবে ।

মহৎ কিছু অর্জন করতে হলে ত্যাগও করতে হয় সে মাপের । প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এ মহৎ উদ্যোগকে বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রয়োজন ব্যাপক প্রচারণা । যে কোন অনুষ্ঠানের প্রচারণার মাধ্যম জনশক্তি এবং গণমাধ্যম । জাতীয় সংগীত পরিবেশনের উদ্যোগকে সামনে রেখে গণমাধ্যম আন্তরিকতার পরিচয় দিলেও মনে রাখতে হবে তারা ব্যবসায়ের উদ্দেশ্যে তাদের প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করেছে । তাদের এ প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যবহার করতে হয় প্রচুর লোকবল । এসকল লোকের সাথে তাদের পরিবার জড়িত । তাদের আয়ের উপর নির্ভর করেই তাদের পরিবারকে চলতে হয় । সুতরাং জাতীয় সংগীত বা অন্যকোন রাষ্ট্রীয় উদ্যোগকে তারা স্বেচ্ছাশ্রমে করে দিতে চাইলেও তাদের পরিবারের জীবিকার পাণে চেয়ে সেটা সম্ভব হয় না । তারপরেও ২৬শে মার্চের আয়োজনকে প্রচারকল্পে গণমাধ্যম যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়ে আসছে । তাতে কত টুকু হয় ? অনুষ্ঠানের আয়োজন যখন অর্থাভাবে তার লক্ষ থেকে বিচ্যুত হয়ে মুখ থুবরে পরার উপক্রম তখন আর্থিক সহায়তা নিয়ে অনেকগুলো প্রতিষ্ঠান এগিয়ে আসে । তাদের কারো অনুদান ক্ষুদ্র আবার কারোটা বৃহৎ । সামর্থ অনুযায়ী সকলের প্রচেষ্টা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য । অর্থ সাহায্য নিয়ে যে প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছ তাদের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সবার শীর্ষে । তারা জাতীয় সংগীত পরিবেশনের আয়োজনকে সফল করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তিন কোাটি টাকার চেক অনুদান হিসেবে প্রদান করে । দেশের গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী দেখেছে মাননীয় প্রধানমন্ত্রীও হাসি মূখে সে টাকার চেক গ্রহন করেছেন । প্রধানমন্ত্রী চেক গ্রহন করার কয়েক ঘন্টার মধ্যেই বাঁধে বিপত্তি । দেশের কিছু ব্যক্তি এবং বামপন্থী সংগঠন প্রধানমন্ত্রীর টাকা গ্রহনের তুমুল সমালোচনা করে । তাদের ধারণা, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় যারা মানবতাবিরোধী অপরাধ করেছে এবং বর্তমানে জা’মাআতে ইসলামীর শীর্ষ পদে আছে তারা ইসলামী ব্যাংকের সাথে জড়িত এবং জা’মাআতে ইসলামীকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আর্থিকভাবে সহায়তা করে । এ ঘটনার পর সরকার মারাত্মকভাবে দো’টানায় পরে আছে । একেক সময় সরকারের পক্ষ থেকে একেক রকম বিবৃতি আসতে থাকে । কখনও বা বলা হয় ইসলামী ব্যাংকে টাকা গ্রহন করা হয় নি, অচিরেই সে টাকা ফেরৎ দেয়া হবে । আবার কখনও বা বলা হয়, ইসলামী ব্যাংকের টাকা গ্রহন করা হয়েছে তবে সেটা জাতীয় সংগীতের আয়োজনে খরচ করা হবে না খরচ করা হবে না । সর্বশেষ বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর জানান, ইসলামী ব্যাংকের টাকা গ্রহন করা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যম এবং ইসলামী ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টাকার চেক তুলে দেয়া এবং প্রধানমন্ত্রী সে টাকা গ্রহন করার দৃশ্য এখনও দেখানো হচ্ছে ।

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেন যে, ইসলামী ব্যাংক বাংলাদেশ জা’মাআতে ইসলামীর আর্থিক সাহায্যকারী এবং যুদ্ধপরাধীদের রক্ষা করতে সদা ব্যস্ত । তাদের এ দোষারোপের সত্যতা কতটুকু তা ইসলামী ব্যাংক বাংলাদেশের গঠনতন্ত্র, তাদের আর্থিক যোগান, তাদের কর্মকান্ড বিশ্লেষণ, বাংলাদেশের উন্নয়নে ইসলামী ব্যাংকের ভূমিকাকে খতিয়ে দেখলে অনেকটা পরিষ্কার হবে । ইসলামী ব্যাংকের বিরুদ্ধে দেশের মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত থাকা এবং জা’মাআতে ইসলামীর সাথে আর্থিক লেনদেনের বিশেষ করে জামাআতে ইসলামীকে আর্থিকভাবে সহায়তা করার সন্দেহ অনেকদিনের পুরানো । ২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইবুন্যালে দন্ড পাওয়া আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড প্রদানের পর ৫ই ফেব্রুয়ারী গঠিত হয় আলোচিত গণজাগরণ মঞ্চ । এ মঞ্চ থেকে দাবী করা হয় কাদের মোল্লাসহ প্রত্যেক মানবতাবিরোধী অপরাধীকেই সর্বোচ্চ শাস্তি দিতে হবে । শাহবাগ অবস্থিত এ গণজাগরণ মঞ্চে অনেকগুলো স্লোগান দেখা হয় । সেখানে একটি উল্লেখযোগ্য স্লোগান ছিল, ‘ইÑতে ইসলামী ব্যাংক তুই রাজাকার তুই রাজাকার’ । গনজাগরণ মঞ্চের এ ধরণের স্লোগানের পর সারা দেশব্যাপী গণজাগরণ মঞ্চের সমর্থকরা ইসলামী ব্যাংকের অনেকগুলো শাখায় ভাংচুর এবং আগুন ধরিয়ে দেয় । অনেকগুলো এটিএম বুথে হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের কথাও শোনা গেছে । ইসলামী ব্যাংকের বিরুদ্ধে জা’মাআতে ইসলামীকে সাহায্য করার পক্ষান্তরে মানবতাবিরোধী অপরাধীদের সাহায্য করার যে অভিযোগ করা হয়, সে অভিযোগের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহনের আগে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা পরবর্তী তাদের কার্যক্রমের বিশ্লেষণ করা জরুরী । ইসলামী শরীয়্হা অনুযায়ী পরিচালিত হওয়ার দীপ্ত শপথ নিয়ে ১৯৮১ সালের ১৩ ই মার্চ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয় । ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটি যৌথ প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক যার ৩৬.৯১% স্থানীয় এবং ৬৩.০৯ %বিদেশী বিনোয়োগারদের টাকায় চলে । সেবার উচ্চ মানের কারনে মাত্র ৩২ বছরের মধ্যে ২৮০ টি শাখা ( ২৫০টি শাখা এবং ৩০টি এসএমই/কৃষি শাখা) নিয়ে এ ব্যাংকটি দেশের বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংকে পরিণত হয়েছে । ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা স্টক এক্সেচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জ লিমিটেড এর তালিকাভূক্ত কোম্পানী যার অনুমোদিত মূলধন ২০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ১৪,৬৩৬.২৮ মিলিয়ন টাকা । উল্লেখ্য যে, ইসলামী ব্যাংকের ৫% শেয়ার এর মালিক বাংলাদেশ সরকার । বাকি শেয়ার সাধারণ শেয়ার আকারে শেয়ার বাজারে ছেড়ে দেয়া যেগুলোর মালিক সকল ধর্মের মানুষ । এমনকি অনেক নাস্তিকও ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারের মালিক হয়েছে । অথচ কোন রাজনৈতিক দলের হাতে ১% শেয়ারও নেই । গ্রামীনফোন এর পর দেশের দ্বিতীয় বৃহত্তম কর্পোরেট ট্যাক্সপেয়ার হচ্ছে ইসলামী ব্যাংক । প্রতি বছর কয়েকশো কোটি তারা সরকারকে ট্যাক্স দেয় । যে টাকা দিয়ে সরকার দেশের রাস্তাঘাট, শিক্ষা, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ণ করে । এমনকি যারা ইসলামী ব্যাংককে দেশের মানবতাবিরোধীদের সাহায্যকারী হিসেবে উল্লেখ করে মাঠ গরম রাখে তাদের সন্তানও যদি উচ্চ শিক্ষা গ্রহন করে তবে তারাও ইসলামী ব্যাংক পদত্ত ট্যাক্সের টাকায় শিক্ষিত হচ্ছে ।

দেশের নিটওয়্যার সেক্টরে মোট বিনিয়োগের ২৫% ইসলামী ব্যাংক একাই করে । বাকী সব ব্যাংক মিলে ৭৫% ! দেশের মোট এসএমই লোনের ১৭% ইসলামী ব্যাংক একাই দেয় । দেশের মোট রেমিটেন্স এর ২৮% ইসলামী ব্যাংক এর মাধ্যমে আসে । দেশের সব সরকারি, বেসরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কঠোর অডিট নজরদারীতে আছে । এই অডিট এর মাধ্যমেই হলমার্ক ও বিসমিল্লাহ গ্রুপের কেলেংকারী ধরা পড়েছে । অন্য ব্যাংকে একবার অডিট হলে ইসলামী ব্যাংকে তিনবার অডিট হয় । অডিট ফাঁকি দিয়ে ১টি টাকাও কোন রাজনৈতিক দলকে দেয়ার সুযোগ ইসলামী ব্যাংকের নাই । ইসলামী ব্যাংক অনেকগুলো সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে । তার মধ্যে- ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী, কমিউনিটি হাসপাতাল, মনোরম ঃ ইসলামী ব্যাংক নৈপূণ্য ও ফ্যাশন ঘর, সেবা কেন্দ্র, ইসলামী ব্যাংক প্রযুক্তি ইন্সটিটিউট, ইসলামী ব্যাংক আন্তর্জাতিক স্কুল ও কলেজ, ইসলামী ব্যাক ফিজিওথেরাপী ও পক্ষাঘাত পূনর্বাাসন কেন্দ্র, বাংলাদেশ সংস্কৃতিক কেন্দ্র প্রভৃতি উল্লেখযোগ্য ।

ইসলামী ব্যাংকের এতসব উন্নয়ণ কর্মকান্ডের পরেও সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ বামপন্থী সাংস্কৃতিক গোষ্ঠী উদীচি ঘোষণা করেছে,‘যদি সরকার ইসলামী ব্যাংকের টাকা ফেরৎ না দেয় তবে তারা প্যারেড ময়দানের জাতীয় সংগীত গাইতে যাবে না’ । উদীচির এ ঘোষণায় অনেকেই আশ্চার্য হয়েছে । ২০০৪ সালে যশোরে উদীচির অনুষ্ঠানে জঙ্গি কর্তৃক বোমা হামলার পর এমনিতেই তারা প্রতিশোধের জন্য মূখিয়ে আছে । ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপর জা’মাআতকে সহযোগীতা করার যে দোষ চাপানো হয়েছে, সেই পথ পরিক্রমায় উদীচিও ইসলামী ব্যাংককে দোষারোপ করে চলছে । কেননা ২০০৪ সালে উদীচির উপর হামলার সময় বিএনপি-জা’মাআত জোট ক্ষমতায় ছিল । উদীচির উপর চালানো হামলার পর তারা দাবী করেছিল, এ হামলার পিছনে ইসলামী মৌলবাদী গোষ্ঠীর হাত রয়েছে । তারা জ’ামাআতে ইসলামীর দিকেও ইশারা করেছিল । যারাই এ ধরনের জঘন্য কাজ করেছে প্রকৃতার্থে তারা ইসলামের মূল শিক্ষা অর্জন করতে পারে নি । কেননা ইসলাম কোন ধরনের হিংসাত্মক কিংবা ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রশ্রয় দেয় না । বোমা হামলার কিছুদিন আগে উদীচি শিল্পী গোষ্ঠীও চুড়ান্তসীমা অতিক্রম করেছিল । সর্বকালেরর সর্বশ্রেষ্ঠ মহামনব মানবতার মুক্তির দিশারীকে নিয়ে তারা কটুক্তি করেছিল । এমনকি ইসলাম ধর্মকেও তারা তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল ।

বিতর্ক বাড়াতে থাকলে চুনইগাংমের মত বাড়তেই থাকবে । কোন বিতর্কই যেন আসন্ন মহৎ অর্জনকে ব্যর্থ করার অপচেষ্টা করে সফল হতে না পারে সে ব্যাপারে সরকার এবং দেশের সর্বস্তরের জনগণকে সজাগৃদষ্টি রাখতে হবে । মানবতা বিরোধী অপরাধীদের বিচার করতে যে সরকার বদ্ধপরিকর তারা ইসলামী ব্যাংক প্রদত্ত টাকার চেক গ্রহন করার সময় মিডিয়ার সামনে ভ্রুকুঞ্চিত করেনি । সরকার যদি মনে করত ইসলামী ব্যাংক প্রকৃতপক্ষেই মানবতাবিরোধী এবং জা’মাআতের আর্থিক সাহায্যদাতা তবে বিনা প্রশ্নে বলা যায় সরকার তাদের টাকা গ্রহন করত না । সরকার উদীচির চেয়ে কয়েকগুনে বেশি জামাআত বিদ্বেষী । মানবতা বিরোধীদের কথা না হয় বাদ দিলাম । আসন্ন সমস্যা সমাধানে সরকারকেই এগিয়ে আসতে হবে । কেবল সরকারের মধ্যস্থতায় এ সমস্যার সমাধান সম্ভব । সরকারকে মনে রাখতে হবে, বাংলাদেশে যেমন উদীচির অনেক সদস্য আছে তেমনি ইসলামী ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীর সংখ্যা কম নয় । ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেডের বিরুদ্ধে যদি ভবিষ্যতে জা’মাআতকে অর্থ সহায়তা করার কোন প্রমান পাওয়া যায় তবে তখন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে । কিন্তু যতদিন সেটা না পাওয়া যায় ততদিন ইসলামী ব্যাংকের সকল টাকা দেশের আস্তিক-নাস্তিক নির্বিশেষে সকল সাধারণ গ্রাহকের টাকা । সুতরাং ইসলামী বাংক লাখো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করার জন্য যে টাকাটা স্পন্সর করেছে সেটা ইসলামী ব্যাংকের নিজস্ব টাকা নয় । এ টাকায় যারা মানবতা বিরোধীদের গন্ধ পেয়ে দেশের এক বিশাল অর্জনের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে তারা নিঃসন্দেহ অত্যন্ত গর্হিত কাজ করবে । কাজেই উদীচির মত আরও যারা জা’মাআতের টাকা দিয়ে অনুষ্ঠান পরিচালনা করার জন্য নাক সিঁটকাচ্ছেন তারা কোন বিচারেই বুদ্ধিমানের কাজ করছেন না ।

রাজু আহমেদ । কলাম লেখক ।



বিষয়: রাজনীতি

১০৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195641
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৫
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : সিডর দূর্গত, রানা প্লাজা, তাজরীন ফ্যাশন ইত্যাদি সবার জন্য টাকা নিলে কেউ কিছু বলেনা !!!!!!! উদিচি টাইপের সংগঠনগুলো চেতনা ছাড়া এসব দূর্গতদের জন্য এমন কি করেছে জাতিকে জানতে দেয়া দরকার ।
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৮
145879
রাজু আহমেদ লিখেছেন : ভাই সত্য কথা বললে আপনি ভাত পাবেন না । সত্য বড়ই তিক্ত । বামপন্থী উদীচি আল্লাহর রাসূলকে নিয়ে তাচ্ছিল্য করেছে অথচ সরকার চুপ করে ছিল । এখন মুসলমানরা যদি বলে উদীচি জাতীয় সংগীত পরিবেশনে অংশগ্রহন করলে মুসলমানরা্ এ অনুষ্ঠান বয়কট করবে । তাহলে কেমন হবে ?
195644
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৫
ওরিয়ন ১ লিখেছেন : ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ দয়া করে কুরআনুল মাজীদের নিচের আয়াত টি একটু ভেবে দেখবেন কি?
And do not incline toward those who do wrong, lest you be touched by the Fire, and you would not have other than Allah any protectors; then you would not be helped. ( Sura 11:113)
আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না। নতুবা তোমাদেরকেও আগুনে ধরবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু নাই। অতএব কোথাও সাহায্য পাবে না। (সূরা হূদ: আয়াত ১১৩)

যে সরকার ক্ষমতায় আসার পরপরই সংবিধান থেকে আল্লাহর নাম মূছে দিয়ে সেখানে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপিত করে ধর্মনিরপেক্ষতাবাদকে আল্লাহর প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে একের পর এক ইসলাম, ইসলামী নীতিমালা, ইসলামী পরিচয়, ইসলামী প্রতিষ্ঠান ইত্যাদির বিরুদ্ধে একের পর এক সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদেরকে অনৈতিক কাজে, হারাম কাজে, পৃষ্টপোষকতা করা ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ?

আপনাদের প্রতি আমাদের আস্হা, বিশ্বাস সবই আছে। একজন প্রাক্তন কর্মকর্তা হিসাবে এই ব্যাংকের ভিতরের খুঁটিনাটি ও অনেক কিছু জানি। দয়া করে ইসলামের বেসিক (হালাল, হারাম, ফরজ)বিষয়গুলোর সাথে আপোষ করবেন না। আর একটি কথা "কৌশলের নামে মিথ্যার সাথে আপোষ সেতো সত্য বিমূখতার প্রথম ধাপ ।" "কিছু কৌশল মানুষকে সাময়িক স্বস্তি দিতে পারে, দিতে পারে জয়ের স্বপ্ন কিন্তু এর মাধ্যমে চুরান্ত জয় তথা সাফল্য এবং আল্লাহর নৈকট্য লাভ সম্ভব না ।" আপনদের বোধদয় হউক, এই কামনা করছি আল্লাহ সুবাহানাতাল্লার কাছে।
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৪৩
145881
রাজু আহমেদ লিখেছেন : মাফ করবেন স্যার । আমি ইসলামি ব্যাংকের সাথে জড়িত না এমনকি ইসলামি ব্যাংক সম্পর্কে তেমন গভীরের জ্ঞানও রাখি না । একজন ছা্ত্র হিসেবে যতটুকু ধারণা রাখা দরকার ঠিক ততটুকু রাখি । ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে আপনি এ ব্যাংকের খুঁটিনাটি অনেক কিছুই জানেন ।তবে আমি বলব , বাংলাদেশের সরকার যে মতাদর্শের হউক না কেন বাংলাদেশে ব্যবসা করতে হলে সরকারের সাথে আতাঁত করে চলতে হবে । তা না হলে টিকা যাবে না । তবে মাখামাখি করা উচিত হবে না । যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সম্পর্ক রাখার জন্য আহ্বান করব । এর চেয়ে বাড়তি কিছু করতে গেলে ইসলামি ব্যাংককে তার আদর্শ থেকে ‍বিচ্যুত হতে হবে । আ্শা করি ইসলামী ব্যাংক সে পথে হাঁটবে না । আমার জন্য দোয়া করবেন স্যার ।
195655
২১ মার্চ ২০১৪ সকাল ১১:০৮
হতভাগা লিখেছেন : ইয়ে প্রবলেম কাভি ভি সলভ্‌ নেহি করনা চাহিয়ে

ইসসে্‌ ইস্যু বানাকার খেল না চাহিয়ে
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৪৪
145882
রাজু আহমেদ লিখেছেন : আমরা মিথ্যুক রাখাল এবং সিংহের গল্প সবাই জানি হয়ত । কারো রাখালের পরিনতি না হোক ।
195661
২১ মার্চ ২০১৪ সকাল ১১:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই এত কোটি টাকা খরচ করে জাতিয় সংগিতের রেকর্ড না করে এ দিয়ে যদি দেশের বিভাগিয় শহরগুলিতে একটি করে উন্নতমানের ষ্টুডিও তৈরি করা হয় তাহলে অনেক সঙ্গিত প্রতিভা বিকাশের সুযোগ পেত। এই রেকর্ডটি দেশের কি কাজে আসবে?
২১ মার্চ ২০১৪ সকাল ১১:৪৫
145883
রাজু আহমেদ লিখেছেন : দেশের অনেক কাজই আছে যেগুলো সে অর্থে দেশের কাজে আসে না । তবে এসব কাজ দ্বারা বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিত হয় । সর্বোপরি আত্মতৃপ্তি বলে তো কি একটা আছে ?
195711
২১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৪
ঈগল লিখেছেন : ভাই, মনে কিছু নিয়েন না কারণ পোস্টটি পড়ার সময় আপাতত নেই তারপরও একটি কমেন্ট করছি।
===============
মুসলিমদের উচিত উদীচিকে বয়কট করা। উদীচিকে নিষিদ্ধে দাবি তোলা।
২১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৮
145928
রাজু আহমেদ লিখেছেন : এ দাবী সকল মুসলামানের করা উচিত । কিন্তু মুসলমানগণ যখন এ দাবী তুলবে তখনই তারা মৌলবাদীর তকমা পাবে । ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File